এসব আমার অগোছালো চিন্তা,
এলোমেলো ভাবনা;
আপনার মতের সাথে নাও মিলতে পারে।
১.
মনে যা আসে বলে ফেলুন।
কখনোই তা জমিয়ে রাখবেন না,
অতিরিক্ত কথা জমে গেলে মানুষিক বিপর্যস্ত ঘটতে পারে আপনি যা করছেন,
যা ভাবছেন,
যা করবেন;
সেটাকে সুষ্ঠমতে শেষ করে সাফল্য পেতে বিশ্বাস্ত লোকজনের পরামর্শ নিন।
আপনি শঙ্কামুক্ত সঠিক সমাধান পাবেন।
২.
বই হচ্ছে অক্ষর জানা মানুষের সবচেয়ে কাছের বন্ধু।
বন্ধুদের সাথে অবসর কাটাতে গেলে আপনার কিছু আর্থিক লোকসান হতে পারে কিংবা জড়িয়ে পড়তে পারেন অপর্কমে।
কিন্তু একটা বই আপনাকে কখনোই খারাপ উপদেশ দিবেনা আপনার থেকে কিছু চাইবেনা,
শুধু তাকে অবসরে চোখে রাখবেন-বিনিময়ে আপনি হবেন জ্ঞানী-গুনীদের একজন।
তাই অবসরে বই পড়ুন, বই আপনাকে সম্ভাবনাময় একটি ভবিষ্যত উপহার দিবে।
৩.
প্রেম কখনোই মানুষের জীবন হতে পারে না।
কারন,
প্রেম মানুষের ভাবনা শক্তির নিয়ন্ত্রনে ইচ্ছা আর আকাঙ্খার সাথে উঠানামা করে;
যারা নিজেদের ভাবাবেগ আয়ত্ত্বে রাখতে পারে তারাই প্রেমে সফল বা ব্যর্থ!
এই কারনে কারো জীবনে মৃত্যুর প্রভাব পড়েনা,
প্রেম বিরহ ব্যতিত যেকোন শারীরিক ক্রটি মানুষের মৃত্যুর কারন।
৪.
মানুষ জগতের শ্রেষ্ঠ জীব কেন জানেন?
মানুষ ভুল থেকে বেরিয়ে আসতে দ্বিগুন ভুল করেন।
আর পশু ২য় ভুল হওয়ার আগেই দেহ ত্যাগ করেন।
৫.
ধর্ম হচ্ছে,
নিরাপদ শান্তিময় জেলখানা।
অনুসারীরা হচ্ছে জন্মগত বাধ্য কয়েদী।
তারা কখনোই নিজেদের মাঝে বিদ্বেষ বা দলাদলি করেনা।
যারা ধর্মের নামে হানাহানি কাটাকাটি করে তারা কেউ ধর্মের জেলখানার কয়েদী নয়।
তারা হলো,
অপরাধ প্রবণ আসামী অরাজকতার রেকর্ড করে শেষ বয়সে মসজিদ, মন্দির, গির্জা অথবা প্যাগোডায় আশ্রয় নিয়ে ধর্মের সম্মান নষ্ট করে।
৬.
আমরা সকলেই চরম মিথ্যুক আর ধূর্ত!
কেননা,
আমরা কখনোই নিজের দুর্বলতা আর অসুস্হ্যতার কথা সহজেই প্রকাশ করতে চাইনা।
কথার উপর কথা বলে সত্যতা এড়িয়ে যাওয়ার চেষ্টা করি।
৭.
কল্পনিক চরিত্রের ঘটনা সাঁজিয়ে তাতে ডাল-পালা, শাখা-উপশাখা বানিয়ে সুন্দর করে লিখে উপস্হাপন করাটাই যদি বাস্তববাদী লেখকের বাস্তবতার নিদর্শন হয়।
তাহলে অবাস্তব লেখক কারা?
-মগজে জট লেগে যাবে একটু ভাবুন তো!!
৮.
সরকার তরুণদের উন্নতির জন্য কোটি কোটি টাকা খরচ করছে,
নিশ্চয় এটি দেশ স্বাধীনের পর তরুণদের জন্য সরকারের প্রথম ভাল উদ্যোগ।
তবে, ষাট উর্দ্ব নেতারা ১৮ থেকে ৪০ বছরের তরুণ/যুবকদের বেকারত্বের সমাধান না করে কৃতদাসের মত প্রবাসে পাঠিয়ে কোটি কোটি টাকার সুন্দর প্লান, ম্লান করছে।
৯.
পীর বাবার তাবিজে সন্তান হয় নাই!
-ব্যাটা জঘন্য পাপী।
ঠাকুরের ঝাড় ফুঁকেও হয় নাই!
-অভিশপ্ত কালের দোষ।
ফাদারের পবিত্র পানিও কাজ করে নাই!
-ডেভিলের চক্রান্ত।
এভাবেই সমাজের প্রতিটি সেক্টরে কুসংস্কারে জরাজীর্ন হচ্ছে প্রতিদিন,
উক্ত বর্ণনার মহিলা/পুরুষ উভয়ে সন্তান জন্ম দেওয়ায় অক্ষম ছিলেন।
১০.
