বাবা মার কাছে ক্ষমা

সীমা সারমিন ১৯ অক্টোবর ২০১৩, শনিবার, ০৭:১০:১৬অপরাহ্ন একান্ত অনুভূতি ১৫ মন্তব্য

আজ হটাৎ করেই অনেক কান্না পাচ্ছিলো। নিজেকে অনেক অসহায় মনে হচ্ছিলো। মনে হচ্ছিল অতি আপন কাউকে জরিয়ে ধরে চিৎকার করে কাঁদি। প্রতিনিয়তই বিভিন্ন দোষ ত্রুটির জন্য কারো না কারো কাছে ক্ষমা চাওয়া হয়। জীবনের একান্ত কাছের মানুষ বাবা-মার সাথে জেনে বা না জেনে এমন অনেক আচরণ করা হয় যাতে তারা কষ্ট পান। কিন্তু তাদের মনে কষ্ট দেওয়া সত্ত্বেও ক্ষমা চাওয়া হয় না। ক্ষমা চেতে নিজেকে ছোটো মনে হয় না। দোষ বুঝতে পারার পরপরই বা মাঝে মাঝে না বুঝেই সবার কাছে ক্ষমা চেয়েছি এমনকি বাবা মার কাছেও। তারপরও আজ অনেক খারাপ লাগছিল মনে মনে কাঁদছিলাম। বাবাকে ফোন দিয়ে বললাম ”বাবা আমার হয়তো অনেক কাজে কথায় কষ্ট পেয়েছিলে, আমাকে ক্ষমা করে দাও আর মা কেও বলে দিয়ো তাকে কষ্ট দেওয়ার জন্য দুঃখিত,আমাকে যেন ক্ষমা করে দেয় ………………।। ”

বাবা আমার কথার প্রেক্ষিতে অনেক কিছু বুঝালেন । তার কথা গুলো শুনছিলাম আর চোখ দিয়ে অঝর ধারায় অশ্রুর ঝর্ণা ঝরছিল। হৃদয় ফেটে যাচ্ছিল তবু একটুও শব্দ করিনি, বুঝতে দেইনি আমি কাঁদছি।

৩৪২৬জন ৩৪২৬জন
0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