বুকে মাইনের বিস্ফোরন ঘটিয়ে প্রিয়তমা চলে গেল,
সুযোগের বন্ধু এলাকার বড় ভাই,
বিপদে কেউ পাশে নাই,
মেনে নিতে হলো লজ্জার হার;
মনের জোরে কভু ফেরানো যাবেনা তাকে,
সমাধান বিদঘুটে আমি যে বেকার।
বিতৃষ্ণায় অস্হির করছি সময় পার,
যুগের মত দিন যাচ্ছে কেটে,
মদের আসরে গিয়ে ফিরেছি ব্যর্থ হয়ে,
টাকার অভাবে মদ যায়নি পেটে;
মা-বাবা চিন্তিত ছেলের ভবিষ্যত আর নিয়ে অধিকার, ভাগ্যটা বদলে না কপালে জুটে আছে আমি যে বেকার।
সার্টিফিকেট হাতে ঘুরেছি দ্বারে দ্বারে,
আসেনি একটিও চাকুরীর অফার,
অফিসের বড় স্যার শান্তনা দিয়েছে
‘চাকুরী পেতে বাবা টাকার দরকার’
খালি হাত, খালি পেট, ঘুরে ঘুরে জুতা হচ্ছে ক্ষয়;
চাকুরী হচ্ছেনা মিলছে বঞ্চনা চলছে বেড়েই হতাশা ভয়,
তারাও তো ভাল আছে রিক্সাচালক আর ফুটপাতী হকার,
আমিও তো তাও নই শুন্য পকেটে ঘুরি লাঞ্ছিত বেকার।
লেখা-পড়া শিখে আজ গেটে-গেটে পড়ে বেড়াই,
‘কর্ম খালি নাই’
কি এক তামাশা ইন্টারভিউ রুমে,
শুনে যায় মাথা ঘুরে অভিজ্ঞতা চাই!
অনভিজ্ঞ তাই তোর চাকুরী নাই,
বন্ধুরা তিরস্কার করে কি করবি আর?
লজ্জিত হইনা আর চামড়া সয়ে গেছে আমি যে বেকার।
৩৬টি মন্তব্য
নৃ মাসুদ রানা
বুকে মাইনের বিস্ফোরন ঘটিয়ে প্রিয়তমা চলে গেল, প্রথম লাইনটি থেকেই ভালো লেগে গেলো।
নুর হোসেন
অসংখ্য ধন্যবাদ কবি।
বেকারত্ব জাতির অভিশাপ,
এই প্রজন্মের অধিকাংশ তরুন বেকারত্বের কালো থাবায় জর্জারিত!
এস.জেড বাবু
অভিজ্ঞতা মামা বাড়ির সম্বল / আবদার
এই অভিজ্ঞতা যদি প্রতি জন্মদিনে এক কেজি করে পাওয়া যেত, অথবা প্রতি সার্টিফিকেটের সাথে দুই লিটার অভিজ্ঞতা- তাইলে নাহয় এদের সামনে দুই বস্তা অভিজ্ঞতা রাখা যেত।
দুর্দান্ত লিখেছেন।
তবে অনেকেরই এই ষ্ট্রাগল পিরিয়ড বেশিদিন থাকে না।
নুর হোসেন
অনেকেরই এই ষ্ট্রাগল পিরিয়ড বেশিদিন থাকে না।
-সবাই এক সময় কাজ পেয়ে যায়;
যে কয়দিন বঞ্চনা চামড়া পেয়ে থাকে তা সারাজীবন বয়ে বেড়ানোর মত ক্ষতময় স্মৃতি।
ধন্যবাদ।
সুরাইয়া পারভিন
সার্টিফিকেট হাতে ঘুরেছি দ্বারে দ্বারে,
আসেনি একটিও চাকুরীর অফার,
অফিসের বড় স্যার শান্তনা দিয়েছে
‘চাকুরী পেতে বাবা টাকার দরকার’
চরম বাস্তবতার বহিঃপ্রকাশ।
চমৎকার উপস্থাপন
নুর হোসেন
অভিজ্ঞতা হয়েছে ঘুরে ঘুরে,
জীবনের প্রতিটি কবিতায় লুকায়িত চরম বাস্তবতা উপস্হাপন করার চেষ্টা করছি।
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
ভাল থাকুন।
মাহবুবুল আলম
“সার্টিফিকেট হাতে ঘুরেছি দ্বারে দ্বারে,
আসেনি একটিও চাকুরীর অফার,
অফিসের বড় স্যার শান্তনা দিয়েছে
‘চাকুরী পেতে বাবা টাকার দরকার’”
আসলে এটাই বেকারদের নিয়তি!!
কবিতাটি ভাল লাগলো।
নুর হোসেন
মন্তব্যে অনুপ্রেরিত হলাম, শুভেচ্ছা ও ভালবাসা নিবেন।
ছাইরাছ হেলাল
বেকার-যন্ত্রণা সে-ই শুধু জানে যে শুধুই জ্বলে আর জ্বলে।
নুর হোসেন
আসলেই ভাই,
বেকারত্ব ভয়ানক যন্ত্রনার।
ভুক্তভোগী ছাড়া অপরে বুঝতে পারবেনা।
মোঃ মজিবর রহমান
বন্ধুরা তিরস্কার করে কি করবি আর?