গভীর রাতে নারীরা একাকী হেটে যাবে যে যার কাজে,
কেউ তাদের বিরক্ত করবে না কু-নজরে তাকাবে না।
কেউ হবেনা ধর্ষিতা।
দেশের সকল মানুষ মিলেমিশে থাকবে কেউ রাজনৈতিক কারনে লাঞ্ছিত হবেনা।
হবেনা খুন।
কেউ খাবেনা ঘুষ করবেনা ডিমান্ড ফাইলের সাক্ষরে!
অপসংস্কার মুক্ত নিরাপদ বাংলাদেশ দেখার অপেক্ষায় একজন আশাবাদী বাঙালী….
২৭টি মন্তব্য
নৃ মাসুদ রানা
১) পীর বাবার তাবিজে সন্তান হয় নাই!
২) আমরা সকলেই চরম মিথ্যুক আর ধূর্ত!
নুর হোসেন
পীরেরা কথায় লোহার শিকল খেয়ে পেটের কৃমি কিট ধ্বংসের চেষ্টা করলে তা কাজে লাগবেনা,
আমাদের প্রয়োজন মেডিসিন!
মিথ্যায় কিছু করতে নেই বলতেও নেই-সৎ সাহস প্রয়োজন।
ধন্যবাদ, কবি বন্ধু।
মনির হোসেন মমি
আমরা সকলেই চরম মিথ্যুক আর ধূর্ত!
কেননা,
আমরা কখনোই নিজের দুর্বলতা আর অসুস্হ্যতার কথা সহজেই প্রকাশ করতে চাইনা।
কথার উপর কথা বলে সত্যতা এড়িয়ে যাওয়ার চেষ্টা করি।
আপনার সবগুলো কথাই ভাল কথা সবগুলো গুরুত্বপূর্ণ।তবে এ কথাটা আমি ১০০ভাগ সহমত। ভাল উপলব্দি।কথাগুলো আপনার বাণী হিসাবে রয়ে যাবে।
নুর হোসেন
ধন্যবাদ ভাই।
আমি পিচ্ছি মানুষ, মগজে মনে যা আসে টুকে রাখি।
মনির হোসেন মমি
শুভ কামনা রইল।
জিসান শা ইকরাম
প্রতিটির সাথে সহমত আপনার সাথে।
৫ আর ৯ ফেইসবুকে লিখলে ত্যানা প্যাচানোর লোক পেতেন অনেক 🙂
১০ এর স্বপ্ন ধারণ করে আছি ‘ একদিন আমরা সবাই ভালো হবো, ভালো থাকবো ‘
ভালো লেগেছে একান্ত অনুভুতি।
শুভ কামনা।
নুর হোসেন
ধন্যবাদ প্রিয় ভাই,
আপনি দেখেছেন আমি ফেসবুকে খুব একটা সক্রিয় না।
ফেসবুকে গার্বেজ প্রকৃতির লোকজন বেশী
২০১২ সালে চরমোনাই পীরের ভ্রান্ত আক্বিদা নিয়ে ফেসবুকে লেখায় আমাকে আক্রমন করা হয়েছিলো,
২০১৭ আনা হলো নব্য নাস্তিক।
আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস আছে,
রাসুলের পথের অনুসারী।
তবে পীর টির হাম্বা টাম্বা মানতে নারাজ।
মনির হোসেন মমি
হা হা হা নাস্তিক ট্যাগ কম বেশ দেখছি সব লেখকের কপালেই আছে আসলে সত্য বললেই ওদের স্বার্থে আঘাত লাগে। লিখুন আরো।
নুর হোসেন
২০১৩ সালে কুলধারী মোল্লাগো রেষাণলে পড়ছিলাম,
অহন আরো ভয় পাই আমার আবার খড়ের ঘর যদি আগুন লাগাইয়া দেয়!
বন্যা লিপি
প্রত্যেকটা পয়েন্টের সাথে একমত পোষণ করি। ১০ নং এর মতো আমিও বলতে চাই স্বপ্ন ধারন করে আছি…….
অপসংস্কার মুক্ত নিরাপদ বাংলাদেশ দেখার অপেক্ষায় একজন আশাবাদী বাঙালী….
