ইদানীং আমাদের দেশে গ্রামগঞ্জে শহর বন্দরে ছেলে-বুড়ো সকলেই জ্বরে আক্রান্ত হচ্ছি । তারমধ্যে একটি জ্বরেই বেশিরভাগ মানুষে আক্রান্ত, এই ভাইরাস বা জ্বরটির কথা আমাদের অনেকের কাছেই অজানা । আসলে এই জ্বর বা ভাইরাস কী? কেনইবা হয়? কোত্থেকে এর উৎপত্তি?
ছবি সংগ্রহ গুগল
জ্বরটি হলো ‘চিকনগুনিয়া’ একটি মশাবাহিত রোগ । জ্বর ও হাড় ব্যথা এর প্রধান লক্ষণ। এই রোগের প্রতিকার এখনও আবিষ্কার হয় নাই। বেশির ভাগ রোগীই ১ সপ্তাহের মধ্যে ভাল হয়ে যায় । এই রোগে মৃত্যু ঝুঁকি নাই বললেই চলে। প্রতি হাজারে ১ জন লোক এই রোগে মৃত্যু বরণ করতে পারে ।
চিকনগুনিয়া প্রথম চিহ্নিত হয় তাঞ্জানিয়ায়, ১৯৫২ সালে। চিকনগুনিয়া শব্দের অর্থ ‘বেঁকে যাওয়া’।
বাসাবাড়ির ছাদে বা বারান্দার টবে পানি জমে থাকে। আর এসব স্থানে এডিস মশা ডিম পাড়ে। সেই এডিস মশাই চিকনগুনিয়া ভাইরাসের বাহক। অন্য মশাও অতি সামান্য পরিমাণে এই রোগের বিস্তার ঘটাতে পারে।
একবার হলে জীবনে আর কখনও চিকনগুনিয়া জ্বর হয় না। সুতরাং তা একবার হয়ে গেলে চিন্তার কিছু নাই। তাতে দেহে প্রাকৃতিকভাবে এই রোগের বিরুদ্ধে একটি প্রতিরোধ গড়ে উঠে।
তথ্যসূত্র: উইকিপেডিয়া, প্রথমআলো
২১টি মন্তব্য
শুন্য শুন্যালয়
আমাদের সব কিছুতেই অনাগ্রহ, পারলে বাড়ির আশেপাশে জঞ্জাল বানিয়ে রাখি। ঘুমানোর সময় মশারি টানাতেও অনাগ্রহ। একটা ভাইরাস বিস্তারে কপ্ন সময়েরই প্রয়োজন হয়না।
ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টের জন্য।
ভাইরাস আক্রান্ত হলে সপ্তাহ খানেক কাজ থেকে ছুটি নিতে হবে। স্কুলের বাচ্চাদের স্কুলে যাওয়া বাদ দিতে হবে।
বাবু
যাই করুন, মশা থেকে সাময়িক নিরাপদে থাকুন । মন্তব্যের জজন্য অজস্র ধন্যবাদ।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
পরিষ্কার পরিচ্ছন্ন এ রোগ প্রতিরোধে অন্যতম শর্ত।খুব উপকারী পোষ্ট।ধন্যবাদ।
বাবু
মনির দাদা, আপনি ঠিকই বলেছেন। এ-বিষয়ে আমাদের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখাটাই সবচেয়ে বেশি জরুরী।
নীহারিকা
এই রোগের নাম শুনে প্রথমে ভয়ই পেয়েছিলাম। কিন্ত মৃত্যু ঝুঁকি নেই বলে নিশ্চিন্ত হলাম। আমি আবার মশারি না টানিয়ে ঘুমাতে পারি না। তবে বাড়ির আশপাশ অবশ্যই পরিষ্কার আছে কি না খেয়াল রাখা উচিত।
ভালো পোস্ট।
বাবু
আমিও রোগের নাম শুনে প্রথমে থমকে গিয়েছিলাম দিদি। পরে বিভিন্ন তথ্য অনুসন্ধান করে এ-বিষয়ে এতটুকু অভিজ্ঞতা আমার হয়েছে । তাই মানুষের উপকারের জন্য আর এ-ব্যাপারে কেউ যেন ঘাবড়ে না-যায় সেজন্য পোস্টখানা আপলোড করলাম। ধন্যবাদ ভালো থাকুন, সুস্থ থাকুন ।
ইঞ্জা
সমসাময়িক পোষ্ট দিলেন, জানাও হলো, আসলেই ইদানিং এই জ্বরের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। (y)
