রঙ বেরঙের পাখিরা সব তোমার আকাশ জুড়ে
আমি সাদা কালো হাঁস একলা ঘরের কোনে ।।
একলা ভাসি পুকুর জলে, একলা ভাসি বিলে
একলা জ্বালি মঙ্গল দীপ সূর্যি ডোবার কালে ।।
আমার আকাশ মেঘে ঢাকা তোমার আকাশ নীল
ইচ্ছে ছিল ঐ আকাশে হব শঙ্খ চিল ।।
ইচ্ছে ছিল মেঘের ভেলায় ভাসব দুই জনে
আমি সাদা কালো হাঁস একলা ঘরের কোনে।
শেওলা জমা পুকুর পাড়ে আছড়ে পড়ে রাত
কালো মেঘের ক্যানভাসে জোছনা লুকায় চাঁদ ।।
আজ সপ্নঘুরির গুন কেটে যায়, ইচ্ছে মরে মনে
আমি সাদা কালো হাঁস একলা ঘরের কোনে।।
…………………………………………..জল রং এর জন্য গান।
২৩টি মন্তব্য
নাজনীন খলিল
সুন্দর গান।
সীমান্ত উন্মাদ
ধন্যবাদ এবং শুভকামনা নিরন্তর আপু।
নীহারিকা
গান ভালো হয়েছে। ইচ্ছে পুরণ হোক 🙂
সীমান্ত উন্মাদ
ধন্যবাদ এবং শুভকামনা নিরন্তর। ইচ্ছেটা পুরুন হবার পথে।
যাযাবর
সুন্দর , অবশ্য শুনিনি আমি এখনো । শুনতে হবে (y)
সীমান্ত উন্মাদ
এটা এখনো রিলিজ হয় নাই। হলে জানাবো। ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন নিরন্তর।
লীলাবতী
খুব সুন্দর
সীমান্ত উন্মাদ
ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন নিরন্তর।
জিসান শা ইকরাম
গান ভালো হয়েছে ।
শুভ কামনা ।
সীমান্ত উন্মাদ
ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন নিরন্তর মামা।
মা মাটি দেশ
হায়রে ইচ্ছে!আজও হলনা পাওয়া।সুন্দর হয়েছে।
সীমান্ত উন্মাদ
সময়ের অপেক্ষা করুন আশা করি পেয়ে যাবেন। ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন নিরন্তর।
খসড়া
সুন্দর গান।
সীমান্ত উন্মাদ
ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন নিরন্তর
আদিব আদ্নান
ভালো লাগল লরিকটি ।
সীমান্ত উন্মাদ
ভালোলেগেছে যেনে কৃতঙ্ঘতা। শুভকামনা জানিবেন নিরন্তর।
স্বপ্ন নীলা
সুন্দর একটি গান,,,,,,,,,,,,,,,
সীমান্ত উন্মাদ
ধন্যবাদ এবং শুভকামন জানিবেন নিরন্তর।
প্রিন্স মাহমুদ
আমি সাদা কালো হাঁস একলা ঘরের কোনে
সীমান্ত উন্মাদ
😀
শুন্য শুন্যালয়
বাহ… খুব সুন্দর গান… রিলিজের অপেক্ষায় রইলাম…
সীমান্ত উন্মাদ
আশা করি খুব তাড়াতাড়িই পাবেন। যদি বেঁচে থাকি। ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন নিরন্তর।
আফ্রি আয়েশা
//আমার আকাশ মেঘে ঢাকা তোমার আকাশ নীল
ইচ্ছে ছিল ঐ আকাশে হব শঙ্খ চিল ।।// – সুন্দর 🙂