//আমি আজ মন ভালো করার একটা নতুন সিস্টেম পেয়েছি 🙂
= আমায় ডাকলে?
// পাগল যাও ভাগো,কাওরে ডাকি নাই। আমি একা একা কথা বলছি।
=পাগলেরায় তো একা একা কথা বলে! তাহলে কি দাঁড়ালো? আমি না তুমিই পাগল। হা হা হা
// তোমার সব ঠিক আছে, কিন্তু এই রাক্ষসী মার্কা হাসিই অসহ্য লাগে।
= আমার তো এখন তোমায় অসহ্য লাগে!
// কেনো? আমি কি করেছি?
= পাগলামো ছাড়া অন্য কিছু তোমার কাছে আশা করা যায় না।
// হুহ। চারদিন আগে আমার সামনে কথা বলতেই ভয় পেতো, এখন সে আমায় পাগল ডাকে! কাঁচের মত ভেঙে রেখে দেবো বলে দিলাম।
= সরি আর বলবো না। কিন্তু মাঝে মাঝে এমন কিছু কাজ কর যে আমার চিৎকার করে বলতে ইচ্ছে করে ” এটা ঠিক না”।
// মন খারাপ থাকলে বিচ্ছিরি লাগে,মেজাজ খারাপ থাকলে সব কিছু অসহ্য লাগে। আর মন, মেজাজ এক সাথে খারাপ থাকলে অনুভুতি শুন্য লাগে। আমি এখন অনুভুতি শুন্য। বল কি করেছি?
= এই যে আজ না খেয়ে বিনা কারনে কড়া রোদের মধ্যে হেটে এলে। এটার পেছনে কি যুক্তি দেখাবে??
// আরে বেটা শয়তান ঝাড়ি খাইতে খুব ভালো লাগে তাই না তোমার? এটা তো প্রথমেই বলতে চাইলাম,আর তুমি জিলাপির আড়াই প্যাঁচ টানলা!! তোমায় না বলেছিলাম এক মাস না আসতে এলে কেনো?
= আমার তো কথা বলার কেউ নেই। কথা বলতে ইচ্ছে করছে কি করি তাই চলে এলাম। তুমি রাগ করো না প্লিজ। তোমার নতুন সিস্টেমের কথা বল।আমি শুনতে চাই।
// আমি কোথায় যেনো পড়েছিলাম বছরের প্রথম বৃষ্টিতে ভিজলে নাকি অনেক পাপ বৃষ্টির জলের সাথে ধুয়ে যায়। মনও ভালো লাগে। তাই ভাবলাম আমি রোদে হেটে আসি।
= এই জন্যই তো তোমায় পাগল বলি!সেটা বৃষ্টি। আর তুমি বেড়িয়েছিলে রোদে!
// এই জন্যই আমি তোমায় গর্দভ বলি। আচ্ছা বল পৃথিবীর এক মাত্র জিনিসের নাম যেটাতে একই সাথে ভেজা ও পোড়া যায়।
= পারবো না।
// গাধা। সেটা হলো ” রোদ”।
আর তাই আমি ভাবলাম বৃষ্টি যেহেতু নাই সেহেতু রোদই সই। ভিজে আসি। রোদে হেটে ভিজে যাবো, ঘামের সাথে সাথে কষ্ট,মন খারাপের অনুভুতি গুলোও ঝরে যাবে। পিপাসা লাগবে,কাঁচের এক গ্লাস ঠান্ডা পানি। গ্লাসের গায়ে বাস্প জমে যাবে,পানি দেখে চোখ চকচক করে উঠবে,ইচ্ছে করবে গ্লাস টা দুগালে ধরে থাকি কিছুক্ষণ। পানিটা খেয়ে শেষ করে ফেলতেই মনে হবে এটা সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ নিয়ামত। আর হ্যা বৃষ্টিতে ভেজার সময় যেমন অনেক কিছু দেখা যায় তেমন রোদ্র ভেজার সময়ও অনেক কিছু দেখা যায়।
= না এভাবে কখনও ভেবে দেখিনি।
// জান তো রোদের সাথে জীবনের অনেকটা মিল আছে!?
