
সব ব্যাটারাই ফোরন কাটে
যখন তারা আমায় দেখে
তাদের বলি, কাজটা করো,
উৎপাদনে গতি আনো।
তবেই তোমরা সফল হবে
মাসের শেষে মজুরী হবে
ঈদ উৎসবের বোনাস হবে
উৎসব বোনাস দ্বিগুন হবে
হাজীরা বোনাস সবে হবে।
তখন তারা মুচকি হেসে
মুখ লুকিয়ে বলে উঠে
ঝুট বলিস তুই ঝুট।
তুই শালা এক চোরের ব্যাটা
ব্যাংক করেছিস লুট।
কপালটাই আমার এমন খারাপ
শ্রম বিক্রির টাকা দিয়ে করেছিলাম শিল্প
মানুষ কিছু কাজ পাবে দু:খ গুচবে অল্প।
দেশে কিছু আসবে ডলার
বিদু্ৎ তৈরির গতি হবে
জ্বলবে ঘরে বাতি।
সব শ্রমিকেরা বলতে থাকেন
সাধু সেজে থাকেন তিনি আমার ম্যানেজার
ভাবখানা তার সদাই থাকে তিনিই জমিদার।
সব কিছুতে শেয়ার থাকে সকল কাজে চুরি
উৎপাদন হিসাব কারসাজিতে ওভার টাইমে চুরি
শ্রমিক নিয়োগ কারসাজিতে বেতন ভাতায় চুরি
টিপিন কেনার কারসাজিতে খাবার পরে শর্ট
রাগে ক্ষোভে বিগড়ে গিয়ে শ্রমিক ধর্মঘট।
উৎপাদনের বারোটা বাজে শিপমেন্ট হয় বাতিল
ব্যাংকের টাকায় এলসি খোলা লুট করার সামিল
বন্ধুটাকে বিশ্বাস করে ব্যাবস্থাপনায় দিলাম
সব কিছুই আজ লুটে পুটে কারখানাটাই নিলাম।
আমজনতা আজ ফোরন কাটে
যখন তারা আমায় দেখে
চোরের ব্যাটা গাড়ী হাকায়,ব্যাংক করেছে লুট।
সুশীল বাবু আঙুল তোলেন
বড় গলায় তারা বলেন
ব্যাংকের টাকা পাচার করে,ব্যাংক করেছে লুট
সেকেন্ড হোমে পাহাড় গড়ে ,ব্যাংক করেছে লুট
তুই শালা এক চোরের ব্যাটা
ব্যাংক করেছিস লুট তুই
ব্যাংক করেছিস লুট।
৩২টি মন্তব্য
ছাইরাছ হেলাল
আগুনের মত বাস্তবতা তুলে ধরেছেন।
এ যেন হরিলুটের বাজার, যে যেমন পারে লুটে নিয়ে যাচ্ছে, সাধু সাধু ভাব করে।
সুপায়ন বড়ুয়া
মানুষ শুধু ছুটছে আজ টাকার পিছনে
নিয়ম নীতির বালাই ষাট থোরাই কেয়ার করে।
সবাই আজ জোট বেঁধেছে করছে হরিলুট
আমার দিকে আঙুল তোলে বলে
ব্যাংক করেছিস লুট তুই
ব্যাংক করেছিস লুট।
ধন্যবাদ ভাইজান। শুভ কামনা।
আলমগীর সরকার লিটন
এ্ই অবস্থা থাকলে মানুষ টাকাকড়ি রাখবে কেমনে
অনেক ভাল লাগল কবি দা
অনেক শুভ কামনা জানাই——–
সুপায়ন বড়ুয়া
ভয় নাই বন্ধু ভয় নাই
হতাশ হওয়ার কারন নাই
সবাই যদি খারাপ হতো
তাহলে প্রবৃদ্ধি বাড়তো না।
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
এভাবেই সবখানে হরিলুট, ধান্ধাবাজি চলছে। অনেক সময় মালিকপক্ষ ভালো হলেও দায়িত্বে থাকা কর্মচারী গুলো এভাবেই প্রতিষ্ঠান গুলোকে ডুবায়। ধন্যবাদ দাদা। শুভ সকাল
সুপায়ন বড়ুয়া
ঠিক বলেছেন দিদি।
সবাই আজ জোট বেঁধেছে করছে হরিলুট