বাবু
ক্ষমা চেয়ে নিচ্ছি মন্তব্যের প্রত্যুত্তর দিতে দেরি হওয়ার জন্য।
ইদানীং মানুষ আরও বেশি আক্রান্ত হচ্ছে এই রোগে । মশা থেকে সাবধানে থাকার বিকল্প নাই ।
ধন্যবাদ ভালো থাকবেন দাদা ।
ইঞ্জা
আপনিও ভালো থাকবেন দাদা
নীলাঞ্জনা নীলা
আমার মেশো মানে খালুর এই জ্বর হয়েছে শুনেছি। উনি কোন গ্রামে জানি গিয়েছিলেন, সবাই ধারণা করছে ওখান থেকেই মনে হয় নিয়ে এসেছিলেন। যাক এখন শুনেছি সেরে উঠেছেন প্রায়।
জানা হলো চিকনগুনিয়া সম্পর্কে। ধন্যবাদ দাদা এমন একটি পোষ্ট দেবার জন্যে।
বাবু
নীলাঞ্জনা নীলা দিদি, হয়ত রাগ করেছেন মন্তব্যের প্রত্যুত্তর দিতে দেরি হওয়াতে । আসলে দিদি আমি অনেক ব্যস্ত ছিলাম বলেই দেরি হোয়ার মূল কারণ । তবে দিদি, বর্তমানে এই ‘চিকনগুনিয়া’ মারাক্তক রূপ ধারণ করেছে । মশা থেকে একটু সাবধানে থাকবেন ।
ধন্যবাদ দিদি ভালো থাকুন, সুস্থ ত্থাকুন এবং ‘চিকনগুনিয়া’ থেকে মুক্ত থাকুন।
নীলাঞ্জনা নীলা
রাগ করবো কেন? আমি নিজেও ব্যস্ত ছিলাম।
মোঃ মজিবর রহমান
গুরু জানলাম ভালই লাগলো।রোগ সমন্ধ্বে জানা হল।
বাবু
মজিবর দাদা, কেউ না জানুক, অন্তত আপনি নিশ্চয় জানেন আমার ব্যস্ততার কাহিনী । তবুও ক্ষমা চাচ্ছি মন্তব্যের প্রত্যুত্তর দিতে দেরি হওয়ার জন্য।
তবে হ্যাঁ, ইদানীং ‘চিকনগুনিয়া’ রোগে বহু মানুষ আক্রান্ত হচ্ছে দাদা । মশারি ছাড়া ঘুমাবেন না । বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে ভুলবেন যেন।
আশা করি এই রোগ থেকে মুক্ত থাকবেন।
ধন্যবাদ দাদা ভালো থাকুন, এই কামনা ।
মোঃ মজিবর রহমান
দাদা আমার বদ অভ্যাস ঐটা আজও মশারী বাদেই ঘুমিয়েছি। পারিনা। ক্ষমা করবেন।
মিষ্টি জিন
পরিস্কার পরিছন্ন থাকলে সব রোগ থেকেই রেহাই পাওয়া যায়। অত সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ দাদা।
বাবু
একেবারে খাটি কথা বলেছেন মিষ্টি দিদি । আশা করি আপনা মতো সবাই সচেতন থাকবে । তবু সাবধানের মাইর নাই ।
ভালো থাকবেন আশা করি ।
বাবু
দিদি বালে সম্মোধন করাতে কিছু মনে করবেন না । পারলে ক্ষমা করবেন, নে পারলে ঘৃণা করবেন না প্লিজ।
নীরা সাদীয়া
অসংখ্য ধন্যবাদ। এ বিষয়টা খুব করে খুঁজছিলাম। আসন্ন নিয়োগ পরীক্ষার জন্য জরুরী টপিক একটা। বেশ উপকার হল। কৃতজ্ঞতা জানবেন।
বাবু
ব্যস্ততার মাঝেই আমাদের জীবন। ইদানীং আমিও খুব ব্যস্ততার মধ্যে ছিলাম। তাই মন্তব্যের প্রত্যুত্তর দিতে দেরি হয়ে গেল । সেজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আশা করি ক্ষমা করেছেন।।
আর হ্যাঁ, এই রোগ কোনও ভয়ের কারণ নয়, শুধুই সতর্কতা । একটু সাবধানতা অবলম্বনেই মুক্তি । তা হলো মশা থেকে দূরে থাকা ।
ধন্যবাদ ভালো থাকুন, সুস্থ থাকুন।
জাহিদ হাসান শিশির
আমার চিকুনগুনিয়া হয়েছিল। খুব কষ্ট পেয়েছি।