কোথাও একটি পাপিয়া কাঁদছে,
শরতের রাতে কেউ কেউ খোঁজে নস্টালজিক প্রনয়-
নব বধু ফেলে আসা কোন এক ট্রাক
ড্রাইভারের হাসিমুখ।
সেখানে ভিত গাঁথে না উত্তরাধুনিক
কবিতার বুনিয়াদ,
ব্যাকরণ ফিকে হাসে হালকা কুয়াশায়
কাব্য নিথর হয়ে ওঠে জীবনের ঘ্রাণে।
কুলিদের ঘাম-
চায়ের কাপে নকশা আঁকে সস্তা সিগারেটের ধোঁয়া
ক্ষুধাই হোক ভালবাসার বিমুগ্ধ ব্যাঞ্জন!
ঠিক তখনই- ঠিক তখনই আমার
কবিতা লিখতে ইচ্ছে করে।
একটু পরেই বাস্তবতা,
একটু পরেই ভোরের সূর্য,
জীবিকার প্রেমে জীবনের সংগম
শেষ হোক তবে আরেকটি অসমাপ্ত রাতের
উপাখ্যান।
এই, শুনতে পাচ্ছ?
কোথাও একটি পাপিয়া কাঁদছে।
২৭.০৯.২০১৪ ইং
মহাস্থানগড়, বগুড়া।
১৮টি মন্তব্য
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
এই, শুনতে পাচ্ছ?
কোথাও একটি পাপিয়া কাঁদছে।
খুব সুন্দর কবিতা লিখেছেন।
আবু জাঈদ
ধন্যবাদ
জিসান শা ইকরাম
ভালো লেগেছে খুব ।
মহাস্থানগড়, বগুড়া।
এই স্থানকেই আমার কোন কারন ছাড়াই কাব্যিক স্থান মনে হয়
যেতে হবে একবার।
আবু জাঈদ
আমি অফিসের একটা কাজে ওখানে গিয়ে ছাড়পোকার কাতনে পুরা রাত রাস্তায় একটা দোকানে বসেছিলাম, প্রচুর ট্রাক থামছিল ওখানে, সেই মুহুর্তেই লেখা এই কবিতাটি।
ছাইরাছ হেলাল
এত সুন্দর করে আপনার মত ইচ্ছে হলেই লিখতে পারি না।
আবু জাঈদ
আমিও সব সময় পারিনা 🙁
মেহেরী তাজ
ভালো লেগেছে ভাইয়া । দোকানে বসে বসে কবিতা লেখা 🙂
আবু জাঈদ
উঁহু, দোকানের বাইরে, টুলে বসে বসে 🙂
ওয়ালিনা চৌধুরী অভি
কবিতায় বাস্তবতার চিত্র।
আবু জাঈদ
ভাললাগা জেন খালা
অলিভার
জীবনকে তীক্ষ্ণ ভাবে দেখে ভাবনার জালে ছন্দ বুনে তার পরই কেবল এমন ভাবে উপস্থাপন করা সম্ভব।
ভালোলাগা জানিয়ে গেলাম -{@
আবু জাঈদ
সেখানে সত্যি জীবনের গল্প থৈ থৈ করছিল, আমি তেমন একটা লিখতে পারিনা বলে সঠিক ভাবে ফুটিয়ে তুলতে পারিনি।
শুন্য শুন্যালয়
আপনাকে কতোদিন পরে দেখলাম ভাইয়া। ভালো লাগছে খুব।
কবিতা লিখবার ইচ্ছে যে কখন কাকে নিয়ে হবে বলা মুশকিল। অসমাপ্ত কবিতা ভাল্লাগছে অনেক।
মহাস্থানগড় অনেকবার গিয়েছি।
আপনাকে ওয়েলকাম ব্যাক।
আবু জাঈদ
স্বাগত
মরুভূমির জলদস্যু
একটু পরেই বাস্তবতা,
একটু পরেই ভোরের সূর্য,
জীবিকার প্রেমে জীবনের সংগম
শেষ হোক তবে আরেকটি অসমাপ্ত রাতের
উপাখ্যান।
এই অংশটা সবচেয়ে ভালো।
আবু জাঈদ
আমার ও খুব পছন্দের অংশ এটি
মোঃ মজিবর রহমান
দারুন জাঈদ ভাই।
আবু জাঈদ
ধন্যবাদ ভাই