আমার দিকে আঙুল তোলে বলে
ব্যাংক করেছিস লুট তুই
ব্যাংক করেছিস লুট।
ধন্যবাদ দিদি কবিতা পড়ে মন্তব্য করার জন্য।
শুভ কামনা। ভাল থাকুন নিরন্তর।
সাবিনা ইয়াসমিন
মালিক শ্রমিকের পারস্পরিক সমঝোতার খুবই অভাব আমাদের দেশে। মধ্যস্বত্ব ভোগীরা ফায়দা লুটে নেয় সুযোগের সদ্ব্যবহার করে। মালিক মানেই লুটেরা নয়, শ্রমিক মানেই ফাঁকিবাজ নয়, ফরিয়া আর ধান্দাবাজদের হাতে তারা জিম্মি হয়ে থাকে। একটি প্রতিষ্ঠান গড়তে একজন উদ্যেক্তার সারাজীবন লেগে যায়, নিজের অর্থনৈতিক পরিবর্তনের পাশাপাশি অন্যদের দারিদ্র বিমোচনের প্রত্যয়ও থাকে সেখানে। কিন্ত শ্রমিকদের সঠিক সংযোজনার অভাবে তাদের স্বপ্ন ধূলিস্যাৎ হয়ে যায়। এর প্রভাব শুধু মালিক বা শ্রমিকদের উপর পড়েনা, পড়ে গোটা দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনায়। শ্রমিকেরা কাজ হারিয়ে কাজ পায়, মালিক পক্ষ কোনভাবে নিজেদের পুনর্গঠনে তৎপর হতে পারে/ পারেনা, কিন্তু মধ্যস্বত্বধারী নিয়ে নেয় ষোলো আনা-ই।
দারুন লিখেছেন দাদা,
শুভ কামনা 🌹🌹
সুপায়ন বড়ুয়া
ওয়াও !
কি বলব আমি , আমার লেখার চেয়ে ও আপনার মন্তব্যখানা আলোচনার দাবী রাখে। আপনার বিশদ ব্যাখ্যা বাস্তবতা ফুটে উঠেছে।
মানুষ নীতি নৈতিকতা হারিয়ে আজ হরিলুটে নেমেছে
অন্নদাতা ও বিধাতা কারও প্রতি কৃতজ্ঞ নয়।
ধন্যবাদ আপনার প্রাপ্য। শুভ কামনা।
হালিম নজরুল
তখন তারা মুচকি হেসে
মুখ লুকিয়ে বলে উঠে
ঝুট বলিস তুই ঝুট।
তুই শালা এক চোরের ব্যাটা
ব্যাংক করেছিস লুট।
———–ভাল লাগল।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ সাথে থাকার জন্য।
মানুষ নীতি নৈতিকতা হারিয়ে আজ হরিলুটে নেমেছে
অন্নদাতা ও বিধাতা কারও প্রতি কৃতজ্ঞ নয়।
শুভ কামনা।
মনির হোসেন মমি
তখন তারা মুচকি হেসে
মুখ লুকিয়ে বলে উঠে
ঝুট বলিস তুই ঝুট।
তুই শালা এক চোরের ব্যাটা
ব্যাংক করেছিস লুট।
চমৎকার বাস্তবতা কবিতায় ফুটে উঠেছে দাদা।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ সাথে থাকার জন্য।
মানুষ নীতি নৈতিকতা হারিয়ে আজ আখের গোছাতে ব্যস্ত।
অন্নদাতা ও বিধাতা কারও প্রতি কৃতজ্ঞ নয়।
আর এক শ্রেনী সবাইকে এক কাতারে মেপে
বদনাম করে দেশের বারটা বাজাচ্ছে।
শুভ কামনা।
মনির হোসেন মমি
রাইট দাদা।তবে রাজনৈতীক দলের নেতারা ইচ্ছে করলেই এ সব দূর্ণীতিবাজদের সংখ্যা কমাতে পারেন তাদের কাজের সঠিক জবাব দিহীতার মাধ্যমে।
সুপায়ন বড়ুয়া
সহমত ভাইজান,
বিড়ালের গলায় ঘনটা বাঁধবে কে ?
