বন্ধু কে ?

বিমান ১৩ জানুয়ারি ২০১৪, সোমবার, ১১:৫৪:৫৫অপরাহ্ন কবিতা ১১ মন্তব্য

Friend
আমার প্রেম তোমাকে দেই,
আমি নহি তব প্রেমিকা
আমার সোহাগ তোমাকে দেই,
আমি নহি তব সঙ্গিনী
আমার সেবা তোমাকে দেই,
আমি নহি তব অর্ধাঙ্গিনী
তোমার ব্যাথার ভাগী হতে চাই,
আমি নহি তব বংশ ধারিনী ।।

আমি পেশাদার আমি বন্ধু নহি

বন্ধু বলে তাকেই, যে পিতার মতো রক্ষা করে
বন্ধু বলে তাকেই, যে মায়ের মতো স্নেহ করে
বন্ধু বলে তাকেই যে, বোনের মতো খুনসুটি করে
বন্ধু বলে তাকেই যে, ভায়ের মতো ঠাট্টা করে

সব শেষে বন্ধু হোল সেই যে
দোষে গুণে তোমাকে ভালবাসে।

:=

১জন ১জন
0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