
সাত এ পূর্ণতা _
★ প্রপোজ_
— আমরা দেখা করতে পারি?
— কেন নয়!
— চলো পালিয়ে যাই,
— এসো হারিয়ে যাই।
★ রোজ_
— ফুল নেবে?
— কি ফুল?
— নাকফুল?
— সেরা ফুল! পরতে চাই..
★ চকলেট_
— আহারে, চকলেট আনিনি (মনে মনে)
— চকলেট এনেছি, পরে দিবো (মনে মনে)
★ টেডি_
— উহু টেডি না, অন্যকিছু
— হুম, টেডি বাদ। একটা জিনিস এনেছি নাও
— বাহ! খুব সুন্দর। আমার প্রিয় প্রাণী। নিলাম
★ প্রমিজ_
— কথা দাও, কখনো ভুল বুঝবে না
— যা সহজে করা যায় তার জন্য প্রতিশ্রুতি দিতে হয়না।
— তবুও বলো, ভুল বুঝে দূরে যাবে না
— যাবো না, ভুল বোঝার অবকাশ দিও না।
★ হাগ_
— লাভ ইউ জান, আমার হৃদয় তোমায় ডাকছে
— লাভ ইউ টু জান, তোমার হৃদয়ের যেথায় বসত করি সেখানে কান পেতে শুনতে চাই
ভালোবাসার কলিংবেল।
— এসো…
★ কিস_
— মমতার
— আদরের
— আবেশের
— সমর্পণের
— চুম্বনে এতো প্রেম!
— এতো কামনা!
— প্রবল বাসনা মাই লাভ।
★ ভালোবাসা_
— ভালোবাসি জনম–জনমের তরে,
— ভালোবেসেছি জন্ম–জন্মান্তরে
— ভালোবাসা ফুরাবে না একদিনেই,
— ভালোবাসা বেঁচে থাকবে চাওয়া–পাওয়ার গণ্ডি ছাড়িয়ে সুখের–অসুখে, বিষের–অমৃতে।
সাত এ পূর্ণতা, নিরন্তর ভালোবাসায় অন্তহীন পথে হাতে–হাত রেখে অবিচ্ছিন্ন হয়ে ছুটে চলা।
ভালোবাসার গল্প কভু সমাপ্ত হয় না। অ–সমাপ্ত গল্পেই ভালোবাসার জয়।
৩৫টি মন্তব্য
মাহমুদ আল মেহেদী
মন্তব্য-টা অ-সমাপ্ত, ঠিক ভালোবাসর মত।
সাবিনা ইয়াসমিন
আচ্ছা, তাই হোক। অসমাপ্ত ভালোবাসায় অসমাপ্ত কমেন্ট যোগ হয়ে থাক,
শুভ কামনা 🌹🌹
শুন্য শুন্যালয়
পুরো ভালোবাসার পোস্টমর্টেম করেছেন দেখি। একদম এ থেকে জেড দিবস, দারুন। তা টেডির বদলে কী প্রাণী এনেছিল, আমরা তো জানলাম না। টরটয়েস নয়তো? আমার কিন্তু দারুন পছন্দ।
অসমাপ্ত গল্পেই ভালোবাসার জয়, এটা মানি। চলতে থাকুক অনন্তকাল ভালোবাসার গল্পগুলো।
সাবিনা ইয়াসমিন
ভালোবাসা অসমাপ্ত হলেই ভালো থাকে, চলতে থাকে ক্লান্তিহীন হয়ে অফুরন্ত পথ ধরে…
ভালোবাসা রইলো শূন্য ❤❤
তৌহিদ
এতো সুন্দরভাবে দিবসের ব্যাখ্যা আজ অব্ধি শুনিনি। ভালোবাসার গল্পগুলি আসলে এক একজনের কাছে এক একরকম।
তবে সাত এ ভালোবাসা কতটুকু পূর্ণতা পায় তা আমার জানা নেই। আমি নিজেও কিছু দিবস পারতপক্ষে এভোয়েড করি।
ভালো থাকবেন 🌹🌹
সাবিনা ইয়াসমিন
সাত এ পূর্ণতা, মানে ভালোবাসার পূর্ণ প্রকাশ করা। এর পর থেকেই ভালোবাসার গল্পটা শুরু হয়ে যায়, যার সমাপ্তি নেই।
কোনো দিবসে ভালোবাসা আটকে থাকেনা তবে দিবস ভালোবাসার বিশেষ দিনটাকে ফ্রেম বন্দী করে রাখে। জরুরি নয় সে দিবসটি অন্যের দ্বারা নির্দিষ্ট করা হবে। যার যেদিন থেকে শুরু হবে তার জন্যে সেই দিনটাই ভালোবাসার দিন। ভালোবাসা দিবস।
শুভ কামনা 🌹🌹
রিতু জাহান
ওয়াও!!
