আজ হটাৎ করেই অনেক কান্না পাচ্ছিলো। নিজেকে অনেক অসহায় মনে হচ্ছিলো। মনে হচ্ছিল অতি আপন কাউকে জরিয়ে ধরে চিৎকার করে কাঁদি। প্রতিনিয়তই বিভিন্ন দোষ ত্রুটির জন্য কারো না কারো কাছে ক্ষমা চাওয়া হয়। জীবনের একান্ত কাছের মানুষ বাবা-মার সাথে জেনে বা না জেনে এমন অনেক আচরণ করা হয় যাতে তারা কষ্ট পান। কিন্তু তাদের মনে কষ্ট দেওয়া সত্ত্বেও ক্ষমা চাওয়া হয় না। ক্ষমা চেতে নিজেকে ছোটো মনে হয় না। দোষ বুঝতে পারার পরপরই বা মাঝে মাঝে না বুঝেই সবার কাছে ক্ষমা চেয়েছি এমনকি বাবা মার কাছেও। তারপরও আজ অনেক খারাপ লাগছিল মনে মনে কাঁদছিলাম। বাবাকে ফোন দিয়ে বললাম ”বাবা আমার হয়তো অনেক কাজে কথায় কষ্ট পেয়েছিলে, আমাকে ক্ষমা করে দাও আর মা কেও বলে দিয়ো তাকে কষ্ট দেওয়ার জন্য দুঃখিত,আমাকে যেন ক্ষমা করে দেয় ………………।। ”
বাবা আমার কথার প্রেক্ষিতে অনেক কিছু বুঝালেন । তার কথা গুলো শুনছিলাম আর চোখ দিয়ে অঝর ধারায় অশ্রুর ঝর্ণা ঝরছিল। হৃদয় ফেটে যাচ্ছিল তবু একটুও শব্দ করিনি, বুঝতে দেইনি আমি কাঁদছি।
বাবা – মা কখনই সন্তানের দোষকে বড় করে দেখেন না। এটা পিতৃত্ব কিংবা মাতৃত্বের মহত্ব। লেখাগুলো পড়ে খুব আবেগ প্রবণ হয়ে পড়েছিলাম।
এবার ছুটি বেশি থাকা স্বত্ত্বেও বাবা-মা’র সাথে রাগ করেই বাড়ি থেকে ঢাকায় ফিরেছি। বাসে ব্যসে নিজের মনের সাথে অনেক যুদ্ধ করেছি। নিজের কাছে নিজেকে খুব অপরাধী মনে হয়েছে। কিন্তু সেই বাবা-মা এত কষ্ট দেওয়ার পরও দুপুরে/রাতে ফোন দিয়ে খেয়েছি কিনা/ঠিক মত পৌছেছি কিনা ঠিকি খবর নিলো। ঐদিন অনেক কেদেছিলাম নিজের হীনমন্যতার জন্য। আজ আবার।
অনেক অনেক শুভেচ্ছা জানবেন। আপনার বাবা-মাকে আমার সালাম জানাবেন।
ক্ষমা চাওয়ার সাথে দায়িত্ব এর কোন সম্পর্ক নেই। দায়িত্ব পালন করতে গিয়ে অথবা অন্য কোন কারনে যে ভুল গুলো হয়ে যায় যাতে অন্যরা কষ্ট পান সেক্ষেত্রে ক্ষমা চেয়ে নিলে তাদের মনে না হলেও অন্তত পক্ষে নিজের মনে শান্তি পাওয়া যায়।
কখনো চেয়েছি বলে মনে পড়ছে না, তবে সবসময় অনুভব করি তাদের কস্ট গুলো, আর যে কস্ট তাদেরকে দিয়েছি তারজন্য নিজেই অনেক অনুতপ্ত হয়েছি, আর যেন কস্ট না দেই এভাবে নিজের কাছে পন করেছি… জানিনা এটুকু যথেস্ট কিনা… অনেক শ্রদ্ধা আপনাকে…
বাবা মায়ের সাথে কোন অন্যায় করলে নিজকে সবচেয়ে বেশি অপরাধী মনে হয় । তখন আর নিজকে ক্ষমা করতে পারিনা । অনেক কষ্ট হয় , আবার যখন বাবা মায়ের সাথে হাসি মুখে কথা বলি তারা সাবধানে চলা চল করতে বলে , ঠিক মত খাবার খেতে বলে , ভালো বন্ধুদের সাথে চলা ফেরা করতে বলে তখন আবার অনেক ভালো লাগে । (3
১৫টি মন্তব্য
জিসান শা ইকরাম
বাবা মা এর কাছে ক্ষমা আসলে চাওয়া হয় না
সব সময় ভাবি বাবা মা তো ক্ষমা করেই দেন – যেহেতু তাঁরা বাবা মা
কিন্তু ক্ষমা চাওয়া উচিৎ আমাদের ।
আপনার একান্ত অনুভুতিকে শ্রদ্ধা জানাই ।
আমার স্বপ্ন ও মনের কথা
