
মানবগ্রন্থিতে রসের ধারা উছলিয়া ওঠে,
ক্ষণে ক্ষণে দ্রৌপদী প্রত্যুৎপন্নমতি আৎকে ওঠে।
নিমীলিত পলকে নিরুদ্ধ ভাবনার অজস্র দৃশ্য চিত্রিত-
জ্যা-এর নীলাভ দ্রাঘিমাতে ক্লান্ত পাখিরা নীড় খোঁজে,
অন্তঃসলিলা তটিনীতে আবির-ধারায় তৃষ্ণা শায়িত।
শ্বেত-শুভ্র আইভরিতে খোদিত সৌন্দর্য আয়োজন;
তপ্ত বিজনপ্রদেশে বেদুইন শ্যামলিমা এঁকে যায়।
পীথাগোরাসের উপপাদ্য শাস্ত্রীয় নকশার প্রতিপাদ্যে-
গৃধ্রের আগমনে বিউগলে করুণ আবহ ছক কষছে।
অতিযত্নে লালিত অর্কিডে- ভূমিতে মসের অন্ন লুন্ঠন,
চন্দ্রের অভিমানে নভোঃ দ্বীপে আঁধারের নিকষ-শিখা।
চিতাগ্নির দহনে দিবানিশি জ্বলছে হৃদয়ের-কাষ্ঠ ভান্ডার;
কৃষ্ণ বিনে রাধা বিরহের বাঁশরীতে অপেক্ষায় ন্যুজ্ব,
ভালোবেসে ললিতা অবরুদ্ধ জীর্ণশীর্ণ কুটিরে।
ভৈরবী আশাবরী সুর-মূর্ছনায় কিশোরীর উদোম পায়ে-
শিঞ্জনের ঝংকার চারদেয়ালে প্রতিধ্বনিত নিসর্গ রাত্রিতে।
অম্ভোধিতে বিষাক্ত-নাগিনের হলাহল বর্ষণধারায়-
ত্র্যম্বকের শ্বেত-সর্বাঙ্গে নীলাচল বিছায় সঙ্গোপনে।
৪১টি মন্তব্য
প্রদীপ চক্রবর্তী
বাহ্!
বারবার মুগ্ধ হয়ে কবিতাটি পড়লাম।
বেশ ভালো লিখেছেন দিদি।
.
দিদি কবিতাটি সনেট আকারে লেখার চেষ্টা করুন।
বেশ ভালো হবে।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা আপনার সুচিন্তিত মতামত এর জন্য। আমি ও ভেবেছিলাম তবে আরো সময় নিতে চাই। ভবিষ্যতে চেষ্টা করবো। ভালো থাকুন শুভ কামনা রইলো
মনির হোসেন মমি
প্রায় তিন মাস পর ব্লগে ঢুকেই চোখে পড়ল দিদির এ কবিতাখানি।ভাষার ব্যবহারে মুগ্ধ। পড়ে শান্তি পেলাম।চমৎকার লেখা।
সুপর্ণা ফাল্গুনী
ভাইয়া আপনাকে পেয়ে এতো দিন পরে খুউব ভালো লাগছে। অনেক অনেক মিস করেছি। আমার লেখা ভালো লেগেছে জেনে আনন্দিত বিমোহিত। আপনাদের অনুপ্রেরণা ও আশীর্বাদে ধন্য হই অবিরত। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইলো।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
মুগ্ধ হয়েছি দিদি। খুব ভালো লেখা।
শুভ কামনা রইল
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার নিয়মিত মন্তব্যের জন্য। খুব ভালো লাগে এমন পাঠক পাওয়া। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
বন্যা লিপি
পিথাগোরাসের সূত্রে ঘুরে ফিরে আবার সেই মানবিয় সনাতন অনুভূতির চিরন্তন অনভূতির প্রকাশ, পেটা বিনুনীর মজবুত গাঁথুনীর কাব্যো!