চলো তবে হারিয়ে যাই। পালিয়ে যাই নিজের কাছ থেকে।
ভালবাসা রয়ে গেছে সকল কিছুর মাঝে।
অসাধারণ
সাবিনা ইয়াসমিন
ঠিক তাই, চলো পালাই, হারিয়ে যাই নিজের কাছ থেকে, আপন অস্তিত্ব খুঁজে নেই তোমাতে–আমাতে। ভালোবাসা এমনই।
ভালোবাসায় থাকো নীলকুরিঞ্জী ❤❤
রিতু জাহান
তুমিও ভালো থেকো,,,,, কি নামে ডাকি বলো তো!!
দাঁড়াও খুঁজে আনি। আসতেছি একটা শব্দ নিয়ে।
নীরা সাদীয়া
এত এত দিবস। জীবনেও বুঝলাম না কোন দিবসের প্রয়োজনীয়তা কি? তবে আপনার পোস্ট পড়ে অনেকটাই জানা হয়ে গেলো।
সাবিনা ইয়াসমিন
হাহাহাহা, এটা সেই ডিজিটাল ভালোবাসা দিবসের মতো লাগছে তাই তুমি এখানে এতো এতো দিবস ভেবেছো নীরা। আসলে ভালোবাসার জন্যে কোনো বিশেষ দিনক্ষন লাগে না। যার কাছে যেদিন ভালোবাসা আসে তার দিন সেদিন থেকেই শুরু হয়।
ভালো থেকো ❤❤
ছাইরাছ হেলাল
একজন দাক্তার হ্যা ভোট দিয়েছে, আর আপনি ঝানু হাতে ছুরি/চাকু চালিয়েছেন (অনুমান করে বলছি),
তাই এ বিষয়ে আর কিছু বিশেষ বলার নেই, কেতাবি বা ব্যাবহারিক কোন অভিজ্ঞান-ই নেই। তাই চেপে গেলাম।
শুনেছি দুনিয়ায় ভালোবাসা নামক কোন বস্তু পাওয়া যায় না, তবে সমুদ্রে আর সবুজের বনে পাওয়া যায় বলে লোক মুখে শুনেছি।
চর্ম চৌক্ষে দেইক্যা টেস করতে পারলে মন্দ হইত না।।
চালু রাখেন কাডাকাডি!!
সাবিনা ইয়াসমিন
একেক জনের ভালোবাসা একেরকম হয়। কেউ ভালোবাসে মানুষকে, আর কেউ কলা গাছকে। ভালোবাসা যার / যে জিনিসের প্রতিই থাকুক উপলব্ধি প্রায় একই।
সমুদ্রেও ভালোবাসা আছে _
সমুদ্র প্রেমে যন্ত্রণায়
কতজন ভাসে / ডুবে / মরে
কে–ই–বা তার খবর রাখে….
ছাইরাছ হেলাল
হের ঠিকানা দেন, একটু ভাসা/ডোবার পাঠ নিতে চাই।
সাবিনা ইয়াসমিন
কার ঠিকানা দিবো ? কলা গাছওয়ালার না ডুবে আছে যে, তার?
