এসো মন
এসো খেলা করি,
এক হাতে খাতা আর
অন্য হাতে কলম নিয়ে,
আমার খাতায় তোমায়
আর তোমার খাতায় আমায় নিয়ে
চলবে আঁকা আঁকি!
নয়তোবা লিখে দিয়ো,
কোনো ছোট্ট বিন্দু!
যার কেন্দ্রে হবে আমার অবস্থান।
নয়তো কলমের আঘাতে
ছিদ্র করে দিও তুমি
আমার সমান্তরাল বুক!
নয়তো লাজে লুকিয়ো নিও
অগচরে অন্য কোথাও মুখ.…
তোমার আঘাতে হবো আমি
ছিন্ন-ভিন্ন হবো অসমান!
হয়তো আদর করে তুমি ই আবার
এই আমাকে বক্ষে জড়াবে একদিন
আপন ভেবে নিজের অজান্তেই।
আমায় ছিড়ে ফেলনা!
আমায় দুমড়ে মুচড়ে দিও না!
আমার মাঝে লিখে যেও
তোমার যতো দুঃখ
তোমার যতো আনন্দ।
আমি আমার মাঝে তোমাকে___
শুধু তোমাকে নিয়েই
আজন্মের পথ পাড়ি দিতে চাই।
তোমার আঘাতেই আমি,
ক্ষত-বিক্ষত হতে চাই।
তোমার প্রতিবারের স্পর্শে
আমি প্রাণ ফিরে পেতে চাই,
আমাকে তোমার কাছ থেকে
কখনো আলাদা করোনা
১৮টি মন্তব্য
লীলাবতী
কত সুন্দর প্রেম , কত সুন্দর আকুতি । এই আকুতি শুনে তার সাধ্য নেই আলাদা করার ।
নিশিথের নিশাচর
হা হা হা … এই আকুতি শোনার পর ও কেউ কেউ আলাদা হয়ে যাই। ধন্যবাদ ভালো থাকবেন।
আদিব আদ্নান
বাহ্ দারুন প্রেম কাব্য ।
ভালোবাসা ই জীবন , জীবন মানেই সুন্দর ভালোবাসা ।
নিশিথের নিশাচর
ধন্যবাদ আপনাকে। ভালোবাসা কারো জন্য জীবন আবার কারো জন্য মরণ।
জিসান শা ইকরাম
ছোট ছোট ইচ্ছেতে প্রচুর আবেগ
খুব বেশী চাওয়া নয়
” আমাকে তোমার কাছ থেকে
কখনো আলাদা করোনা ” — কথাটি যেন শুনতে পেলাম আমি ।
ভালো লিখেছেন ।
শুভ কামনা ।
নিশিথের নিশাচর
ধন্যবাদ ভ্রাতা আপনার জন্য ও শুভ কামনা রইলো।
আমি সবার থেকে সব কিছু থেকে আলাদা হয়ে গেছি।
আফ্রি আয়েশা
এতো আবেগ ! সুন্দর প্রকাশ । প্রেমময় আকুতির চেয়ে শ্রুতিমধুর আর কিছু নেই …
নিশিথের নিশাচর
হা হা হা হা তাই নাকি। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।
এই সব আবেগ কারো কাছে হাস্যকর মনে হয়।
কারো কাছে মনে হয় পাগলের প্রলাপ।
খসড়া
আমাকে তোমার কাছ থেকে
কখনো আলাদা করোনা 🙂
নিশিথের নিশাচর
ধন্যবাদ ভ্রাতা। এই কথা নিজের সাথে নিজে বলে গেছি।
আর অনেক আগে আলাদা হয়ে গেছি।
ব্লগার সজীব
আবেগের সুন্দর বহিঃপ্রকাশ (y)
নিশিথের নিশাচর
শুধু করে গেলাম কিন্তু কেউ শুনার জন্য অপেক্ষা করে নি।
শিশির কনা
প্রেমময় আকুতি , যে কোন প্রেমিকা শুনতে বাধ্য 🙂 (y) (y)
নিশিথের নিশাচর
এই রকম পাগলের প্রলাপ কোন প্রেমিকা তো থাক দূরে গরু – ছাগল ও শুনে না। আর যার জন্য লিখেছিলাম সে শুনে নাই। তার শুনার মত সময় হয়নি। ধন্যবাদ ভালো থাকবেন।
ছাইরাছ হেলাল
আহারে , কতই না মনঃপীড়া নিয়ে আকুতি ।
অন্ধকারে খুজে ফেরা ।
বাদ দিন এ সব ।
ছুড়ে ফেলে সাহসী হউন।
নিশিথের নিশাচর
চেষ্টা আর চেষ্টা করে যাচ্ছি।
ধন্যবাদ সাহস যোগাবার জন্য।
ভালো থাকবেন।
বনলতা সেন
এত কষ্ট কষ্ট লেখা ঠিক না ।
নিশিথের নিশাচর
কষ্ট যার জীবন সঙ্গী তার কষ্ট ছাড়া সুখের কোন কিছু আসবে নাকি ??
সুখ তার কাছে দূরের ঐ তারা শুধু দেখে যাওয়া দূর থেকে ছোবার সাধ্য নেই।
ভালো থাকবেন, শুভকামনা রইলো।