সাধারন পাঠকে দু একটা দাঁত নড়ে টড়ে যাবে নির্ঘাত। আমার তো দুইটা আক্কেল দাঁতে আগে থেকেই উধাও😁😁এবার পাশ্ববর্তী দাঁতের কি যে হবে কে জানে😊😊
সুপর্ণা ফাল্গুনী
🤣🤣 পরের বার দেখা হলে সবার আগে আপনার ৩২ খানা আক্কেল দাঁত হারিকেন জ্বালিয়ে খুঁজবো। আমার বন্যাপুর দাঁত কিছুতেই হারাতে দেবোনা। খুব ভালো লাগলো, আনন্দে আত্মহারা হয়ে গেলাম আপনার সুন্দর মন্তব্যের জন্য। অহর্নিশি শুভ কামনা রইলো
বন্যা লিপি
ও ছোটদিভাই! মাইনসের ৩২ খানা আক্কল দাঁত হইলে খবর হইয়া যাইবো😂 চাইরখান আক্কল দাঁত যহন সেই ক্লাশ নাইন থেকে শুরু করে টেন পর্যন্ত উঠছিলো, আমি পর্যায়ক্রমে মুখে গালো হাতচাপা দিয়ে রইছি। আমার বাঁদর মার্কা বান্তবিগুলা তখন ইচ্ছা কইরা হাসাইতো নয়তো কইতো- কবিতা শুনা, নতুন কি লিখছো শোনা। না পারতাম কথা কইতে, না পারতাম হাসতে, এত্ত ব্যাথা থাকতো মাড়ি ফুঁড়ে যখন দাঁত বের হতো😓😓
ওই রকম যদি বাকি আরো ২৮টাই উঠতো…….মরছিলাম আর কি!!!
সুপর্ণা ফাল্গুনী
হা হা হা। ঠিক ঠিক। আক্কেল দাঁতের কি যে যণ্ত্রনা সেটা কে না জানে? শুভ সকাল
সুপায়ন বড়ুয়া
আর পদ্য নয়
গদ্যে আনি মান
দিদির কবিতায় চেতন ফিরুক
আনুক সম্মান।
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
দাদা গদ্য আমার দ্বারা হয়না। কবিতাও অনেক চেষ্টা করে লিখি কারণ শব্দ নিয়ে খেলতে, জানতে ভালো লাগে তাও ছোট পরিসরে। অসংখ্য ধন্যবাদ দাদা পাশে থেকে অবিরাম অনুপ্রেরণা ও আশীর্বাদে সিক্ত করার জন্য। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
মোঃ মজিবর রহমান
শব্দের কঠিন গাথুনি টং টং দাত
উচ্চারণেই বুঝি যাবে মান সমেত
সুন্দর উপমায় গর্জিত কাব্য।
খুব ভাল লাগল পড়লাম অনেক দিন পর উকি দিলাম আমার প্রানের সোনেলায়।
সুপর্ণা ফাল্গুনী
বাহ্ পুরানো মানুষদের ফিরে পাচ্ছি এটা অনেক আনন্দের ব্যাপার। আজ একদিনেই মমি ভাই আর আপনাকে পেলাম। ভালো আছেন নিশ্চয়ই? সোনেলার সাথে আমি ও খুশি । অফুরন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ মন্তব্যে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
মোঃ মজিবর রহমান
সৃষ্টিকর্তার অসিম রহমতে সুস্থ আছি ভাল আছি। আপনারাও সুস্থ থাকুন ভাল থাকুন।
ছাইরাছ হেলাল
নিসর্গের রাত্রিতে রাধাদের কৃষ্ণ অবগাহন খুব ই দরকার।
তড়পানো হৃদয় যেন বিষাক্ত নাগিন।
এটি কঠিন লিখলে পাঠক কেঁদে দিবে কিন্তু!
সুপর্ণা ফাল্গুনী
সুন্দর মন্তব্যে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। পাঠক কাঁদবে কিনা জানিনা তবে আমি কাঁদবো আপনাদের ভালোবাসায়। ভালো থাকুন সুস্থ থাকুন আর আশীর্বাদ করুন আমার জন্য।
শায়লা খান
চমৎকার লিখেছেন সুহৃদ ভীষণ ভালো লাগল।
সুপর্ণা ফাল্গুনী
আপনার মন্তব্যে প্রচন্ড খুশি হলাম আপু। চেষ্টা করি কিন্তু কতটা ভালো হয় জানিনা। আপনাদের অনুপ্রেরণা ও আশীর্বাদে সিক্ত হতে চাই অবিরাম। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
খাদিজাতুল কুবরা
কঠিন ভাষায় লেখা বেশ কয়েক বার পড়েছি,
বিরহের দান সত্যিই নিদারুণ!
