
শান্তা: চলো প্রবাল আজ দুরে কোথাও যাই
প্রবাল: আচ্ছা চলো
শান্তা: আমার সব কথায় তুমি আচ্ছা বলো কেন?
প্রবাল: তো কি বলবো?
শান্তা: মাঝে মাঝে প্রশ্ন করতে হয়, বুঝলে?
প্রবাল: যেমন?
শান্তা: এই যেমন বললাম চলো, তুমি জিজ্ঞেস করবে না কোথায় যাবো?
প্রবাল: না জিজ্ঞেস করব না, তুমি কি আমায় ভালো না লাগার জায়গায় নিয়ে যাবে?
শান্তা: না, তা নেবো না। তবে আজ তোমার পছন্দের জায়গায় নিয়ে যাবে।
প্রবাল: আমার পছন্দের জায়গায়? সে তো বহুদুর, যেথায় আছে নৈসর্গিক গ্রামের মাঝে একটি স্বপ্নীল বাড়ি। তোমার যেতে কস্ট হবে।
শান্তা: হোক কস্ট, তবুও আমি যাবো। তুমি সাথে আছো, আমার কস্টকে কষ্টই মনে হবে না।
প্রবাল: আচ্ছা চলো
শান্তা: তোমার কাছে একটি প্রশ্ন প্রায়ই করি, তুমি উত্তর দাও না কেন?
প্রবাল: কোন প্রশ্ন?
শান্তা: আমাকে তুমি রেখেছ কোথায়?
প্রবাল: এত দিনেও তা তুমি বোঝোনি?
শান্তা: বুঝলেও তোমার কাছে শুনতে ইচ্ছে করে।
প্রবাল: আচ্ছা শোনো, তুমি আমার মুক্তা। পেয়েছ উত্তর?
শান্তা: মানে কি? তুমি তো আমাকে প্রায়ই আদর করে মুক্তা ডাকো। এর সাথে রাখার কি সম্পর্ক?
প্রবাল: আমি ঝিনুক, তুমি মুক্তা। আমার বুকের শক্ত খোলসের অভ্যন্তরের সবচেয়ে নরম স্থানে তোমাকে রেখেছি।
শান্তা: ভালোবাসি তোমাকে অনেক প্রবাল।
প্রবাল: আমিও ভালোবাসি তোমাকে
শান্তা: আর কতদুর নিয়ে যাবে আমায়?
প্রবাল:এইত কাছেই চলে এসেছি। ভয় করছে?
শান্তা:কিসের ভয়? তোমাতে সমর্পন করেছি নিজেকে। রক্ষা তো তুমি করবে?
প্রবাল: আচ্ছা।
শান্তা:জানো প্রবাল,তুমি সাথে থাকলে তোমার মুখের দিকে তাকিয়ে থাকি শুধু, আমার অন্য কিছুতে মন থাকেনা। মনে হয় এই জগতে শুধু আমরা দুজন।
প্রবাল: আমার মুখ থেকে দৃষ্টি ফিরিয়ে এবার সামনে তাকাও।
শান্তা: ওয়াও, এতো স্বর্গের চেয়েও সুন্দর।
প্রবাল: ওই বাড়িটা চাই তোমার?
শান্তা: হ্যা চাই। আমাদের দুজনের হোক বাড়িটা।
প্রবাল: আমাদের দুজনেরই তো বাড়িটা।
শান্তা: তাই? এই গ্রামের নাম কি?
প্রবাল: স্বপ্নপুর
শান্তা: আর বাড়িটার নাম?
প্রবাল: স্বপ্নীল
শান্তা: চলো একসাথে দুজনেই প্রবেশ করি দরজা খুলে।
প্রবাল: আচ্ছা 🙂
২৬টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
ওয়াও। কি সুন্দর বাড়ি। প্রবাল শান্তার প্রেম অসাধারণ। খুব ভালো লাগলো দাদা ভাই। ভালো থাকুন সুস্থ থাকুন
জিসান শা ইকরাম
ধন্যবাদ ছোট দি,
প্রবাল আর শান্তার প্রেম চলমান থাকবে।
শুভ কামনা।
ফয়জুল মহী
অনুপম, অতুলনীয় লেখা।
জিসান শা ইকরাম
ধন্যবাদ মহী ভাই,
শুভ কামনা।
সুরাইয়া পারভীন
ওয়াও দারুণ!
