অবাক করা ব্যাপারই বটে। দেশের অনলাইন গণমাধ্যমগুলোকে (যারা আমার লেখা চুরি করে প্রকাশ করেছে) তাদের প্রশংসা না করে আর পারলাম না। গত ২৩ মার্চ ২০১৪ তারিখে আমার একটি লেখা প্রকাশিত হয় www.priyo.com নামের একটি ওয়েবে। লেখাটির শিরোনাম “ভারতীয় হিন্দী সিরিয়াল, ধ্বংসের পথে বাংলার সমাজ-সংস্কৃতি”
লিঙ্ক হল- http://www.priyo.com/blog/2014/03/23/60250.html.
আজকে নেটে সার্চ দিয়ে দেখি বেশ কিছু অনলাইন পত্রিকা আমার লেখাটি হুবহু তাদের ওয়েবে প্রকাশ করেছে। এর মধ্যে দু-একটি পত্রিকা দয়ার বশবর্তী হয়ে আমার নামটি ছেপেছে। কিন্তু তারা একবারও আমার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করেনি।
বাঁকী গুলো তাদের নাম দিয়েই প্রকাশ করেছে। লেখাটি যেন তাদের বাপ-দাদার সম্পতি। এগুলো মধ্যে এগিয়ে আছে http://www.bostonbanglanews.com/ নামের অনলাইন পত্রিকাটি। সম্ভবত পত্রিকাটির ‘আয়েশা আকতার রুবী’ জনৈকা সাংবাদিক বেশ সুন্দর করে আমার লেখাটিকে নিজের বলে চালিয়ে দিলেন। অথচ একটা লেখাকে জন্ম দিতে গেলে যে কত কষ্ট করতে হয়ে তিনি মেয়ে হয়েও সেটা দিব্যি ভুলে গেলেন। হায়রে আমার সাংবাদিকরে।
আমার লেখা চুরি করে প্রকাশ করা এসব অনলাইন পত্রিকার শ্লোগান শুনলে মনে হয় তাদের মতো সত্যবাদী পৃথিবীতে দ্বিতীয়টি আর নেই। আমার ব্লগার বন্ধুদের সুবিধার্থে লেখা চুরি করে প্রকাশ করা এসব অনলাইন পত্রিকার লিঙ্ক দিয়ে দিচ্ছি যাতে করে মাত্র এক ক্লিকেই ঘুরে আসতে পারেন লেখা থেকে
১। http://www.bostonbanglanews.com/index.php?option=com_content&view=article&id=31051:2014-03-24-07-04-50&catid=42:2010-10-11-16-52-25&Itemid=136#addcomments
২। http://www.muktobani.com/index.php?action=details_news&news_id=NRpl2eYQD3
৩। http://www.deshebideshe.com/news/details/29014
৪। http://netrakona-r-alo.com/?p=46076
৬টি মন্তব্য
শুন্য শুন্যালয়
তারা আসলে ঠিক এইরকম লিখবে বলে ঠিক করেছিলো, পরে দেখে আপনি আগেই লিখে বসে আছেন, তাই মনে হয় আর কস্ট করেনি… হা হা… শেম অন দেম। কি আর বলবো ভাইয়া।। লেখা চুরি করতে করতে একসময় হয়তো আপনাকেই চোর বলবে।। পিটানো উচিত এইগুলারে…
ছাইরাছ হেলাল
চুরাচুরি চলছে চলবে ।
ছাইরাছ হেলাল
ভাগ্যিস চোরেরা আপনাকে এই লেখাই যে আপনার তা প্রমাণ করতে বলেনি ।
একবার এমন করে প্রকৃত লেখককেই হেনস্থা হতে হয়েছিল ।
চোরদেরই জয় জয়কার ।
জিসান শা ইকরাম
এ দেখি মহা চোর! এদের বিরুদ্ধে কেইস করা যায়না?
রিমি রুম্মান
আমি আহামরি কিছু লিখিনা যদিও… তবুও আমার লেখাও চুরি হয়েছে বার কয়েক। চোরেরা আবার ইনবক্সে জানিয়েছে, আমি মাইন্ড করেছি কিনা। নিজের সৃষ্টির আনন্দ বুঝলো না অভাগা চোরেরা। বড় করুনা হয় ওদের জন্যে …
ওয়ালিনা চৌধুরী অভি
এর শাস্তি হওয়া দরকার ।