= কি ভাবে?
// রোদে তুমি ভিজতে চাও না পুড়তে চাও সেটা ঠিক করতে হবে তোমার নিজেকে। ঠিক তেমনই জীবনে সব ক্ষেত্রকে তুমি স্বাভাবিক ভাবে নিয়ে ভালো থাকতে চাও না কোন দোষ বেড় করে খারাপ থাকতে চাও সেটাও ঠিক করতে তোমার নিজেকে।
= মাঝে মাঝে জটিল কথাা বল ঠিক বুঝি না। যাক ও সব কথা তুমি রোদে একটু কম হাটো।
// কেনো আমি কালো হয়ে যাবো তাই?? হা হা হা
= হ্যা। তুমি যথেষ্টই কালো, আরো কালো হলে বর পাবে না। :p
// তবে রে। যাও ভাগ……
৮৪টি মন্তব্য
ছাইরাছ হেলাল
ভেজা পর্ব চলছে।
পাগল আরকি, পাগলি না, এই যা।
মেহেরী তাজ
হুম চলবে কিছুদিন …….
ছাইরাছ হেলাল
যাক সিস্টেম ভালই কাজ করা শুরু করেছে মনে হচ্ছে।
চালু থাকুক।
মেহেরী তাজ
আপনি ট্রাই করলেন নাকি???? ;?
ছাইরাছ হেলাল
সাহস হচ্ছে না, আপনাদের ফলাফল দেখে শিখতে হবে।
মেহেরী তাজ
এখন আপনার সাহস হয়েও খুব লাভ হবে না। সারাদেশ বৃষ্টিতে ভিজতেই ব্যস্ত, এখন আপনি রোদ পাবেন কোথায়??
তবে আমার ফলাফলা একশ তে একশ’দশ। 🙂
লীলাবতী
কথা বলার সময় হাতে লাঠি থাকেনা কেন?এরপর যেনো লাঠি থাকে হাতে।তাজের লেখার দিকে লোভী নয়নে তাকিয়েই আছি।এত ভালো লিখচে কিভাবে তাজ? -{@ তাজের লেখা চুরি করতে হবে ভালোবাসা দিয়ে 🙂 (3
মেহেরী তাজ
পরের বার বাধ্যতামূলক লাঠি রাখতেই হবে বুঝতে পেরেছি।চুরি করার কোন দরকার নাই আপু।ভালোবাসা যখন দিচ্ছেন তখন ডাকাতি দেন। লাগবে বলে নিয়ে চলে যান। (3 (3
আবু খায়ের আনিছ
সত্যিই আজ আমার মন ভালো নেই, কিছু ভালো লাগছে না।
মেহেরী তাজ
কেনো ভাইয়া??
রোদে ভেজেন,বৃষ্টিতে ভেজেন ঠিক হয়ে যাবে….. 🙂
জিসান শা ইকরাম
আচ্ছা বল পৃথিবীর এক মাত্র জিনিসের নাম যেটাতে একই সাথে ভেজা ও পোড়া যায়? এসব প্রশ্ন ধাঁধা পাও কোথায় তুমি? আমি জীবনেও পারতাম না উত্তর।
একা একা ভালোই কথার বুনন পারো তুমি -{@
মেহেরী তাজ
হা হা হা দাদা আপনিও পারতেন না?
কেমন করে যেনো এমন ধাঁধা পেয়ে গেলাম সেদিন।
ধন্যবাদ
জিসান শা ইকরাম
না পারতাম না।
যে যেমন ভাবে চায় সে তেমনই পায় — খুবই ভালো লিখেছো।
অরুনি মায়া
সেদিন না তাড়িয়ে দিয়েছিলে আবারো এসেছে দেখছি। এ যে বড়ই নির্লজ্জ। মানা করলেও কথা শোনেনা। সোজা আঙুলে ঘি উঠবেনা বুঝেছ।
ঢিসুম ঢিসুম ঢিসুম,,,,,,,,,,
মেহেরী তাজ
এক্কেবারে নির্লজ্জ। ঠিক ঢিসুম ঢিসুম ঈ একমাত্র ঔষুধ……. 🙁
অরুনি মায়া
আমি ঝাটা নিয়ে আসি????? ?
