
আমার স্বপ্নগুলো কখনো যদি যায় মরে
ভেবোনা তোমায় আমি করবো দায়ী।
আমার উদ্দমতায় কখনো যদি ভাটা পড়ে
ভেবোনা তুমি আমায় পিছু টেনেছো।
আমার সাহসিকতায় কখনো যদি যতি পড়ে
ভেবোনা তুমি আমায় ভীতু করেছো।
আমার বিশ্বাসে যদি কখনো কালি পড়ে
ভেবোনা তুমি নিজে শুধু দায়ী।
আমার ইচ্ছে গুলো যদি কখনো ডানা মেলে উড়ে
ধরে নিও তাই তুমি পাশে ছিলে বলে।
আমার আকাশটা যদি ছুয়ে যায় দিগন্ত রেখা
ধরে নিও তাই তুমি প্রেরণা দিয়েছিলে।
আমার ভাঙা জানালায় কখনো যদি বসন্ত আসে
ধরে নিও শুধু তুমি পাশে ছিলে বলে।
আমার সাজানো বাগানে যদি ফুলের সুবাস ছোটে
ধরে নিও শুধু তোমার পরিচর্যা ছিল বলে।
আমার জগৎটাকে সাজিয়ে এনেছি
শুধু তুমি পাশে ছিলে বলে।
স্বপ্নের আকাশটাতে একেঁছি আলপনা
শুধু তুমি তুলি দিয়েছো বলে।
মনের আলপনায় এঁকেছি কত ছবি
শুধু তুমি উৎস ছিলে বলে।
আশা নিরাশার দোলায় গেঁথেছি মালা
শুধু তুমি ফুল তুলেছো বলে।
আমাদের সবটুকু তাই সাজিয়ে এনেছি আজ
হারিয়ে যেতে দেবো না কভু নাহি।
ফুলেল শুভেচ্ছায় সিক্ত করি বন্ধু তোমার জন্মদিনে
মায়াজালে বাঁধি গাথিয়া রাখিব মনের গহীন কোণে।
২৯টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
অসাধারণ দাদা
সুপায়ন বড়ুয়া
অসংখ্য ধন্যবাদ
শুভ কামনা
রেহানা বীথি
ভীষণ সুন্দর লিখলেন।
জন্মদিনের শুভেচ্ছা রইল।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ, শুভ কামনা !
শুভেচ্ছাটা পাঠিয়ে দিলাম
সুরাইয়া পারভিন
অসাধারণ লিখেছেন
জন্মদিনের অনেক শুভেচ্ছা রইলো
সুপায়ন বড়ুয়া
জেনে হলাম খুশী
শুভেচ্ছাটা পাঠিয়ে দেব
দিয়ে মিষ্টি হাসি !
ধন্যবাদ , শুভ কামনা
মনির হোসেন মমি
কবিতায় চমৎকার অনুভুতি। শুভ জন্মদিন। ভাল থাকবেন।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ, শুভ কামনা !
শুভেচ্ছাটা পাঠিয়ে দিলাম
তৌহিদ
জন্মদিনের এমন উপহার পেয়ে বৌদির অনুভূতি জানতে চাই। জন্মদিনের শুভেচ্ছা।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ, শুভ কামনা !
শুভেচ্ছাটা পাঠিয়ে দিলাম
দিলেন একটি মুচকি হাসি
বলেন ভালবাসি !
তৌহিদ
ধন্য হলাম দাদাভাই। ☺
এস.জেড বাবু
লিখাটা মনোমুগ্ধকর
জন্মদিনের শুভেচ্ছা রইলো।
সুপায়ন বড়ুয়া
খুশী হলান জেনে
ধন্যবাদ শুভ কামনা
জিসান শা ইকরাম
বৌদিকে জন্ম দিনের অনেক অনেক শুভেচ্ছা।
জন্মদিনে এমন চমৎকার একটি কবিতা উপহার পেয়ে বউদি কতটা খুশী হলেন জানিয়েন দাদা আমাদের।
শুভ কামনা উভয়ের জন্য।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ, শুভ কামনা !
শুভেচ্ছাটা পাঠিয়ে দিলাম।
“দিলেন একটি মুচকি হাসি
বলেন ভালবাসি !”
নুর হোসেন
শুভ জন্মদিন!!
বৌদিকে শুভেচ্ছা ও ভালবাসা জানাবেন।
আপনাদের শান্তিময় দাম্পত্য জীবন কামনা করছি।
সুপায়ন বড়ুয়া
অশেষ ধন্যবাদ ,
ভালবাসা নিরন্তর !
শুভ কামনা
নুর হোসেন
ধন্যবাদ, ভাল থাকুন।
ছাইরাছ হেলাল
এমন শুভেচ্ছা সবাই পায় না, সবার হয় ও না।
শুভ জন্মদিন।
সুপায়ন বড়ুয়া
খুশী হলাম জেনে
ধন্যবাদ, শুভকামনা !
নৃ মাসুদ রানা
অসাধারণ লেখা, ভালো লাগলো।
সুপায়ন বড়ুয়া
অসংখ্য ধন্যবাদ ,
ভাল থাকুন
সুস্হ থাকুন
করি কামনা !
প্রদীপ চক্রবর্তী
শুভ জন্মদিন।
শতশত শুভকামনা।
সুপায়ন বড়ুয়া
অসংখ্য ধন্যবাদ ,
শুভ কামনা
কামাল উদ্দিন
দারুণ, সব ভালোগুলো তোমার জন্যে, মন্দেরা সব যাক হারিয়ে……..শুভ জন্মদিন।
সুপায়ন বড়ুয়া
মন্দেরা সব যাক হারিয়ে
ভালরা সব থাক জড়িয়ে
লিখেন ভাল মন্দ না
তোমার জন্য শুভ কামনা !
কামাল উদ্দিন
হাঃ হাঃ হাঃ, শুভ কামনা 😀
শাহরিন
অনেক শুভকামনা বৌদি কে। আজীবন ভালোবাসাময় জীবন কাটুক।
সুপায়ন বড়ুয়া
অনেক অনেক ধন্যবাদ !
তোমার ও মঙল কামনা করি