এমন একটা বিশ্বস্ত ঝিনুকের বুকের শক্ত খোলসের অভ্যন্তরের সবচেয়ে নরম স্থানে জায়গা পেলে এই এক জীবনে সত্যিই আর কিছু চাওয়ার থাকে না।
জিসান শা ইকরাম
শান্তারও তেমন ধারনা।
ধন্যবাদ ছোট আপু।
শুভ কামনা।
তৌহিদ
বাবারে বাবা শান্তা প্রবালের প্রেম দেখে হিংসে হচ্ছে খুব!! ভালোবাসাতো এমনই হয়। বাড়িটি খুব পছন্দ হয়েছে। এমন বাড়িতে সারাদিন বসে শুধু প্রেম নিবেদন করা ছাড়া আর কিচ্ছুটি হবেনা।
জিসান শা ইকরাম
হিংসে করা ভালো নয় 😉
শান্তা প্রবাল তো তাইই করছে, শুধু প্রেম আর প্রেম।
শুভ কামনা তৌহিদ ভাই।
রেহানা বীথি
কী মিষ্টি প্রেম দু’জনের! খুব ভালো লাগলো ভাইয়া। তবে সুধু নয়, শুধু।
জিসান শা ইকরাম
হ্যা, মিষ্টি প্রেমের গল্প।
আমার প্রচুর বানান ভুল হয়, দেখা মাত্র বলে দিবেন আপু।
ধন্যবাদ,
শুভ কামনা।
শবনম মোস্তারী
গল্পের নামটা খুব পছন্দ হয়েছে।
কারণ এই গান টা আমার অনেক পছন্দ..😃
গ্রামের নাম, বাড়ি এবং বাড়ির নাম আরো বেশি পছন্দ হয়েছে।
সব মিলিয়ে অসাধারন..
জিসান শা ইকরাম
গানটা আমি গতকালই শুনেছি প্রথম।
ধন্যবাদ আপু।
শুভ কামনা।
সুপায়ন বড়ুয়া
ঝিনুক মুক্তার রসায়নটা মন্দ না।
গানে গানে পূরণ হোক তাদের মনোবাসনা।
আর আপনার জন্য ও শুভ কামনা।
জিসান শা ইকরাম
ধন্যবাদ দাদা,
শুভ কামনা।
এস.জেড বাবু
মিষ্টি প্রেম- দুয়ার খুলে হারিয়ে যাক স্বপ্নপুরীতে।
ইচ্ছেগুলো কখনো ভিষণ মিষ্টি হয়ে উঠে-
প্রেম !!
ভিন্ন বানানে, প্রত্যাশার অপর এক সমার্থক শব্দ-
যেখানে প্রচন্ড ইচ্ছের সাথে- সে প্রত্যাশা পূরণের স্বপ্ন থাকে।
ভালো লাগলো বেশ-
জিসান শা ইকরাম
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ বাবু ভাই।
শুভ কামনা।
প্রদীপ চক্রবর্তী
অসাধারণ লেখনী দাদা।
গল্পের প্রবাল,শান্তা দুজনি মিষ্টি প্রেমে অবগাহন করুক।
ভালো লাগলো দাদা।
জিসান শা ইকরাম
তারা ভালো থাকুক।
শুভ কামনা প্রদীপ,
মনির হোসেন মমি
স্বপ্নলীন
দারুণ নাম।নামেই ভালবাসা ছড়িয়ে আছে।
মনির হোসেন মমি
সরি স্বপ্নীল হবে।
জিসান শা ইকরাম
হু বুঝেছি 🙂
জিসান শা ইকরাম
স্বপ্নিল নামটা আমার খুবই পছন্দের। আমার একটা বাড়ির নাম রেখেছি স্বপ্নিল 🙂
শুভ কামনা।
ছাইরাছ হেলাল
আহা, লুতু পুতু লুতু পুতু!!
জিসান শা ইকরাম
হ্যা পুরাই লুতু পুতু অবস্থা,
হালিম নজরুল
স্বর্গে আমি এরকম একটা বাড়ি চাই।
সাবিনা ইয়াসমিন
এই লেখাটা পড়তে আসি, তারপর গান শুনতে শুনতে চলে যাই, কমেন্ট করা আর হয় না।
গল্প আর গান একে অপরের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। খুব আবেগময় লেখা। ভালো লাগলো 🙂