যাই হোক সুন্দর কথোপকথন পাগলি (3
মেহেরী তাজ
আপু ঝাটা আবার কেনো? ;?
সেটা কি ঢিসুম ঢিসুম শব্দ হবে???
অরুনি মায়া
আমি তো বাঙ্গালী নারী তাই ঝাটা আমার প্রধান অস্ত্র :p
কিন্তু তুমি দস্যি মেয়ে। নারী জাতির বাইরে :p
মেহেরী তাজ
বলছেন দস্যি “মেয়ে”। আবার বলছেন নারী জাতীর বাহিরে, তাইলে কেমনে হইলো???
অরুনি মায়া
না মানে পুরুষ জাতির কাছাকাছি একটা জাতি,,,
আধা পুরুষ আধা নারী
আহা বড়ই বাহারি,,,,,,
:p
মেহেরী তাজ
ইহা কি শুনিলাম!!
আমার তো মনে হচ্ছে সব কিছু ছেড়ে দেওয়া উচিৎ…. ;(
অরুনি মায়া
হা হা হা না না না কিছুই ছেড়না। আমি তোমাকেই চাই,,,,,
মেহেরী তাজ
আমাকে চাই মানে কি??
আপনি আবার রংধনু না তো।
বাবা দৌড়ে পালাই……. ( দৌড়ে পালানোর কোন ইমো নাই কেনো?? ;( )
অরুনি মায়া
চলেছ একেলা কোথায়???? ??
পথ খুঁজে পাবে নাতো
শুধু একা,,,,
ওইইই আমারে নিয়ে যা,,,,,
মেহেরী তাজ
না আমি একাই যাবো।
আমার আপনাকে রং সন্দেহ হচ্ছে…… ;?
অরুনি মায়া
হাহা হা পিচ্চি আই লাভ ইউ 😀
মেহেরী তাজ
নাহ সন্দেহ বাড়তেছে। ;?
আই লাভ ইউ ঠু….
নীলাঞ্জনা নীলা
//উফ এবার যাও তো। কালো বর পাই বা না পাই, তোমাকে আমার সহ্য হয়না। তুমি যাও।
=আমি গেলেও কি? কথা তো ঠিকই বলি।
//শোনো যা জানোনা, তা নিয়ে কথা বলো না। আজ একজনের সাথে দেখা হয়েছে।
=তো কি হয়েছে?
//ধুত্তোর এতো ভেঙ্গে বলতে হয় তোমায়! কিচ্ছু বোঝোনা?
=সহজভাবে বলো, ভাব দেখিও না।
//আরে আমাকে প্রপোজ করেছে। -{@
=তাই নাকি! কি বলো!! সত্যি!!! \|/ \|/
//হুম খুব লজ্জ্বা লাগছে। কারণ আমি তার প্রেমে পড়ে গেছি (3 । কিচ্ছু বলিনি।
=হায়রে, আর কতো ট্রেনিং দেওয়াবো তোমায়?
//আমায় কিচ্ছু বোঝাতে এসোনা। এখন যাও, আমি একটু একা থাকতে চাই।
=এমন করো কেন? চলো আজ নাচি আর গান করি। \|/ \|/
https://www.youtube.com/watch?v=CSupBb-Gg3E&list=PLteSRTKLf30yznoDdhtO1K3u3DINc2TMT&index=3
নীলাঞ্জনা নীলা
পিচ্চি আপু আজ এতো সুন্দর সুন্দর লেখা পড়ে মনটা নাচছে আমার। আনন্দ পাচ্ছি। এতো ভালো লেখো তুমি অনেক অনেক আদর তোমায়। উম্মাআআআআআআ -{@ (3
মেহেরী তাজ
আপু খুশি তে পাগল হয়ে যাবার অবস্থা আমার। 🙂 (3 (3
আফসুস এমন ইমো সোনেলায় নাই। 🙁
মেহেরী তাজ
এই কথা গুলো যোগ করতে পারলে খুব খুশি লাগতো কিন্ত…..