ভালোবেসে ললিতা অবরুদ্ধ জীর্ণ শীর্ণ কুটির,
ভালোবাসাহীন ঘর জীর্ণ শীর্ণই হয়।
দারুণ লিখেছেন দিদি।
সুপর্ণা ফাল্গুনী
চমৎকার বিশ্লেষণ। খুব ভালো লাগলো আপু। পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে। শুভ কামনা রইলো
ফয়জুল মহী
ভালো লাগলো পড়ে
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো আপনার জন্য
সাবিনা ইয়াসমিন
যদিও সব শব্দের অর্থ বুঝিনি, জানিও না। তবু্ও ভালো লাগলো। সবার কমেন্ট পড়ে টুকটাক বুঝে নিয়েছি 🙂
ভালো থাকুন,
শুভ কামনা 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
🙂🙂😇😇 । বিজ্ঞদের সব বুঝতে হয়না একটু বোঝা মানে সব বুঝে ফেলা। যেটুকু বুঝেছেন, মন্তব্য করেছেন এটাই আমার বড় প্রাপ্তি। ভালো থাকুন সুস্থ থাকুন। ভালোবাসা অবিরাম। 💓💓
মনোয়ারা সুলতানা সোনিয়া
বাহ্ খুব সুন্দর
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপনাকে । ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
সুরাইয়া পারভীন
আরো কয়েক বার পড়তে হবে
সাথে নিয়ে অভিধান
বাপরে বাপ কী শক্ত লেখা গো
এর পাঠোদ্ধার করা ভীষণ কঠিন
সুপর্ণা ফাল্গুনী
😇😇😇 অভিধান সংযুক্ত করতে হবে ! অনেক দিন পর মন্তব্য পেয়ে খুব ভাল লাগলো ধন্যবাদ আপনাকে। শুভ কামনা রইলো আপনার জন্য। শুভ সকাল
তৌহিদ
জ্যামিতি কষে কি সমাধান এলো? মন শান্ত হয়েছে? বাবারে বাবা, আমার নিজের মাথাই আউলায় গেলো। শান্তি শান্তি!
ভালো থাকুন আপু।
সুপর্ণা ফাল্গুনী
হা হা হা। সব তারই কৃপা ভাই। সে চাইলেই সমাধান অতি সহজেই হয়ে যায়। ওম শান্তি শান্তি! ভাইয়ার মাথা যেন ঠিক থাকে ভগবানের কাছে তাই প্রার্থনা তানা হলে এতো সুন্দর মন্তব্য কৈ পাবো? শুভ কামনা রইলো
তৌহিদ
যাক বোনের মাথা কুল হয়েছে এখন বুঝলাম। এভাবেই থাকুন ☺
সুপর্ণা ফাল্গুনী
আপনাদের অনুপ্রেরণা ও আশীর্বাদে মাথা কুল না হয়ে পারে? ধন্যবাদ ভাইয়া
আরজু মুক্তা
জ্যামিতি মানেই ঝামেলা। উদ্ভট।
ভালোবাসাও এখানে অগোছালো
কঠিন কবিতা
সুপর্ণা ফাল্গুনী
সত্যিই তাই। জ্যামিতি মানেই হিজিবিজি আর ভালোবাসাও অনেক সময় হিজিবিজি হয়েই ধরা দেয়। মন্তব্যে ধন্যবাদ আপু। শুভ কামনা রইলো
মাছুম হাবিবী
আমি ব্লগে বেশি আসিনা, অনেকদিন আগে এসে আপনার একটি লেখা পড়েছিলাম। সেই সময় লেখাটি তেমন হৃদয়ে টাচ করেনি। কিন্তু আজকের লেখাটি পড়ে মনে হচ্ছে জীবন্ত জীবনানন্দ দাসের কবিতা পড়ছি। কবিতাটি অনেক কঠিন। তবে অর্থ বুঝে পাঠ করলে তার বর্ণনা শেষ করা যাবে নাহ।
শুভ কামনা আপু
সুপর্ণা ফাল্গুনী
ভাইয়া আমি এতোটা ভালো লিখি না বা ভালো কবিও না। আর লেখাকে আমি অতটা সময় ও দেইনা। চেষ্টা করি আমার সর্বোচ্চ টা দেবার যেটাই লিখিনা কেন । সবসময় ভালো লেখা বের ও হবেনা এটাই স্বাভাবিক। জীবনানন্দের উপমা টা একটু বেশি হয়ে গেল আমার জন্য। নতুন নতুন শব্দ খুঁজি প্রতিনিয়ত সেটাই সাজিয়ে তুলি কতটা সফল আর কতটা ব্যর্থ সেটা বিচারের দায়িত্ব পাঠকের। আপনাদের মূল্যবান মতামত আমার জন্য অনুপ্রেরণা ও আশীর্বাদ স্বরূপ। তবে আমি চেষ্টা করবো আপনাদের ভালো লাগাটা ধরে রাখতে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো। নিয়মিত মন্তব্য চাই
সুরাইয়া নার্গিস
বাহ্! চমৎকার লিখছেন দিদি ভাই।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন সবসময়
সাজেদুল হক
ভালোবেসে ললিতা অবরুদ্ধ জীর্ণ কুটিরে
আহ্ দারুণ…..
ভালো লাগলো কবিতাটি।
যদিও কঠিন কঠিন শব্দে বোনা তথাপিও।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো