মহাসড়কে জীবনের গল্প

পাগলা জাঈদ ২৮ অক্টোবর ২০১৪, মঙ্গলবার, ০৬:১৮:০১অপরাহ্ন বিবিধ ১৮ মন্তব্য

কোথাও একটি পাপিয়া কাঁদছে,
শরতের রাতে কেউ কেউ খোঁজে নস্টালজিক প্রনয়-
নব বধু ফেলে আসা কোন এক ট্রাক
ড্রাইভারের হাসিমুখ।

সেখানে ভিত গাঁথে না উত্তরাধুনিক
কবিতার বুনিয়াদ,
ব্যাকরণ ফিকে হাসে হালকা কুয়াশায়
কাব্য নিথর হয়ে ওঠে জীবনের ঘ্রাণে।

কুলিদের ঘাম-
চায়ের কাপে নকশা আঁকে সস্তা সিগারেটের ধোঁয়া
ক্ষুধাই হোক ভালবাসার বিমুগ্ধ ব্যাঞ্জন!
ঠিক তখনই- ঠিক তখনই আমার
কবিতা লিখতে ইচ্ছে করে।

একটু পরেই বাস্তবতা,
একটু পরেই ভোরের সূর্য,
জীবিকার প্রেমে জীবনের সংগম
শেষ হোক তবে আরেকটি অসমাপ্ত রাতের
উপাখ্যান।

এই, শুনতে পাচ্ছ?
কোথাও একটি পাপিয়া কাঁদছে।

২৭.০৯.২০১৪ ইং
মহাস্থানগড়, বগুড়া।

৩৩৯১জন ৩৩৯১জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