তুমি বলেছিলে,”বাংলা তোমায় মানায় না,
বাঙ্গালী মানে আনকালচারড,ফেলনা।
রূপের বড় অভাব,
সেকেলে ভাবটা আজো গেলোনা।”
আমি শুনেছিলাম,ক্ষুব্ধ হয়েছিলাম;
লুকিয়ে রেখে ক্রোধ, প্রশ্ন করেছিলাম,
“এই কি তোমার বিবেক?
এই কি তোমার বোধ?”
ইতিহাসের পাতা উল্টে দেখো,
পিছন ফিরে তাকাও
খুব বেশি দূর নয়,
বাহান্ন সালের ক্যালেন্ডারের পাতায়
চোখ রাখো ফেব্রুয়ারীতে,উত্তপ্ত ঢাকার রাজপথে;
আমার মায়ের কন্ঠ রোধ করতে চেয়েছিলো হায়েনেরা
আমার তৃষ্ণার্ত হৃদয়ের কামনাকে খুন করে
উর্দু নামক বিষ তুলে দিতে চেয়েছিলো শকুনিরা।।
বিষাক্ত,নীলাভ কুৎসিত কিছু হায়েনা
হন্তারকের বেশে ঘোরে পথে পথে,
বেয়োনেট হাতে,বুট ঠুকে ঠুকে,
বাজায় মৃত্যুর দামামা;
ওদিকে শিমুল তলে, মৃত্যুর শপথ নিয়ে
রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সালাম-বরকতেরা
নেমে আসে রাজপথে
গর্জে ওঠে মিছিলে শ্লোগানে।
রক্তের দাগ?
একুশ তারিখে ফিরে যাও
বেয়োনেটের মুখে,স্বপ্নচারীদের ভিড়ে
দেখতে আমায় পাও?
আমিই রফিক, আমিই বরকত-সালাম
রক্তমাখা বুক চিতিয়ে গাইছি বাংলার জয়গান।
কৃষ্ণচূড়ার লাল, রক্তের লাল মিশে একাকার
একুশ তারিখেই ছিনিয়ে এনেছি ভাষার অধিকার।।”(অসমাপ্ত)
১৬টি মন্তব্য
মা মাটি দেশ
(y) বায়ান্নের ভয়াবহতা আর নর পিচাসদের অত্যাচার খুব ভালো লাগল।
নীলকন্ঠ জয়
ধন্যবাদ মা মাটি দেশকে। শুভেচ্ছা জানবেন । -{@
ছাইরাছ হেলাল
এত সুন্দর লেখা অসমাপ্ত কেন !
রফিক ছালামদের ত্যাগ ই আমাদের পথিকৃৎ ।
নীলকন্ঠ জয়
ভেবেছিলাম আর লিখবো না। কিন্তু শেষ করে ফেলবো।
ঠিক বলেছেন ভাষা শহীদেরাই আমাদের পথ চলার পথিকৃৎ । তবে কিছু মানুষ বাংলা ভাষাকে খুব নোংড়ামির পর্যায়ে নিয়ে যাচ্ছে।
ধন্যবাদ।
"বাইরনিক শুভ্র"
আমরা বাঙালী একটা স্বতন্ত্র জাতি এটা মানুষ বুঝেছিল ৫২ এর পর ।
ভালো লেগেছে ।
নীলকন্ঠ জয়
ঠিক বলেছেন শুভ্র আপনি। সহমত। -{@
ধন্যবাদ ।
শুন্য শুন্যালয়
অনেক ভালো লেখা বরাবরের মতোই …সমাপ্ত করুন..শুভকামনা -{@
নীলকন্ঠ জয়
ধন্যবাদ শুন্য। শেষ করে পোষ্ট দিবো। -{@
রিমি রুম্মান
আমরা সেই গর্বিত জাতি, যাদের পূর্ব পুরুষরা ভাষার জন্য জীবন দিয়েছিল। বাংলাকে যারা হেলা’র চোখে দেখে, তারা মনে প্রানে বাঙালী নয়___ আমি নিশ্চিত। সুন্দর কবিতা। ধন্যবাদ কবি।
নীলকন্ঠ জয়
ঠিক বলেছেন। যারা বাংলাকে অবহেলার চোখে দেখে তারা নিঃশেষ হয়ে যাক।
শুভেচ্ছা জানবেন।
জিসান শা ইকরাম
২১ আমাদের জাতি সতবার প্রথম বিস্ফোরিত চেতনা ।
কবিতা ভালো হয়েছে ।
চলুক ।
নীলকন্ঠ জয়
ধন্যবাদ প্রিয় ভাইয়া। -{@
আদিব আদ্নান
ভাষা শহীদের স্বপ্নের সঠিক বাস্তবায়ন আমারা এখনও করতে পারিনি ,
আর দায় আমাদেরই ।
নীলকন্ঠ জয়
এই দায় এড়াতে আসুন সবাই প্রিয় মাতৃভাষাকে বাঁচাতে শপথ করি।
খসড়া
এমন কবিতাইতো চাই রক্ত গরম করা চেতনা শানিত করা। ধন্যবাদ।
নীলকন্ঠ জয়
শুধু কবিতায় নয় , বাস্তবে রুপ দিতে হলে একত্রে আন্দোলন করতে হবে।।