
জুঁইঘ্রাণ হারিয়ে যাবে!
বসন্ত নেই বলে
তা হতেই পারেনা,
কাঁদতে বসে কুঁই কুঁই করে
ভর্ৎসনা! সে হবে না,
বসন্ত আমার চাইই,এক্ষুণি
এই করোনা কালেও;
তোমার ঘ্রাণ তীব্রতা,
রৌদ্র উল্লাস,
আমার ঘুম কেড়ে নেয়।
কাঁপা হৃদয়ে অহোরাত্রি
তোমার-ই অপেক্ষায়, এই আমি।
ফিরে এসো বলছি, এক্ষুণি,
অপেক্ষা হৃদয়ে।
লুকিয়ে যাওয়া, লুকিয়ে থাকা
অদম্য স্বাস্থ্যের তুমুল বসন্ত
আমার চাইই।
* ছবি- নেট থেকে
৪২টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
বাপরে! এমন জোর দিয়ে বসন্তকে চাওয়া একমাত্র আপনি পারেন। ধন্যবাদ ভাইয়া শুভ কামনা রইলো। শুভ রাত্রি
ছাইরাছ হেলাল
হুট করে লিখে ফেলা, বিচ্ছিন্ন ভাবনা থেকে, যা লিখিনা সাধারণত।
বসন্ত-চাওয়া আমাদের হৃদয়ে আমরা বহন করি-ই।
ভাল থাকুন, নিরন্তর। প্রথম হয়ে।
সাবিনা ইয়াসমিন
বসন্ত আমার চাই-ই
কুহুতান কোকিলের গানে,
তারা ভরা রাতের চাঁদের দহনে,
রোদ-জ্বলা ছাড়খার দুপুরেও..
একেলা বিহনে-বিহানের ক্ষণে,
সান্ধ্য বাতায়নে
সোনালী প্রদীপের ঝলকে উঠা শিখার আলোয়,
পুরুষ্ট বসন্ত আমারই চাই,
এলোমেলো করা মন তরঙ্গে শুনতে চাই
তোমারই পদধ্বনি,
এসো বসন্ত, চিরচেনা ফাগুন রঙে
রাঙাবো হৃদয় এবেলায় – ওবেলাতেও
বসন্ত আমার চাই-ই
এক ফাগুন বসন্ত আমার লাগবে-ই..
ছাইরাছ হেলাল
এমন সুন্দর চাওয়াটি সবার মাঝে ছড়িয়ে দিতে পোস্ট আকারে-ই দিয়ে দিন।
সবাই সাথি হোক বসন্ত-চাওয়ায়।
জৈষ্ঠের বসন্ত আপনার কোন কামে লাগবে কে জানে।
নিরাপদে রোজায় থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
মন্তব্য টি খুব মজার । জৈষ্ঠ্যের বসন্ত বিষয়টি নতুন ভাবনা দিলো। ধন্যবাদ ভাইয়া
সাবিনা ইয়াসমিন
মহারাজ, এটা কমেন্টে দিয়েছি। এখানেই।
আমি জানি, সোনেলা আপনার লেখাটির সাথে এই কমেন্টও যতনে রাখবে।
আপনিও ভালো থাকবেন। প্রতিদিনের প্রতিবেলার দোয়ায় আমাকেও রাখবেন।
শুভ কামনা অগুনতি দিলাম 🌹🌹
ছাইরাছ হেলাল
@সুপর্ণা—–
বোশেখ আর জ্যৈষ্ঠ! ঐ এক ই কথা। বসন্ত-ভাব এলেই হয়।
ছাইরাছ হেলাল
জ্বি, মন্তব্য এখানেই দিয়েছে অবশ্যই।
তবে সবার হোক সেটি-ই চাইছি বলেই অমন করে বলা।
অবশ্যই যত্ন প্রাপ্য, পাবেন বলেও মানি।
অবশ্যই ভাল থাকবেন।
সঞ্জয় মালাকার
লুকিয়ে যাওয়া, লুকিয়ে থাকা
অদম্য স্বাস্থ্যের তুমুল বসন্ত
আমার চাইই।
ছাইরাছ হেলাল
পড়ার জন্য ধন্যবাদ।
ফয়জুল মহী
চমৎকার
ছাইরাছ হেলাল
ইহা ফেসবুক না।
ইসিয়াক
আসুক বসন্ত । প্রেমময় হোক আপনার জীবন।
ভালো লাগলো।
ছাইরাছ হেলাল
সে প্রত্যাশা সবারই থাকে।
ভাল থাকবেন।
ইঞ্জা
তোমার ঘ্রাণ তীব্রতা,
রৌদ্র উল্লাস,
আমার ঘুম কেড়ে নেয়।
আহা কি রোমান্টিকতা ভাইজান, চমৎকার লিখলেন।
ছাইরাছ হেলাল
এতো আপনার দেখাদেখি!
