
বৃষ্টি-ভ্রমণ চালু রেখে ভাবি
আর কতটা ভিজলে কাক-ভেজা হতে পারি!
মৃত্যুপুরীর পাশ-ঘেঁসে ঢালু পথ বেয়ে
করোনা নিকটবর্তী হয়েও দিব্যি বুকে ফুঁ-দিয়ে
ইজেলে রঙের পর রঙ চড়াতে পারি!
আপনা-আপনি ধীরে-ধীরে গড়ে ওঠা
দীর্ঘতর ছায়া-প্রান্তরের মানুষগুলোকে
ক্রমান্বয়ে হারিয়ে-যাওয়া দেখতে থাকি!
অন্ত্যেষ্টিক্রিয়ার মতো;
স্পর্শ-অরণ্যে মিশে যাওয়ার আগে
গোধূলির শেষ আবির মেখে সচিত্র হৃদয়ের
ছাপ আঁকা চিত্রটি কী সোনেলা দেয়ালে
লেপ্টে রেখে যেতে পারি!
পুড়ে যাওয়া গ্রীষ্মকাল জুড়ে থেকে থেকে
ঝালাপালা হৃদয়ে, ঢেড় না-হক কথা শেষে,
বৃষ্টির আলোয় শান্ত-স্থির মুঠো-বন্দী চকচকে
কাঁচপোকাটি কী একটু দেখতে পারি!
ছবি নেটের।
৩২টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
মানুষ গুলোর চলে যাওয়া দেখতে হচ্ছে, হুটহাট করে শুনতে হচ্ছে আজ এ কাল ও। কিন্তু শেষ দেখা দেখতে পারছিনা। সোনেলাতে আপনি আবির হয়েই লেপ্টে আছেন, রঙ ছড়িয়ে দিচ্ছেন প্রতিনিয়ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ সকাল
ছাইরাছ হেলাল
শান্তি পাইলাম, হু হু, হুম।
সাবিনা ইয়াসমিন
প্রথম লাইনেই এ কারের বদলে আ কার বসিয়ে বিভ্রান্ত করার মানে কি মহারাজ? সকাল সকাল আমাদের চক্ষু পরীক্ষা করছেন না-কি?
ছাইরাছ হেলাল
ভুল হয়েছে ঠিক করে নিয়েছি, ধন্যবাদ।
মন্তব্য না করার বাহানা কী না তা অপেক্ষা করেই বুঝতে চাই।
ভাল থাকুন।
তৌহিদ
সবাইকেই চলে যেতে হবে, বেঁচে থাকবে আমাদের কর্ম। সোনেলার দেয়ালে আপনার নাম জ্বলজ্বল করবে সবসময়, তবে আপনাকে যেতে দিচ্ছিনা সহজেই।
ছাইরাছ হেলাল
যেতে দাও আমায় ডেকো-না,
তা কিন্তু বলছি না।
ভাল থাকবেন।
তৌহিদ
হা হা হা, চাইলেও তা হতে দেবনা ভাইয়া।
ছাইরাছ হেলাল
আমার তো কুন শাখা-শুখা নেই।
শেষ ঠিকানা এটি-ই।
বন্যা লিপি
পুড়ে যাওয়া গ্রীষ্মকাল জুড়ে থেকে থেকে
ঝালাপালা হৃদয়ে, ঢেড় না-হক কথা শেষে,
বৃষ্টির আলোয় শান্ত-স্থির মুঠো-বন্দী চকচকে
কাঁচপোকাটি কী একটু দেখেতে পারি!
ঢেড় না হক কথা? এই না হক কথাগুলোই থেকে যাবে একসময় জুড়ে আমাদের কথা হয়ে। সোনেলার ধারক বাহকের একজন আপনি মহারাজ! যে যার মতো সবাই চলে যাবো,তখনো মুঠোয় রাখা কাঁচপোকা জ্বলবে নিজের ইচ্ছেয় এই সোনেলায়।
যতক্ষন আছি, রেখে যাই যত আমাদের না হক কথামালা এই এখানে।
ছাইরাছ হেলাল
যা কিছু ভাবনা-লেখা রেখে যাচ্ছি/যাব এখানেই। (কোথাও কোন শাখা নেই)
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
সাবিনা ইয়াসমিন
ঢেড় না-হক কথা, অথবা ঢেড় না হোক কথা,
তবুও থাকুক হাতের মুঠোয় আকড়ে ধরে
সোনালী সেই কাঁচপোকা..