থাক আজ বা কাল কোন না কোন দিন তো বলবোই। তাই আগে থেকেই নেচে নেই। \|/
আপুউউউউ গান তো ডাবল ধিঞ্চাক….. \|/ \|/ \|/
অরুনি মায়া
হা হা হা হা দুষ্টু মেয়ে একটা
মেহেরী তাজ
আপু এখানে দুষ্টুমির কি হলো।???
আপু এটা চুপিচাপি বলছি আমি মহা দুষ্টু। :D)
অরুনি মায়া
আর ডানপিটে ও 🙂
মেহেরী তাজ
ও হো এটা বলতে ভুলেই গিয়েছিলাম। ^:^
নীলাঞ্জনা নীলা
\|/ \|/ \|/ \|/
বিছানায় বসে বসে নাচছি। 😀
মেহেরী তাজ
আজ কি আপুর ডে অফ???
আপনার কোন এক পোষ্টে দেখেছিলাম আপনার ডে অফ সোমবার!!
অরণ্য
সজীবের দেয়া গাড়িটা তোর লাগবেই, বুঝতে পারছি। 🙂
পাগলামি করিস; কিন্তু দেখিস মাতাল হোস না। 🙂
ভাল লিখেছিস। (y)
মেহেরী তাজ
হ্যা ভাইয়া ওর দেওয়া গাড়িটা এখন খুব দরকার।
আর চিন্তা করবেন না ভাইয়া আপনার বোন মাতাল হবে না। 🙂
ধন্যবাদ।
শুন্য শুন্যালয়
না, না হবেনা। এতো ভালো লিখলে কিছুতেই হবেনা 🙁 ;(
মেহেরী তাজ
আপনি চাইলে আমি লেখা ছেড়ে দিতে পারি। দেবো…..?
আপু আপনি এতো ভালো কেনো??? (3
শুন্য শুন্যালয়
ঈর্ষা করলেও ভালো বলিস, আমার তো তাইলে সবই ভালো।
লেখা ছেড়ে যাবি কই? তোর লেখা ছেড়ে দিতে বলবো আমি? কি বলিস, শিখবো কার কাছ থেকে!!
মেহেরী তাজ
আপু ঈর্ষা টা যে মেকি সেটা আমি জানি।
হ্যা আপনার সব ভালো…… 🙂 (3
শুন্য শুন্যালয়
হ্যাঁ আমার সব ভালো, আমার তাজ আপু, নীলা আপু, মায়া আপু, আমার সোনেলার সব্বাই ভালো। (3
মেহেরী তাজ
ভাইয়াদের জন্য “সবায়” বুঝলাম।কিন্তু লীলা কই?? :p
শুন্য শুন্যালয়
লীলা ভালো হলে তো ভালো বলবো? ও একটা পঁচা মেয়ে। কথা হলে বলে দিও, আমরাও ভুলতে জানি।
মেহেরী তাজ
হুম আমি আগেই বলেছিলাম তিনি একটা পচা মেয়ে। কেউ আমার কথা শুনে না। আগে একটু পচা ছিলো এখন বেশি পচা হইছে।
কথা হলে বলে দেবো আমি ভুলে যাওয়ার চেষ্টা করছি আর শুন্য আপুও ভুলতে জানে। 🙁
শুন্য শুন্যালয়