যা কড়া গল্প পড়তেছি আপনার, তার প্রভাব এড়ানো সহজ না, ভাই।
ভাল থাকবেন কিন্তু।
ইঞ্জা
😆 ভাইজান, মাঝে মাঝে গল্পের খাতিরে রোমাঞ্চ তো আসবেই, যেমন কবিতায় এলো। 😉
ছাইরাছ হেলাল
আমি তো ভাইয়ের দেখাদেখি ইট্টু ট্রাই দিলাম।
সুপায়ন বড়ুয়া
বসন্ত আসুক ফিরে
আপনার জীবনে বারে বারে।
মনোকামনা পূর্ণ হোক।
শুভ কামনা।
ছাইরাছ হেলাল
সবার জীবনে বসন্ত ফিরে ফিরে আসুক তাই ই চাই।
ভাল থাকবেন আপনি।
সুরাইয়া পারভীন
এই দুর্বিষহ দুর্যোগ কেটে গিয়ে
বসন্ত ঠিকই আবার আসবে ফিরে
প্রাণবন্ত সবুজের সমারোহে
বাহারী ফুলের সৌরভে
ভ্রমরের গুন গুন গুঞ্জরণে
কোকিলের মিষ্টি মধুর কহুতানে
জানি না সেদিন
বসন্ত বিলাসের জন্য এই ধরাধামে রইবো কি-না
তবুও আসুক বসন্ত নব উদ্যমে অপরূপ সৌন্দর্যে
ছাইরাছ হেলাল
বসন্ত নিজ নিয়মে ফিরে ফিরে আসে/আসবে,
থাকি বা না-থাকি, এটিই নিইয়ম।
বসন্তের প্রত্যাশা আমারা হৃদয়ে বহন করি-ই।
শুভেচ্ছা আপনাকে।
সুরাইয়া নার্গিস
দারুন একটা লেখা পড়লাম কবি! মুগ্ধ হলাম।
“আকাঁপা হৃদয়ে অহোরাত্রি
তোমার-ই অপেক্ষায়, এই আমি।
ফিরে এসো বলছি, এক্ষুণি,
অপেক্ষা হৃদয়ে।”
অসাধারন লাগছে ভাইয়া..!
ভালো থাকবেন, সাবধানে থাকবেন।
ছাইরাছ হেলাল
‘আকাঁপা’ না কিন্তু!!
দারুন কী না জানিনা, গরগর করে লিখে ফেলা, ভাবনা বিহীন ভাবে।
নিয়মিত পাঠক কে শুভেচ্ছা।
কামাল উদ্দিন
গতকালকে শুনলাম কোকিল ডাকছে। হিসেব মিলিয়ে দেখলাম এখন গ্রীষ্মকাল। এবার আমিও আপনার সাথে সূর মিলিয়ে বলতে চাই বসন্ত নেই বলে কোকিল ডাকবেনা তা হতেই পারেনা…………
ছাইরাছ হেলাল
হৃদয়ে(লেখায়) বসন্ত এলে কোকিল আসুক/থাকুক বা না থাকুক
কিচ্ছু আসে যায় না।
ভাল থাকবেন।
কামাল উদ্দিন
হৃদয় এখন বন্ধি ঘরে ছটফটাইয়া মরে
ছাইরাছ হেলাল
বন্দিত্ব তো শ্যাষ!
সাবধান কিন্তু।
তৌহিদ
যেরকম সময় যাচ্ছে তাতে বসন্ত খুব দরকার আমাদের। আহা! কতদিন মুক্ত হাওয়ায় নিঃশ্বাস নিতে পারিনি!
ছাইরাছ হেলাল
মুক্তির নিঃশ্বাসের অপেক্ষা আমাদের সবার-ই।
কত দিন নিঃশাস নেই নি গুনে রাখিনি।
ভাল থাকবেন।
জিসান শা ইকরাম
যে কোনো সময়ই বসন্ত আসতে পারে।
বসন্ত কালেই যে মনে বসন্ত আসতে হবে এমন কোনো কথা নেই।
বসন্তের মাঝেই থাকা উচিৎ সবার,
করোনা কালেও।
ছাইরাছ হেলাল
গুড, বসন্ত দিন ক্ষণ মেনে চলে না। সে স্বাধীন।
তা তো করোনা কালেও আমাদের বাঁচিয়ে রাখে।
মাছুম হাবিবী
এই করোনা কালে আপনার মত আমরাও রাঙিন হতে চাই বসন্তের রঙে দাদা ভাই। অনেক সুন্দর একটি কবিতা
ছাইরাছ হেলাল
করোনা সময়ে এটি খুব জরুরী প্রকৃতির দিকে তাকানো, বেঁচে থাকার তাগিদে।
ধন্যবাদ, ভাল থাকবেন।
শিরিন হক
বসন্তের কোকিল ডেকে গেলো যেনো।
একটা না হাজারো বসন্তের আবিরে ভরে উঠুক মন
ছাইরাছ হেলাল
বাহ্ খুব সুন্দর করে বলেছেন দেখছি।
বসন্তের আবির ছুঁইয়ে যাক আমাদের সবাইকে, এই করোনা কালে।
মাহবুবুল আলম
“জুঁইঘ্রাণ হারিয়ে যাবে!
বসন্ত নেই বলে
তা হতেই পারেনা”
অবশ্যই জুঁইঘ্রাণ ছাড়াই বসন্ত উদযাপন হবে।
কবিতা ভাল লাগলো।
শুভেচ্ছা রইলো ।
ছাইরাছ হেলাল
আশাবাদ ই আমাদের জীবনের এক মাত্র পাথেও।
পড়ার জন্য ধন্যবাদ, নিরাপদে থাকবেন আপনি।
হালিম নজরুল
মুগ্ধতা রইল।
ছাইরাছ হেলাল
অবশ্যই ধন্যবাদ।
হালিম নজরুল
আলহামদুলিল্লাহ
ছাইরাছ হেলাল
আমিন।