ডানা মেলুক ধীরে – ছোট্ট অল্প পরিসরে,
অস্থির চিত্তের একাকিত্ম স্পন্দনে ;
ছাইরাছ হেলাল
প্রজাপতির রং-ডানা
হারিয়েছে উলুবনে
গোধূলি বিহীন সূর্যের দেশে।
অনেক ধন্যবাদ।
সুরাইয়া পারভীন
সোনেলার আকাশে
রামধনুর সাতরঙা হয়ে
রঞ্জিত করেছেন সোনেলার উঠান
এই করোনা কালেও তাই
সোলেনা-বাসীদের মনে
লেগেছে ফাল্গুনের আগুন হাওয়া
সাতরঙা আবিরের রঙে সবাই দোলযাত্রা
যখন তখন মরতে হবে
এই কথাটি তাই একপাশে রেখে
দেখতে থাকুন মুঠোয় রাখা কাঁচপোকা
ছাইরাছ হেলাল
আপনি/আপনারাই সোনেলার আকাশের রংধনু
করোনার আকালেও, বইয়ে দিচ্ছেন ঝর্ণাধারা।
অনেক অনেক সুন্দর মন্তব্য।
সুরাইয়া পারভীন
সোনেলার আকাশে
রামধনুর সাতরঙ হয়ে
রঞ্জিত করেছেন সোনেলার উঠান
এই করোনা কালেও তাই
সোলেনা-বাসীদের মনে
লেগেছে ফাল্গুনের আগুন হাওয়া
সাতরঙা আবিরের রঙে খেলছে সবাই দোলযাত্রা
যখন তখন মরতে হবে
এই কথাটি তাই একপাশে রেখে
দেখতে থাকুন মুঠোয় রাখা কাঁচপোকা
মন্তব্যে এডিটের অপশন দিলে খুব ভালো হতো।
ছাইরাছ হেলাল
মন্তব্যের এডিট অপশন দিলে যেমন ভাল,
তেমনি সমূহ অপব্যবহার হবার সম্ভবনা থেকেই সেটি বাদ দেয়া থাকে।
ব্যাপার না, আমরা তো সবাইকে জানি, একটু এধার ওধার হলেও সমস্যা নেই।
এখানে আমরা তো আমরাই।
সুরাইয়া পারভীন
হুম তা বলেছেন
আসলে একটা শব্দ লেখার পরে স্পেস দিলে
অনেক সময় অটোমেটিক চেঞ্জ হয়ে যায়।
আবার অনেক শব্দ বাদও পড়ে যায়।
ছাইরাছ হেলাল
আমরা এটুকু মেনেই লিখব।
ধন্যবাদ।
হালিম নজরুল
রঙের পর রঙ ছড়িয়েই যাচ্ছেন কবি।
ছাইরাছ হেলাল
গুণী পাঠক/কবি কত ভাবেই না ভাবতে পারে।
ভাল থাকবেন।
প্রদীপ চক্রবর্তী
অসাধারণ একান্ত অনুভূতির বহিঃপ্রকাশ দাদা।
ছাইরাছ হেলাল
পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
সুপায়ন বড়ুয়া
বহুদিন পড়ে বন্ধু আমার
কাব্যিক ঢঙে সুন্দর করে
সহজ বোধ্য কবিতা লিখলো
ভাল লাগলো। শুভ কামনা।
ছাইরাছ হেলাল
আমি তো কঠিন করে লিখতেই পারি না!
আপনার লেখা খুব কম কম পাচ্ছি, ভাই।
ভাল থাকুন।
সাদিয়া শারমীন
খুব ভালো লেগেছে লেখাটি।
ছাইরাছ হেলাল
পড়ার জন্য অনেক ধন্যবাদ।
আরজু মুক্তা
বর্ষা মন, মননে, লিখনিতে সবখানেই রং ছড়াক
ছাইরাছ হেলাল
আপনার কথা বর্ষা মেনে নিয়েছে দেখতে পাচ্ছি।
ধন্যবাদ দিলাম।
সঞ্জয় মালাকার
পুড়ে যাওয়া গ্রীষ্মকাল জুড়ে থেকে থেকে
ঝালাপালা হৃদয়ে, ঢেড় না-হক কথা শেষে,
বৃষ্টির আলোয় শান্ত-স্থির মুঠো-বন্দী চকচকে
কাঁচপোকাটি কী একটু দেখতে পারি!
ছাইরাছ হেলাল
ভাল থাকুন।
কামাল উদ্দিন
কাক ভেজা হতে এখন অনেক ভয়, বজ্রপাতে মৃত্যুর সম্ভাবনা অনেক বেশী। তার থেকে কাকবাসী হওয়া অনেক সহজ।
ছাইরাছ হেলাল
ব্জ্রপাতে মৃত্যু না হলেও কাকদের ভয়ঙ্কর মৃত্যুর আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না।
ভাল থাকুন।