শুভ কামনা। ধন্যবাদ।
রেহানা বীথি
বাস্তবতা কী সুন্দর করে কবিতায় তুলে ধরলেন দাদা। অনেক ভালো লাগলো।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ আপু সাথে থাকার জন্য।
এক শ্রেনীর মানুষ , মন্দ ঋন, কু ঋন তার কারন কোন কিছু বিবেচনা নাকরে . ঢালাও ব্যাংক লুট বলে
দেশের বারটা বাজাচ্ছে।
শুভ কামনা। ভাল থাকবেন আপু সবসময়।
ফয়জুল মহী
সুপাঠ্য,সুশোভন লেখা।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ সাথে থাকার জন্য।
শুভ কামনা।
নিতাই বাবু
বাস্তবতা তুলে ধরেছেন, দাদা। তাই নিজে এখনো কোনও ব্যাংকে অ্যাকাউন্ট খুলিনি। টাকা মার খেলে ওইসব শিল্পপতিরাই খাঊক! আমি অধম অধমই থেকে যাই।
ব্যাংক হরিলুট নিয়ে ভালো লিখেছেন দাদা। শুভকামনা থাকলো।
সুপায়ন বড়ুয়া
দেনা পাওনা ধারি নাকো ধার
যা আছে তাই নিয়ে সুখী পরিবার।
সমস্যাটা অন্য জায়গায় দাদা
ব্যাংক লুট হরিলুট বলে সুযোগ সন্ধানীরা
অন্য ধান্ধায় ব্যস্ত আছে।
তা নিয়ে আমি শংকিত।
শুভ কামনা দাদা। ভাল থাকবেন সবসময়।
সুপায়ন বড়ুয়া
দেনা পাওনা ধারি নাকো ধার
যা আছে তাই নিয়ে সুখী পরিবার।
সমস্যাটা অন্য জায়গায় দাদা
ব্যাংক লুট হরিলুট বলে সুযোগ সন্ধানীরা
অন্য ধান্ধায় ব্যস্ত আছে।
তা নিয়ে আমি শংকিত।
শুভ কামনা দাদা।
আরজু মুক্তা
বাস্তবতার প্রতিফলন ঘটেছে এই কবিতায়।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ আপু সাথে থাকার জন্য।
শুভ কামনা। ভাল থাকবেন সবসময়।
জিসান শা ইকরাম
ব্যাংক সেক্টরে হরিলুট চলছে, হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে যায় বিদেশে। সেকেন্ড হোম বানায় লুট করা টাকায়।
কবিতার মাধ্যমে বাস্তবতা ফুটিয়ে তুললেন।
শুভ কামনা।
সুপায়ন বড়ুয়া
বিত্তশালীরা টাকার লোভে ছুটছে মরিচীকার পিছনে
ধন্যবাদ ভাইজান সাথে থাকার জন্য।
শুভ কামনা। ভাল থাকবেন সবসময়।
নাসির সারওয়ার
অনেক পুরানো একটা গান আছে –
” টাকা তুমি দেখতে গোল,
বাজাও তুমি গন্ডগোল”
আজকালকের টাকা আর গোল নেই,
তাই গগন্ডগোলও নেই।
আসুন, ভাগাভাগি করি।
সুপায়ন বড়ুয়া
তাইতো বলি ভাইটি আমার
মস্ত বড় কবি
গোল টাকা নিয়ে লিখল গান
করি ভাগা ভাগি।
শুভ কামনা। ভাল থাকবেন সবসময়।
ইসিয়াক
কঠিন বাস্তবতা কবিতায় ফুটে উঠেছে।
শুভকামনা।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ ভাইজান সাথে থাকার জন্য।
শুভ কামনা। ভাল থাকবেন সবসময়।
কামাল উদ্দিন
আমাদের দেশের বাস্তবতাই ফুটিয়ে তুলেছেন আপনার কবিতায় দাদা। যারা লুটেরা তারাই সুযোগ পাচ্ছে সাধারণ মানুষকে তারা ধারে কাছে ঘেষতে দেয় না।
সুপায়ন বড়ুয়া
ঠিক বলেছেন ভাইজান
লুটেরার কাজ লুটপাট করা
ছোট ছোট লুটেরাও বিশাল মহীরুহ ও প্রতিষ্টান ধ্বংস করছে।
ধন্যবাদ সাথে থাকার জন্য।
শুভ কামনা। ভাল থাকবেন সবসময়।
কামাল উদ্দিন
ধন্যবাদ দাদা, আপনিও ভালো থাকুন সব সময়।