মিস করছি ভীষণ

ইকরাম মাহমুদ ২৪ ফেব্রুয়ারি ২০১৭, শুক্রবার, ০৬:১৫:৫০অপরাহ্ন বিবিধ ১৯ মন্তব্য

এতক্ষণে প্রায় সবাই নির্দিষ্ট স্থানে পৌঁছে গেছে।
কেউ কেউ আসছে এখনো।
কেউ জ্যামে, কেউ রাস্তায়, কিংবা এখনো কেউ বাসায়ই।
কেউ ১ নং গেটে এদিক ওদিক তাকিয়ে খুঁজছে চেনামুখ।
কেউ ইতিমধ্যে পেয়েও গেছে ১ নং গেটের ডানদিকের গলিটা।
কেউ চেনা তবু অচেনা শুধু নামটাই জানা
একই সাথে হেঁটে যাচ্ছে মিলনমেলায়।
একই সাথে খুঁজতে থাকা দুজন গিয়েই বলছে হয়তো, এ্যাঁই আপনাকেই তো বললাম ১ নং গেটটা কোনদিকে!!?
উহ্ আপনিই আমাদের একজন?
আগে জানলে এটুক রাস্তা একসাথেই আসতে পারতাম।
কেউ কেউ দুর থেকে ধূসর টিশার্ট দেখেই ধরে নিয়েছেন, ঐ তো আমাদের ইকরাম জিসান ভাই।
কেউ কেউ লাল টিশার্ট খুঁজছে।
কেউ খুঁজছে র‍্যাব এর কন্টোল রুম….
কেউ আবার খুঁজেই পাচ্ছে না।
কী মধুর প্রাপ্তি আর অপ্রাপ্তির খেলা।
খুঁজছে অথচ পাচ্ছেনা।

আর….
আমি খুঁজছি দিনশেষ
না, মিলনমেলায় নয়।
হ্যাঁ, সোনেলার দিগন্তে
জলসিঁড়ির ধারে
ধারণকরা বিচিত্র চিত্র দেখার অপেক্ষায়।

খোঁজা হলোনা প্রিয়দের মুখমেলায়
অনেকগুলো প্রিয়মুখ।
মিস করছি ভীষণ!

৯৩৭জন ৯৩৭জন
0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