বজ্রের অবগুণ্ঠনে

ছাইরাছ হেলাল ৬ এপ্রিল ২০১৯, শনিবার, ০৩:৩৭:১৫অপরাহ্ন গল্প ৪২ মন্তব্য

 

বৃক্ষ দাঁড়িয়ে আছে, তা অনেক কাল তো হবেই, বেহিসেবে। শেকড় গুলো ভেতর-মাটি ফুঁড়ে উঁকিঝুঁকি দিচ্ছে, কেউ কেউ ছড়িয়ে পড়েছে, ছড়িয়ে যাচ্ছে, ক্রমাগত। অনেক তো থাকা হলো আধার বিক্ষেপে, এবারে একটু হাওয়া জলের গন্ধ শোঁকা, জল, বাতাস ।

চিকিৎসা রহিত রোগে বাকল বাকলে ফাটলে ফাটলে দগদগে যন্ত্রণা, কীটের বসতি। ফুল-ফল
পাখি-মানব শিশুরা, বয়স্ক শিশু, যুবক, যুবতী, বৃদ্ধ, বৃদ্ধা আসে, যায়, নিয়ম মেনে।

বৈদ্যুতিক তার, ইট, কাঁটাতার,  সুতো, দড়ি জড়িয়ে-ছড়িয়ে আছে গলা অব্দি, পেরেকে-পেরেকে ঝুলে আছে সাহায্য বস্ত্র, শিশু, ছোট, বড়, মেজ ও বুড়োদের। বাচ্চাদের ঝকঝকে পুতুল। বাতাস ছড়িয়ে দিচ্ছে, বিষাক্ত ধোয়া-ধুলো, ডালে ডালে ঝুলে আছে অজস্র  সবুজ-মিনিট, ক্রমাগত ভারী হতে হতে। অকস্মাৎ নিজ ডাল নিজের গলায় পেঁচিয়ে আত্মহত্যায় ব্যস্ত হয়ে পরে। করা হয় না, মহাপাপের জ্ঞান নেই। গাছের তলায় বসায়-নি কেউ বিবিবিলাস বা বিশ্রাম-পথিক, প্রমোদ কবিদের আনাগোনা।
অকস্মাৎ এক খড়-দুপুরে নেমে আসে এক প্রচণ্ড-প্রলয়-বজ্র।

৭৯৮জন ৫১০জন

৪২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