মনের আকুলতা

নিশীথের নিশাচর ১ সেপ্টেম্বর ২০১৩, রবিবার, ০২:৫৫:১৭পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৮ মন্তব্য

এসো মন
এসো খেলা করি,
এক হাতে খাতা আর
অন্য হাতে কলম নিয়ে,

আমার খাতায় তোমায়
আর তোমার খাতায় আমায় নিয়ে
চলবে আঁকা আঁকি!

নয়তোবা লিখে দিয়ো,
কোনো ছোট্ট বিন্দু!
যার কেন্দ্রে হবে আমার অবস্থান।

নয়তো কলমের আঘাতে
ছিদ্র করে দিও তুমি
আমার সমান্তরাল বুক!

নয়তো লাজে লুকিয়ো নিও
অগচরে অন্য কোথাও মুখ.…

তোমার আঘাতে হবো আমি
ছিন্ন-ভিন্ন হবো অসমান!
হয়তো আদর করে তুমি ই আবার
এই আমাকে বক্ষে জড়াবে একদিন
আপন ভেবে নিজের অজান্তেই।

আমায় ছিড়ে ফেলনা!
আমায় দুমড়ে মুচড়ে দিও না!
আমার মাঝে লিখে যেও
তোমার যতো দুঃখ
তোমার যতো আনন্দ।

আমি আমার মাঝে তোমাকে___
শুধু তোমাকে নিয়েই
আজন্মের পথ পাড়ি দিতে চাই।
তোমার আঘাতেই আমি,
ক্ষত-বিক্ষত হতে চাই।

তোমার প্রতিবারের স্পর্শে
আমি প্রাণ ফিরে পেতে চাই,
আমাকে তোমার কাছ থেকে
কখনো আলাদা করোনা

৭৮৯জন ৭৮৯জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