নীলাঞ্জনা নীলা
ভালোবাসা বুঝি এমনই হয়!
ভালো লাগলো আপু।
সাবিনা ইয়াসমিন
★ ভালোবাসা হলো মোম পোড়া যন্ত্রণার মতো ★
ভোলা যায়না, ব্যাথা শুরু হয়–শেষ হয় না।
নীলা আপু!!! কতোদিন পর প্রিয় মুখটাকে দেখলাম। মিস করা কবে শেষ হবে আল্লাহই জানেন।
ভালো থাকবেন নিরন্তর ভালোবাসায় ❤❤
প্রহেলিকা
রোমান্টিসিজম এর বিপ্লব ঘটাবেন দেখছি! টেডিটা বেশি ভাল হয়েছে। আসলে টেডি না সবগুলাই সুন্দর। কত্তোদিন হলো এমন রোমান্টিক ধাচের লেখা পড়ি না।
সাধু! সাধু!
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ প্রহেলিকা। মনে আছে? ঐটা!
★ আজ নাম না জেনে ছাড়ছি না,
নাম জেনেও না ★
এরপরই রোমান্টিক লেখা লিখতে ইচ্ছে হলো। আপনার ভালো লেগেছে শুনে খুশি হলাম, খুব ভালো থাকবেন। ভালোবাসা থাকবে সারাক্ষণ, শুভ কামনা ❤❤
সাবিনা ইয়াসমিন
আপনাকে কিন্তু বেশি বেশি পাচ্ছি না, সোনেলায় কম কম আসছেন কেন?
প্রহেলিকা
কম কম না, আলসামো ধরেছে। এ সাময়িক।
জিসান শা ইকরাম
শিরোনাম আর ছবি দুজনে দুজনার।
ছবিতে সুধু হার্ট উড়তাছে, কোথাও কেউ নেই, সুধু দুজন ভালোবাসার রঙ এ রংগিন হওয়াতে মত্ত।
ছবিটা খুবই ভাল লেগেছে।
লেখার মন্তব্য আগামীকাল
সাবিনা ইয়াসমিন
আচ্ছা, আগামীকাল দিয়েন।
ছবিটি গুগল থেকে পেয়েছি, লেখার সাথে ম্যাচিং করার জন্যে এটাকেই পারফেক্ট মনে হয়েছিল।
জিসান শা ইকরাম
দিবস গুলো দিয়ে কত সুন্দর ভাবে একটি লেখা লিখলেন, যা ত্রিমাত্রিক ছবি হয়ে চোখের সামনে ভাসছে।
ভালোবাসার গল্পের কোন সমাপ্তি নেই,
অন্তহীন পথ পেড়িয়ে ভালোবাসার যাত্রা হয় পুর্নতার দিকে।
সাবিনা ইয়াসমিন
ভালোবাসার নানান দিক গুলোকে এক করেই ভালোবাসা দিবস তৈরি হয়েছে। জরুরি নয় সাত দিনেই সাত রকম বায়না পূরণ হবে। একদিনেই সাত বায়না পূর্ণ হয়ে ভালোবাসার দিন হয়ে যায়, প্রেমিক মন অল্পতে তুষ্ট হতে পারে না। প্রতিদিন তাই নিত্ত– নতুন দিন খুঁজে নেয়।
আমার কাছে ভালোবাসা রঙধনুর মতো সাত রঙা, এক রঙ না থাকলেই রঙধনু যেমন অপূর্ণ থেকে যায় তেমনি ভালোবাসার সাত মন্ত্র ছাড়া ভালোবাসা অসমাপ্ত থেকে যায়।
আমি ভেবেছিলাম আপনি আগামী সালে মন্তব্য দিবেন, এখন দেখছি আগামীকালের কথা লেখা ছিলো !!
