★দিল্লী মানেই দিল্লী কা লাড্ডু।
এখন এই দিল্লীতেই বসে আছি। অপেক্ষায়!★############################
অপেক্ষা করি।
যেনো এখুনি এসে বলবে, কি খোঁজো!
আমার উত্তর, তোমায়!
আসলে আমি কি আদৌ তোমাকে খুঁজছি, নাকি আমায়!!
ফেলে আসা দোলনার একটা দিক একেবারেই অচলের খাতায় জায়গা করে নিয়েছে।
তবুও, অপেক্ষায় থাকি বাইসাইকেল-শৈশবের——
পুড়ে যাওয়া কবিতার খাতায় কিশোরী-অভিমান খুঁজি,
মধ্যবয়সী মনের গভীরে জমে থাকা হাহাকার, কিছু ব্যর্থতা এবং বিষাদের শোক সব মিলিয়ে অপেক্ষা করি,
যদি আরেকবার, শুধু একটিবার যদি সেই শৈশব পেতাম,
আর কোনো ভুল হতোনা সময়ের হিসেবে।
আমি দিব্যি ভুলে যেতাম তোমায় আর তোমার নিঃশব্দ পদচারণ আমার এই মনের ঘরের উঠোনে।
স্নেহের সেই স্পর্শ খুঁজছি যা পাওয়া হবেনা কখনোই,
কবিতার খাতার মতোই পুড়িয়ে এসেছি এই নিজেরই হাতে।
তবুও অপেক্ষায় থাকি, অপেক্ষা করি।
ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, দিল্লী
২৭ মার্চ, ২০১৯ ইং।
২৬টি মন্তব্য
ছাইরাছ হেলাল
বার বার ফিরে যেতে চাই, ফেরা হয় না, যায় না।
ইচ্ছের জ্বলনটুকু থেকেই যায়।
ঈশ্বরের কাছে আপনার মঙ্গল প্রার্থনা করি।
মিস করি খুব।
নীলাঞ্জনা নীলা
বেশি মিস করলে তো সমস্যা। আচ্ছা “মিস” শব্দের বাংলা অর্থটা কি? জানতে চাই।
ছাইরাছ হেলাল
আগে বলুন সমস্যাটি কী এবং কোথায়!!
নীলাঞ্জনা নীলা
বাহ সমস্যার কথা আসছে কেন?
নীরা সাদীয়া
চলে যাওয়া সময় আর কখনোই ফিরে পাওয়া যায় না। সময় চলে যাবার সময় আঁচলে করে নিয়ে যায় কিছু মূল্যবাণ জিনিস। এটাই নিয়ম।
নীলাঞ্জনা নীলা
চমৎকার বলেছো আপুনি।
ভালো থেকো খুব।
রিতু জাহান
তুমি চলে যাচ্ছ!!
দেখা হলো না আপু। জীবনটা বড় বেশি যান্ত্রিক আপু।
শৈশবের সেই নির্মোহ নির্মল দিনগুলোতে এসব ছিলো না। জীবনের তাড়া ছিলো না। খুঁজে আসতাম নতুন নতুন পথ, নতুন নতুন স্বপ্ন নিয়ে ঘুমিয়ে পড়তাম। সকালে মায়ের মধুর বা কড়া শাসনে উঠে পড়তাম।
জীবনের সে অপেক্ষার হাতছানি দিয়ে ডেকে যায় যে সব স্পর্শের হাত খুঁজি আজো।
বার বার খুঁজি এই আমাকে ফেলে আসা পথে, কবিতার খসড়া খাতায় যা হারিয়ে গেছে কালের গভীরে।
আমি যে সাজাতে চাই সবকিছু সুশৃঙ্খলভাবে।
কেমন আছো আপু? এ কথা জিজ্ঞেস করতে ভয় করে খুব।
বলতে পারো অপরাধবোধ।
খুব ভালো থেকো আপু। ভালবাসা গুলো আঁকড়ে রাখতে চাই। বাঁচতে চাই আপু নির্মল সব ভালবাসা নিয়ে।
অনেক দিন পর তোমার লেখা পড়লাম।
নীলাঞ্জনা নীলা
শান্তসুন্দরী আপু এসে যে কী শূন্যতায় জড়িয়ে আছি, ভাষায় প্রকাশ করতে পারছিনা। হাসছি, চলছি, একটু আধটু লিখছিও। মুখোশের আড়ালে মুখটাকে দেখিনা। ভয় হয় দেখলেই আবার না একেবারে হারিয়ে যাই।
ভালো থেকো আপু।
সাবিনা ইয়াসমিন
কিছু কিছুতে কখনো ফেরা হয়না/ যায়না। পিছনে পরে থাকে ধুলো পথে পদচিহ্ন, ধুলিময় হয়ে ঢেকে যায় কালের নিয়মে…
ভালো থাকবেন নীলা আপু, সোনেলা আপনাকে মিস করছে প্রতিনিয়ত। সব প্রতিকূলতার অবসান শেষে ফিরে আসবেন এই কামনা করি। ❤❤
নীলাঞ্জনা নীলা
দারুণ বলেছেন। ফিরে আসার জন্য কতো কী যে করছি! পারি কই! মুখোশটাকে জোরালোভাবে স্থাপন করার চেষ্টা করে চলছি প্রতিনিয়ত।