ক্ষমা ছেয়েছিলাম অনেকবার কিন্তু তারপরও কেন জানিনা মনেহচ্ছিল ক্ষমা চাওয়া হয়নি তাইতো ফোন দিয়ে বলতে গিয়ে হু হু করে কাঁদতে ইচ্ছা করছিলো, কাঁদছিলাম তবে নীরবে বুঝতে দেইনি।
বাবাও ঠিক আপনার মতই বললেন তারা আমাদের অন্যায় কে ভুল মনে করে ক্ষমা করে দেন। আমিও জানতাম এ কথা তারপরও কেন যেন মনে হচ্ছিল ক্ষমা চেয়ে নেই।
নীলকন্ঠ জয়
বাবা – মা কখনই সন্তানের দোষকে বড় করে দেখেন না। এটা পিতৃত্ব কিংবা মাতৃত্বের মহত্ব। লেখাগুলো পড়ে খুব আবেগ প্রবণ হয়ে পড়েছিলাম।
এবার ছুটি বেশি থাকা স্বত্ত্বেও বাবা-মা’র সাথে রাগ করেই বাড়ি থেকে ঢাকায় ফিরেছি। বাসে ব্যসে নিজের মনের সাথে অনেক যুদ্ধ করেছি। নিজের কাছে নিজেকে খুব অপরাধী মনে হয়েছে। কিন্তু সেই বাবা-মা এত কষ্ট দেওয়ার পরও দুপুরে/রাতে ফোন দিয়ে খেয়েছি কিনা/ঠিক মত পৌছেছি কিনা ঠিকি খবর নিলো। ঐদিন অনেক কেদেছিলাম নিজের হীনমন্যতার জন্য। আজ আবার।
অনেক অনেক শুভেচ্ছা জানবেন। আপনার বাবা-মাকে আমার সালাম জানাবেন।
আমার স্বপ্ন ও মনের কথা
ধন্যবাদ আপনাকে 🙂
খসড়া
ক্ষমা চাইলেই কি দায়িত্ব শেষ হয়ে যায়।:)
আমার স্বপ্ন ও মনের কথা
ক্ষমা চাওয়ার সাথে দায়িত্ব এর কোন সম্পর্ক নেই। দায়িত্ব পালন করতে গিয়ে অথবা অন্য কোন কারনে যে ভুল গুলো হয়ে যায় যাতে অন্যরা কষ্ট পান সেক্ষেত্রে ক্ষমা চেয়ে নিলে তাদের মনে না হলেও অন্তত পক্ষে নিজের মনে শান্তি পাওয়া যায়।
শুন্য শুন্যালয়
কখনো চেয়েছি বলে মনে পড়ছে না, তবে সবসময় অনুভব করি তাদের কস্ট গুলো, আর যে কস্ট তাদেরকে দিয়েছি তারজন্য নিজেই অনেক অনুতপ্ত হয়েছি, আর যেন কস্ট না দেই এভাবে নিজের কাছে পন করেছি… জানিনা এটুকু যথেস্ট কিনা… অনেক শ্রদ্ধা আপনাকে…
আমার স্বপ্ন ও মনের কথা
ধন্যবাদ
কিন্তু মনস্থির করা সত্ত্বেও অনেক ভুল হতে পারে।
ভুল বুঝতে পারার পার ক্ষমা চেয়ে নিলে মনে অনন্দ পাবেন।
ছাইরাছ হেলাল
বাবা-মা বাবা-মাই , এর বিকল্প তৈরী হয়নি হয়না ।
আমার স্বপ্ন ও মনের কথা
ঠিক বলেছেন
বাবা মা এর মত কেউ হয় না।
লীলাবতী
বাবা মার কাছে ক্ষমা চাওয়া হয়নি । আপনার লেখা পড়ে এখন চাবো । ধন্যবাদ আপু । -{@
আমার স্বপ্ন ও মনের কথা
ধন্যবাদ আপনাকে সিধান্ত নেওয়ার জন্য। (3
তুমি আমি এক
বাবা মায়ের সাথে কোন অন্যায় করলে নিজকে সবচেয়ে বেশি অপরাধী মনে হয় । তখন আর নিজকে ক্ষমা করতে পারিনা । অনেক কষ্ট হয় , আবার যখন বাবা মায়ের সাথে হাসি মুখে কথা বলি তারা সাবধানে চলা চল করতে বলে , ঠিক মত খাবার খেতে বলে , ভালো বন্ধুদের সাথে চলা ফেরা করতে বলে তখন আবার অনেক ভালো লাগে । (3
আমার স্বপ্ন ও মনের কথা
বাবা মা সন্তানের হাসি অনেক ভালবাসেন। তাইতো তারা সন্তানের মুখের হাসি দেখলে সব ভুলে যান ।
ধন্যবাদ সাথে থাকার জন্য।
আমার স্বপ্ন ও মনের কথা
বাবা ও মা জগতের সবথেকে বড় ভালো বন্ধু যারা কখনো নিজ সন্তানের অমঙ্গল চান না।
-{@ -{@ ধন্যবাদ সবাইকে সাথে থেকে অনুভূতি গুলো ভাগাভাগি করে নেওয়ার জন্য। -{@ -{@