লজ্জিত হইনা আর চামড়া সয়ে গেছে আমি যে বেকার।
সব সয়ে শেষে , মৃত্যুও নিয়ে যায় ঐপারে, বেকারত্বের হাত ধরে,
আর স্বপ্নমাখা মুখটি আছে, ঐন্যের বিছানাতে, ভালবেসে।
নুর হোসেন
যে হারে বেকারত্ব বাড়ছে, তাতে শিক্ষিত ছেলেরা পছন্দের মেয়েকে বিয়েও করতে পারছেনা!
দেশের মগজধারীদের এসবের দ্রুত সমাধান করা দরকার।
বন্যা লিপি
কেউ ইচ্ছে করে বেকার থাকতে পছন্দ করে। আবার কারো জন্য বেকারত্ব মরনের সমান। বাস্তবতা বড়ই কঠিন।
দারুন লিখেছেন।
নুর হোসেন
ধন্যবাদ আপু,
প্রতিযোগীতার এই জেনারেশনের কেউ বেকার থাকতে চাইবেনা;
পরিস্হিতি অনেককেই বেকার করে রেখেছে হোক তা টাকা কিংবা মেধা।
সুপর্ণা ফাল্গুনী
বেকারত্ব যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে আসলেই সবাই ভুক্তভোগী। পরিবার পরিজন সবাই। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা কবিতা উপহার দেবার জন্য
নুর হোসেন
ধন্যবাদ প্রিয় লেখিকা,
দেশ সিংগাপুর কিংবা মালোশিয়ার কাছাকাছি নিয়ে যাওয়া সম্ভব; প্রথমে প্রয়োজন বেকারত্ব কমানো।
কোটি কোটি টাকার মালিক যদি পঙ্গু হয় তার যেমন দাম নেই তেমনি বেকার জাতির কোন মুল্য নেই।
নাজমুল হুদা
বেকার বেকার বেকার
এরজন্যই আজ নৈতিক অবক্ষয়। বেকারত্বের প্রভাব পড়ছে সর্বক্ষেত্রে ।
নুর হোসেন
যে হারে বেকার বাড়ছে তাতে দেশ উন্নত নয়, অপরিকল্পিত প্লাণের কারনে দেশ ১০০ বছর করে পিছিয়ে যাচ্ছে প্রতি ৫বছরে।
নিতাই বাবু
বেকারত্ব জীবনের গ্লানি নিয়ে চমৎকার লিখেছেন দাদা। বেকার মানে সংসার এবং সমাজের বোজা।
নুর হোসেন
বেকার মানে সংসার এবং সমাজের বোজা।
-যথার্থ বলেছেন সহমত।
রেহানা বীথি
বেকার জীবনের হতাশা নিয়ে চমৎকার লিখলেন।
নুর হোসেন
ধন্যবাদ, আপু।
তৌহিদ
দেশের বেকার সমস্যা প্রকট, প্রতিটি ছাত্রই পড়াশুনা করার পরেও যখন একটা চাকুরী পায়না এই দুঃসহ যন্ত্রণা যে ভুক্তভোগী কেবল সেই বোঝে।
নুর হোসেন
মৃত্যুহীন জীবন আর বেকারত্ব ছাড়া ক্যারিয়ার দুটোই স্বাদহীন!
কাজের যথার্থ গুরুত্ব বুঝতে পারে একমাত্র বেকাররাই।
Rafiqvai
ভালো লেগেছে।
নুর হোসেন
কে যেন লোকটা আমাদের ইসিয়াক ভাই না?
সোনেলায় স্বাগতম।
সুপায়ন বড়ুয়া
বন্ধুরা তিরস্কার করে কি করবি আর?
লজ্জিত হইনা আর চামড়া সয়ে গেছে আমি যে বেকার।
ভালই হলো
বন্ধুদের সুমতি হোক !
নুর হোসেন
আমাদের আশেপাশে যারা বন্ধুত্বের হাত বাড়ায় তারা কেহই প্রকৃত বন্ধু নয়,
আমরা সর্বদা মানুষ চিনতে ভুল করি।
ধন্যবাদ।
জিসান শা ইকরাম
সময়ের বাস্তবতা তুলে ধরেছেন কবিতায়।
ভাল হয়েছে কবিতা।
শুভ কামনা।
নুর হোসেন
ধন্যবাদ, ভালবাসা নিবেন।
মনির হোসেন মমি
বেকারত্ব জীবনের একটি অভিশাপ অধ্যায়।এর যন্ত্রণা তুষের আগুনের মত। বাস্তবতা নিয়ে চমৎকার কবিতা।
নুর হোসেন
বেকাররা পেটের ক্ষুধা বুঝতে পারে,
লোকের বঞ্চনা সইতে পারে;
সুন্দর কবিতাও লিখে!
শুধু নিজেরাই ভালো থাকতে পারেনা।
ধন্যবাদ ভাইয়া।
মনির হোসেন মমি
এক সময় আমিও যে এ কাতারে ছিলাম। শুভ কামনা রইল ভাইয়া।
নুর হোসেন
ভালো থাকুন, প্রিয় ব্লগার।
মাহবুবুল আলম
“ বুকে মাইনের বিস্ফোরন ঘটিয়ে প্রিয়তমা চলে গেল, “ প্রথম পঙক্তিই মরমে ধাক্কা দিয়ে গেল।
ভাল লেগেছে। ভাল থাকবেন!
নুর হোসেন
ধন্যবাদ প্রিয় লেখক ভাল থাকবেন।