রোদে তুমি ভিজতে চাও না পুড়তে চাও সেটা ঠিক করতে হবে তোমার নিজেকে। ঠিক তেমনই জীবনে সব ক্ষেত্রকে তুমি স্বাভাবিক ভাবে নিয়ে ভালো থাকতে চাও না কোন দোষ বেড় করে খারাপ থাকতে চাও সেটাও ঠিক করতে তোমার নিজেকে…তুই ইন্সপিরেশনাল হচ্ছিস এটা দেখে আমার গর্ব আর আনন্দ হচ্ছে। জানি কিন্তু ভুলে যাই, আজ তোর কাছ থেকে আবার নিয়ে নিলাম এটুকু। ভীষন ভালো লিখেছিস আপু। (3
মেহেরী তাজ
আপু আপনার মন্তব্যের কি জবাবা আমি দেবো? কিচ্ছু ভেবে পাচ্ছি না। তিনবার জবাব দিতে এসে ঘুরে গেছি। আমার শুধু একটা কথায় বার বার মনে হচ্ছে “আপনি বেশি ভালো”। আমি খুব লাকি যে আমার ইন্সপিরেশন হিসেবে “আপনি” আছেন।
শুন্য শুন্যালয়
নাহ, আমি ভালো না। তবে অনেক ভালো কিছু মানুষের সাহচর্য্য পেয়েছি আশেপাশে, এজন্য আমিও নিজেকে লাকি মনে করি। লক্ষি কিছু পিচ্চিপাচ্চা পেয়েছি আর কি চাই? (3
মেহেরী তাজ
আপনি লাকি হতে যাবেন কেনো আপনি তো শুন্য।
হাহাহাহাহা
শুন্য শুন্যালয়
নাহ, পিচ্চিপাচ্চার সাথে কথায় পারা যায়না 🙁
মেহেরী তাজ
😀 😀
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
এই না হলে কি তাজঁ!
কতগুলো নতুন তত্ব দিলেন
আচ্ছা বল পৃথিবীর এক মাত্র জিনিসের নাম যেটাতে একই সাথে ভেজা ও পোড়া যায়।
রোদ
চমৎকার চলুক একটানা সেঞ্চুরী -{@
মেহেরী তাজ
চলবেই ভাইয়া।
অনেক ধন্যবাদ। 🙂
ব্লগার সজীব
ওস্তাদ এটি আপনার সেরা লেখার মধ্যে অন্যতম।আমি সঠিক মানুষকেই ওস্তাদ হিসেবে পেয়েছি।
এই যে বড় ভাই বোনেরা একটু সাইড দেন তো, ওস্তাদে সামনে যাবেন,দুরে আরো বহুদুরে। -{@
মেহেরী তাজ
শিষ্য আমি দুরে গেলে তোমাদের যদি হারায়ে ফেলি??? ;?
ব্লগার সজীব
আপনার সাথে তো আমিই থাকবো,তাই না?আমার সাথে থাকবেন একজন,তার সাথে একজন,এভাবে আমরা সবাই একইসাথে থাকবো।ওস্তাদ একটা কথা বলি,পরী আপু মনে হয় আর আসতে পারবেন না। আপনার যখন বিয়ের কথা হবে,আপনি আগেই শর্ত দিবেন যে আপনি সোনেলায় লেখেন।বিয়ের পরে লিখতে দিতে হবে এখানে।প্লিজ ওস্তাদ আজ প্রমিজ করেন।আপনি সোনেলায় কোন একদিন থাকবেন না এটি ভাবতে পারিনা।
মনটি খারাপ হয়ে গেলো।
মেহেরী তাজ
তোমায় কে বলেছে পরী আপু আসবে না?? একটু ওয়েট কর উনি ঠিক চলে আসবেন!!