ভালো থাকুন আপনিও আপু।
তৌহিদ
ফিরতে চাইলেও কেন জানি ফেরা হয়ে ওঠেনা। কেমন আছেন আপু তা বলবোনা, শুধু মন থেকে চাই ভালো থাকুন প্রতিনিয়ত।
নীলাঞ্জনা নীলা
ভালো রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর তাই রোজ আসছি এই নীড়ে।
ভালো থাকুন ভাই।
তৌহিদ
শুভকামনা জানবেন আপু।
নীলাঞ্জনা নীলা
আপনিও।
প্রহেলিকা
আপনার এই কবিতার কোনো মন্তব্য নেই, জানিও না কিভাবে করতে হয়। উপলব্দি করতে পারি। পিতৃশোক ভুলিয়ে দেবার মতো কিছুই নেই এই পৃথিবীতে। আমিও মাত্র কয়েক বছর হলো আমার বাবাকে হারিয়েছি তাই আপনার বর্তমানকে উপলব্ধি করতে পারি।
আপনাকে খুব মিস করি। আপনার ফেরার অপেক্ষায় আছি। নিজে আগে একটু শক্ত হউন তারপর। অপেক্ষায় রইলাম।
শুভকামনা এই প্রিয় ব্লগারের জন্য।
নীলাঞ্জনা নীলা
কী বলবো! মজা তো করি এখানে এসে। কিন্তু এই ক্ষণিকের আনন্দের শক্তি কই! পাইনা যে! তবু অক্লান্তভাবে চেষ্টা করেই চলছি। আগের আমি আর আসবে না, চরম সত্যি। জীবনে সবসময় মুখোশই জয়ী হয়, এই সত্যটাকে মেনে নিয়ে জীবনকে চালিয়ে যাচ্ছি।
এভাবে সবাই মিলে ডাকলে না এসে যে পারিনা।
ভালো থাকবেন নিরন্তর।
জিসান শা ইকরাম
এ অপেক্ষা থাকবেই,
বুকের ভিতর হাহাকার, শূন্যতা।
তাঁর শ্নেহের অনুভব থাকবে সারাক্ষন৷
সৃষ্টিকর্তা তাঁকে ভালো রাখবেন৷
তোকে মিস করছি আমরা সবাই, আমাদের সবার একান্ত আত্মীয় তুই।
নিজকে ফিরে পা তুই এই দোয়া করি।
নীলাঞ্জনা নীলা
নানা নিজেকে কী আর ফিরে পাওয়া যাবে সেই আগের মতো! বাপি যে আমার কী, সেটা তুমি দেখেছো। আর কিছুই বলার নেই। তবে আমার হৃদয়টা বড়ো নরম, তাই রোজ আসছি তোমাদের সকলের আবদারে।
পাশে থেকো। দেশে গেলাম, দেখা করলে না। তোমার উপর আমার এই অভিমান জীবনেও কাটবে না। ভালো থেকো।
জিসান শা ইকরাম
আমি জানি বাপি তোর কাছে কি ছিলো,
সব কিছু নিয়ে আমি ভালো নেই বর্তমানে,
বলা যায় খারাপই আছি।
জানলে আর অভিমান রাখবি না তুই।
নীলাঞ্জনা নীলা
নানা বললেই তো হয়! বলোও তো না।
মাহমুদ আল মেহেদী
আপনার অপেক্ষায়।
সোনেলা পরিবার।
নীলাঞ্জনা নীলা
এসেছি ভাই। উপেক্ষা করার মতো মানুষ আমি যে নই।
ভালো থাকুন।
মনির হোসেন মমি
যেখানে থাকুন ভাল থাকুন এই কাম্য।
নীলাঞ্জনা নীলা
মনির ভাই ভালোই তো আছি। এখানে, এই নীড়ে আমার।
আপনিও ভালো থাকুন।
শুন্য শুন্যালয়
নীলা আপু, হাসি নিয়ে এতো এতো লেখা, মন্তব্য পড়েছি তোমার, তোমাকে হাসি ছাড়া বিষাদে মানিয়ে নিতে পারিনা। যে শৈশব চলে গেছে, যে মধ্যবয়সী হাহাকার পোড়াচ্ছা, তাকে ভেবে ভেবে আরো আরো কৈশোর দূরে ঠেলে দিওনা। এক একটা সময় উচ্ছ্বলতা নিয়ে অনুভব করো।
কোন স্পর্শই কখনো অতীত হয়না, অতীত শব্দটাই ফেক।
তোমার ফিরে আসার অপেক্ষায় থাকি, অপেক্ষা করি।
নীলাঞ্জনা নীলা
শুন্য আপু আমি নিজেই নিজেকে চিনতে পারছিনা, কি করবো বলো! স্মৃতিগুলো সব যেনো চোখের সামনে এসে ধাক্কাধাক্কি করছে। আর অসহায়ভাবে চেয়ে চেয়ে দেখছি আমি। আগের মতো আর ফিরতে পারবো না। বাপি যে আমার কাছে কী ছিলো! সেসব লিখতে গেলে আরেক জন্ম নিতে হবে যে!
পাশে থেকো আপু। অনেক ভালো থেকো।