খেরোখাতার একান্ত অনুভূতি ভালো লেগেছে খুব। শুভ কামনা।
নুর হোসেন
আমাদের নারী পিএম নারীদের জন্য সুযোগ সুবিধার ভান্ডার খুলে দিলেও কৌশলে নারীদের ছোট করে রেখেছেন।
যেদিন নারীরা রাত বিরাতে মাথা উচু করে চলতে পারবে তখনেই নারী পুরুষের মতই স্বাধীন হবে।
ধন্যবাদ আপু, চমৎকার মন্তব্যে অনুপ্রেরিত।
এস.জেড বাবু
সবগুলি কথা চমৎকার
ভাল লেগেছে তিন, পাঁচ, নয়
অসাধারণ ভাবনাগুলো।
শুভকামনা
নুর হোসেন
ধন্যবাদ প্রিয় লেখক।
আপনাদের মত গ্রেড লোকজনদের মন্তব্যে লেখার ঝোঁক বাড়তেই থাকে।
ভালবাসা নিবেন।
রেহানা বীথি
একে একে দশটি বিষয়ে আলোকপাত। সবগুলোই বাস্তবসম্মত। যতদিন বেঁচে আছি, স্বপ্নের হাত ধরেই থাকবো। চমৎকার লাগলো আপনার উপস্থাপন।
নুর হোসেন
অসংখ্য ধন্যবাদ প্রিয় লেখিকা,
অনিয়ম অরাজকতায় ভরা দেশে স্বপ্নেই আমাদের বাঁচার একমাত্র অবলম্বন।
শুভ কামনা রইলো।
সুরাইয়া পারভিন
কোনটা ছেড়ে কোনটার কথা বলবো?
সবকটা পয়েন্ট চমৎকার বাস্তব। দারুণ উপস্থাপন করেছেন।
নুর হোসেন
ধন্যবাদ আপ্পি,
আপনার নতুন কোন লেখা আসছেনা বলে আমি চিন্তিত।
মাহবুবুল আলম
অনেক সুন্দর সুন্দর নীতি কথা!
শুভেচ্ছা জানবেন!
নুর হোসেন
ধন্যবাদ প্রিয় লেখক।
ভালবাসা নিবেন।
ছাইরাছ হেলাল
এই মুহূর্তে ২ নং টি ছাড়া অন্য কিছু ভাবছি না।
বই এবং বই, এইমাত্র পাঁচ হাজার টাকার বই এর অর্ডার দিলাম।
নুর হোসেন
বাপরে!
এত টাকার বই কি করবেন?
আমি আলকেমিস্ট পড়তেছি,
তারপর, ‘রাইট টার্ন দ্যা সী’
শেষ করার ইচ্ছা আছে।
ভাল চিন্তায় আছেন-চালিয়ে যান।
শুভ কামনা রইলো।
তৌহিদ
খেরোখাতার দর্শন ভালো লেগেছে। ভন্ড আর মুর্খে ভরে আছে আশপাশ কিছুই করার নেই। ৮ নম্বরটি নিয়ে সামান্য কনফিউজড। সরকার কি জোর করে কাউকে বিদেশ পাঠাচ্ছে?
তবে হ্যা বেকার সমস্যার সুন্দর একটি সমাধান সবাই মিলে করা যেতেই পারে। সেদিকে সুদৃষ্টি নেই তাদের।
ফেসবুকে গার্বেজ শ্রেণীর লোক বেশি, হুটহাট নানান তকমা লাগিয়ে দেয়।
ভালো লিখেছেন।
নুর হোসেন
৮ নম্বরটি নিয়ে সামান্য কনফিউজড। সরকার কি জোর করে কাউকে বিদেশ পাঠাচ্ছে?
-জাতির সাধারণ মানুষদের সরকার জোর করে পাঠাচ্ছেনা,
ঠেলে পাঠাচ্ছে।
অর্থ্যৎ,
বেকার সমস্যা নিরসন সরকারের প্রথম উদ্যোগ হওয়ার প্রয়োজন ছিলো;
স্যাটেলাইট, ফোরলেন হাইওয়ে, ফ্লাইওভার, পদ্মাসেতু এগুলো ২য় পর্যায়ের উন্নয়ন।
ইউরোপ আমেরিকার লোকজন কোটি ডলার পেলেও সৌদিতে গিয়ে উট চড়াবে না।
আপনার চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ।
তৌহিদ
এর জন্য আমলাতান্ত্রিক জটিলতা দায়ী। শুধু সরকার নয়।
নুর হোসেন
ক্ষমতাসীন আমলাতন্ত্র সকল ক্ষমতা দখল করে বসে আছে, সরকারের উচিত গোবুচন্দ্রদের আশপাশ থেকে সরানো।
শিরিন হক
আমলাতান্ত্রিক সমাজেরবিরুদ্ধে মানবতার মগজে মননে যখন কিছু আসাযাওয়া করে তখনি সত্যের সারথি পাগলা ঘোরার মতো কিছু একটা বেড়িয়ে আসে অনুভুতির শার্শিতে।
চমৎকার সত্য বচনের প্রতিচ্ছবি।
বেশ ভালোলাগলো।
নুর হোসেন
আমাদের দলীয় লেজুরবৃত্তি ত্যাগ করতে হবে,
অবশ্যই মনে রাখতে হবে ইহা গণতান্ত্রিক দেশ আমলাতান্ত্রিক নয়।
দাস প্রথার অবসান ঘটেছে বটে তবে এদেশে গণতন্ত্রের নামে কৌশলি দাসত্বের অবসান ঘটেনি;
ক্ষমতাসীন বা বিরোধী দলের কেহই জনগনের পক্ষে নয়।
তাই শিক্ষিত জেনারেশন নিরপেক্ষ চিন্তা করলে অরাজকতার পরিবর্তন সম্ভব!
ভাল থাকুন।