আর আমি অবশ্যয় বিয়ের আগে শর্ত দিয়ে দেবো। সোনেলা ছাড়তে বললে আমি তাকেই ছেড়ে দেবো…. :p
আমি কোথাও যাচ্ছি না শিষ্য মন খারাপ করার কোন দরকার নাই। 🙂
ব্লগার সজীব
আপনি প্রমিজ করেছেন ওস্তাদ।আমি জানি ওস্তাদ প্রমিজ রাখবেন 🙂 পরী আপু সত্যি আসবেন?অপেক্ষা করছি তার মুখে পিচ্চি ডাক শোনার জন্য 😛
মেহেরী তাজ
এতো ভরসা? ঠিক আছে শিষ্য আমি তোমার ভরসার মান রাখার চেষ্টা করবো।
পরী আপু একটু ব্যস্ত, ব্যস্ততা শেষ হয়ে গেলেই উনি চলে আসবেন ইনশাল্লাহ। 🙂
লীলাবতী
পরী আবার আসবে আমি জানিই না।কেউ আমাকে কিছু জানায় না।আমি আসলে কারো আপন না।এটিই আমার দুর্ভাগ্য 🙁
মেহেরী তাজ
লীলা আপু আপনি এ কথা বলতে পারলেন??? আপনি কারর আপন না??! না না এটা আমাদের দূর্ভাগ্য আমরা / আমি আপনাকে বুঝাতে পারি নি।।।। ;( ;(
অরুণিমা
স্মার্টলি জীবনের কিছু সত্যি বার্তা দিয়ে দিলেন লেখায়।
মেহেরী তাজ
ধন্যবাদ আপু। 🙂
রিমি রুম্মান
রোদের সাথে জীবনের নেক মিল। রোদে তুমি ভিজতে চাও না পুড়তে চাও সেটা ঠিক করতে হবে তোমার নিজেকে। বাহ্ ! -{@
মেহেরী তাজ
ধন্যবাদ আপু। 🙂
শুন্য শুন্যালয়
মন ভালো করার নতুন সিস্টেম কই? কই গেলি সাংবাদিক তাজ? মিস্ ফেলু দা? (এই দা মানে দা-বটি)
মেহেরী তাজ
আপু আমি নিজেই খুঁজতেছি কিচ্ছু পাচ্ছি না।
আমি আসছি আপনি কই??
হা হা হা আমার সাথে দা বটির সম্পর্ক কই??
নীতেশ বড়ুয়া
;?
মেহেরী তাজ
;? ;?
নীতেশ বড়ুয়া
তাজা বন্দুক আর গুলতি নিয়েও এত্তো প্রেম করে! তাও এই পিচ্চি থাকতেই!!! বড় হলে যে…। :D)
মেহেরী তাজ
বড় হলে কামান আর গোলাবারুদ নিয়ে প্রেম করবো।
হা হআ হা হা হা
নীতেশ বড়ুয়া
;? মেয়ে তো নয় সে তো আগুনেরই গোলা রে ;?
মেহেরী তাজ
ধুৎ না মিললে কবিতা/গান হয় নাকি…… ???
নীতেশ বড়ুয়া
মিলে না তো কি হয়েছে! এটাই তো বাস্তবতা :D)
মেহেরী তাজ
ঠাস ঠাস গুলি করে দেবো তখন দেখবেন সেটাও বাস্তবতা। :D)
নীতেশ বড়ুয়া
আমি কিচ্চি উচতাধ!!! আমাকে গুল্লি কেন!!!!!!!!!! ;(
মেহেরী তাজ
উচতাধ গুলি করে আপনাকে শব্দ চিনায়ে দিবে। উক্কে???? :D)
নীতেশ বড়ুয়া
কিচের শব্দ উচতাধ! শব দে হতে শব্দে নাকি? 🙁
মেহেরী তাজ
ঠা ঠা গুলির শব্দ।
শব থেকে কি ঠা ঠা শব্দ বের হয় নাকি? ;?
আর ইউ ঊকে???? শব্দভ্রম হচ্ছে না তো আবার। :p
নীতেশ বড়ুয়া
শব দে নাকি শব্দে? উয়েট ভ্রম কি ভ্রুম তা পোস্ট দিয়ে বুঝাচ্ছি 😀
মেহেরী তাজ
;? ;? ;?
আমি পাকনা পুলা পাইনের উচতাধ হই না!
নীতেশ বড়ুয়া
আমার পাখা নাই তাই পাকনা, পাকেও নাই তাই পাখনা :p উচতাধ দিচি পুস্থ ^:^