মনির হোসেন মমি
ভালবাসার রকম সকম ভালই গাথঁতে জানেন।দারুণ হয়েছে লেখাটা অবশ্য সহমত ভালবাসা বেচে থাকে অসমাপ্তেই।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ মমি ভাই। কাল্পনিক ভালোবাসার গল্পে ফাঁক রাখতে হয় না। তাই সব ঢেলে দিয়েছি।
শুভকামনা রইলো, ভালো থাকবেন 🌹🌹
মায়াবতী
বাপ্রে!!! ভালোবাসার সাত দিন নাকী এনাটমি রে ভাই!!! দারূণ লিখেছেন আফা মনি আসেন আফনেরে থ্রি স্টার দেই ***
সাবিনা ইয়াসমিন
থ্রি স্টার কেন? বাকি স্টার গুলো দিয়ে কি করবেন? দিলে সব দিতে হবে নইলে নিবো না।
ব্যাঞ্জন বর্ণ সব ভুলে যাচ্ছি, নতুন লেখা নিয়ে কবে আসবেন?
মায়াবতী
😉
বন্যা লিপি
আরিব্বাস্, তুমি তো আসলেই ভালোবাসার ডিকশনারী?? সব ডে গুলান তোমার কাছ থেকেই জেনে নেয়া গেলো,দারুন জমিয়ে দিয়েছো তো!! এত্তগুলা ভালোবাসা তোমাকে 💓💓
সাবিনা ইয়াসমিন
তুমি বুঝি এগুলো জানতে না ! না জেনেই কতো কতো লিখে ফেলেছো !! ভালোবাসা দিবসে ফুলের তোড়া প্রাপ্তিতে ফেইসবুকে কে যেনো ছবিসহ স্ট্যাটাস দিয়েছিলো 🤔🤔
আসিফ ইকবাল
অসম্ভব সুন্দর লিখেছেন সাবিনা। সাত টুকরো মুক্তোর মত জ্বলজ্বল করছে সাতটি স্তবক। তবে সবচেয়ে ভাল লেগেছে “প্রতিজ্ঞা” (Promise). ভুল বোঝাবুঝিকে আমার বড্ড ভয়। তাই প্রিয়তমার কাছে আমি সবসময় সবচেয়ে বেশী চাই, “আমায় ভুল বুঝো না, প্রিয়া।” আর ভুল বোঝার অবকাশ আমি যদিও দিতে চাই না, তবু ভুল বোঝাবুঝি ব্যাপারটাই এমন যে, যখন হয় তখন অবকাশ যেন কোথা থেকে বের হয়ে যায়। আমি শুধু বলতে চাই, “যাই ঘটুক, কখনো ভুল বুঝবে না। কোনভাবেই না। প্রতিজ্ঞা করো কখনো ভুল বুঝবে না।”
লেখাটার জন্যে অনেক ধন্যবাদ। সত্যিই অনবদ্য হয়েছে। সবাই যদি এভাবে ভাবতে পারতো তাহলে পৃথিবীতে বিরহ বলে কিছু থাকত না। প্রেমে ভরে উঠত এই জগত।
ভাল থাকবেন সাবিনা।
সাবিনা ইয়াসমিন
” ভুল করেও ভুল বুঝবে না, বা ভুল হলেও দূরে যাবে না ”
ভালোবাসার এই আকুতিটাই একজনের সাথে অন্যজনকে বেধে রাখে জনম জনমের তরে। এই প্রতিশ্রুতি, এই প্রতিজ্ঞাবদ্ধ মন কখনো ভালোবাসা কে পরাজিত হতে দেয় না।
ভালো থাকবেন আসিফ। শুভকামনা 🌹🌹
আসিফ ইকবাল
“ভুল করেও ভুল বুঝবে না, বা ভুল হলেও দূরে সরে যাবে না”- অনবদ্য। ভালবাসার মূলমত্র। ক্ষমা ছাড়া ভালবাসা হয় না। ভাল থাকবেন।