
পূর্ণিমার অংশুক পড়েছিলো মুখাবয়বে,
সিন্গ্ধতার আবেশ ছড়িয়ে গেলো পুরো পৃথিবী জুড়ে।
মোম জোছনায় অঙ্গ ভেজাও, সিক্ত হোক সোনার যৌবন।
স্বপ্ন-বিলাসী হয়ে উঠুক চিতার চাবুকে জর্জরিত অন্তরিন্দ্রিয়।
মরুভূমির তপ্ত বালুকনায় শ্বেত জোছনা লুটোপুটি;
যামিনী পূর্ণশশী সঙ্গমে মাখামাখি আঁধারের মন বিছানায়;
আলো-আঁধারির ফাঁদে পড়ে শ্মশানে জ্বলছে মনের যত বাসনা।
অমানিশা ভক্ষণ করে পূর্ণিমা;
পূর্ণিমা প্রতিহিংসার প্রদীপ জ্বেলে ভক্ষণ করে দিস্তা দিস্তা কাব্য কথন।
সরোবর টলমল ,ঝিকঝিক করছে রূপালি চাঁদোয়ায়;
প্রেমে নিমগ্ন, নিস্তব্ধতায় ডুবে রয়েছে চন্দ্রকলা;
কিসের আশে, কিসের বিষে মরেছে চন্দ্রাবতী?
পুরানো দেয়ালের ইট চাপায় সমাঙ্গ দেহীর আস্তরণের প্রলেপ;
জোছনাভরা আলিঙ্গনে ছুঁয়ে যায়।
২৯টি মন্তব্য
সাগর আর্শেম
“অমানিশা ভক্ষন করে পূর্নিমা ,
পূর্ণিমা প্রতিহিংসার প্রদীপ জ্বেলে ভক্ষন করে দিস্তা দিস্তা কাব্যকথন।”
মুগ্ধতায় বিবশ- বিহ্বল আমার অনুভূতি।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
ফয়জুল মহী
শব্দের অলংকরণ। পাঠে মুগ্ধ হলাম।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া শুভ কামনা রইলো
ত্রিস্তান
আহ্ সে কি অপূর্ণ প্রেমের পরিস্ফুট সঙ্গমলীলা- যামিনী জল জোছনায় মাখামাখি। আঁধার না থাকলে জীবনে আলো গুরুত্বহীন ।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
ছাইরাছ হেলাল
পূর্ণিমা দেখছি স্বরূপে আপনার কাছেও!!
বেশ বেশ, সুন্দর।
সুপর্ণা ফাল্গুনী
পূর্ণিমা তো আপন পর, শত্রু মিত্র দেখেনা। সবার কাছেই সমানভাবে ধরা দেয়। ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন
ছাইরাছ হেলাল
“পূর্ণিমা প্রতিহিংসার প্রদীপ জ্বেলে ভক্ষণ করে দিস্তা দিস্তা কাব্য কথন। ”
এখানে কিন্তু সে হিংসুটের ভূমিকায়!!!!!
সুপর্ণা ফাল্গুনী
সেটাতো অমানিশার জন্য যার জন্য তাকে কিছুদিনের জন্য হারিয়ে যেতে হয়। ধন্যবাদ ভাইয়া
সুপায়ন বড়ুয়া
“পুরানো দেয়ালের ইট চাপায় সমাঙ্গ দেহীর আস্তরণের প্রলেপ; জোছনাভরা আলিঙ্গনে ছুঁয়ে যায়। “
অসাধারণ কাব্য কথন
রোমান্টিক হৃদয় হরন।
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা ভালো লাগার জন্য। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো
বন্যা লিপি
রূপালী চন্দ্রকলায় মনবিছানায় যে কতরকম দিস্তা দিস্তা কাব্যকথা লেখা হয়ে যায়! পুরো লেখা জুড়ে রেখে গেছেন তাঁর বর্ননা।
আহা সাধু সাধু!
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপু। 🌹🌹 সুন্দর মন্তব্যের জন্য অনেক ভালোবাসা রইলো। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
তৌহিদ
বাপ্রে কি কঠিন কঠিন কথা। পূর্ণিমার স্বরুপ এমনও হয়!!
ভালো লাগলো আপু।
সুপর্ণা ফাল্গুনী
🙂🙂। ধন্যবাদ ভাইয়া শুভ কামনা রইলো
আলমগীর সরকার লিটন
বেশ নতুনত্ব পেলাম কবি দিদি
অনেক শুভ কামনা জানাই————-
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো
কামাল উদ্দিন
এটা কবিতা নাকি অন্য কিছু আপু?
সুপর্ণা ফাল্গুনী
কেন ভাইয়া?
কামাল উদ্দিন
ভাষায় মনে হচ্ছে কবিতা, লিখার ধরণে মনে হয় প্রবন্ধ তাই।
সুপর্ণা ফাল্গুনী
আচ্ছা। না এটি কবিতা। ধন্যবাদ ভাইয়া
মনির হোসেন মমি
সরোবর টলমল ,ঝিকঝিক করছে রূপালি চাঁদোয়ায়; প্রেমে নিমগ্ন, নিস্তব্ধতায় ডুবে রয়েছে চন্দ্রকলা; কিসের আশে, কিসের বিষে মরেছে চন্দ্রাবতী? পুরানো দেয়ালের ইট চাপায় সমাঙ্গ দেহীর আস্তরণের প্রলেপ; জোছনাভরা আলিঙ্গনে ছুঁয়ে যায়।
বাহ্ চমৎকার শব্দের বাহারে পূর্ণিমা আরো জ্বলে উঠল।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভালো লাগলো মন্তব্য টি। ভালো থাকবেন সবসময় শুভ কামনা
জিসান শা ইকরাম
অনেক সুন্দর হয়েছে ছোটদি।
কবিতার লাইনগুলো কি এভাবে দিতে চেয়েছিলে?
গদ্যের মত হয়ে গিয়েছে লাইনের বিন্যাস।
শুভ কামনা সব সময়ের জন্য।
সুপর্ণা ফাল্গুনী
না দাদা ভাই। মোবাইল এ করার জন্য এমন হয়েছে
জিসান শা ইকরাম
সম্পাদনায় ক্লিক করে, ‘ লেখা ‘ তে ক্লিক করে এটি যেমন দিতে চেয়েছিলে তেমন করে দিতে পারো।
হালিম নজরুল
ভাল লাগল।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা রইলো