
ইচ্ছেগুলো ইচ্ছের মতো করে নূপুর বাজিয়ে চলে অবিরাম।
নৃত্য দেখি সকাল দুপুর সন্ধ্যা রাত।
এক মুঠো নীলেই আঁকি বিশালতার
শূন্য আকাশ।
এপাশ ওপাশ ফিরতেই দেখি
ভেজা বালিশের হা হুতাশ।
জানালার ওপারে বিচ্ছিন্ন বাতাসের আহাজারি।
একলা নাবিকের নোঙর ছেঁড়া
না বলা গল্প রাশি।
মন খারাপের এনভেলাপে হলদে রঙের বিকেল।
একলা পথে হেঁটেই মরে গাঙচিলের ওই জীর্ণ শরীর।
খুব বেশি কি গেছে সময় বয়ে?
এখনো যে রইলো বাকি নোঙর তোলা ফিরতি পথের মায়া!
৩২টি মন্তব্য
শাহরিন
সময় সময়ের মতোই বয়ে যায়, আমরা চাই শুধু ভালো গুলো ধরে রাখতে আর খারাপ গুলো ভূলে যেতে। অনেক সুন্দর করে লিখেছেন। কবিতার মত অত কঠিন লাগেনি।
বন্যা লিপি
অনুভূতি কখন কোন রুপ বদলায় আমি নিজেই ধরতে জানিনা। কেউ কি জানে? নিরন্তর চেষ্টার ঘানি চলতেই থাকে ভালোটুকু গ্রহন করতে। কঠিন করে লেখা সবসময় হয়না। মাঝে মাঝে সরলতার আশ্রয়ও নেই কিন্তু! আপনাকে অসংখ্য প্রিতী ভালোবাসা। 💜💜
মাসুদ চয়ন
আপনি প্রকৃতি প্রেমী মানবী।আপনার মন ভালো করার জন্য সবুজ বনানী আর নদীর স্নিগ্ধ উপলক্ষ প্রয়োজন।কাছে নেই তাতে কি-কল্প কাব্যে ঠিকই টেনে এনেছেন।সুন্দর জীবন বোধ।
বন্যা লিপি
কি চমৎকার ভাবে পড়ে ফেললেন এক নিমিষেই আমার মনন।কৃতজ্ঞতা জানবেন।
ইঞ্জা
অসাধারণ চয়ন, মুগ্ধতা অশেষ আপু।
বন্যা লিপি
অশেষ শুভেচ্ছা শুভ কামনা জানবেন ভাই।
ইঞ্জা
ধন্যবাদ আপু। 😊
নিতাই বাবু
খুবই ভালো লেগেছে শ্রদ্ধেয় কবি বন্যা দিদি।
বন্যা লিপি
দাদা, আপনি যখন “কবি”বলেন আমার তখন লজ্জা লাগে আবার বেশ ভালোও লাগে। লজ্জা লাগে এই কারনে কবি ব্যাপারটা অনেক ব্যাপক, যোগ্যতা আছে কি নেই। তাই শংশয়।আপনাকে অসিম কৃতজ্ঞতা শুভেচ্ছা অবিরত।
জিসান শা ইকরাম
ইচ্ছেরা অনেক সময় নিয়ন্ত্রনহীন হয়ে মনকে নিয়ে যায় অন্য কোনো ফেলে আসা ভুবনে,
যে ভুবন পাওয়া হয়নি আমাদের বা ফেলে আসা দিন।
সময় বেশী না হলেও ফেরা হয়না আসলে,
যদিও আকাংখা থাকে।
বুঝলাম কিনা কে জানে?
শুভ কামনা।
বন্যা লিপি
আপনি যতটুকু বুঝেছেন ততটুকুই লেখার স্বার্থকতা। অনেক অনেক কৃতজ্ঞতা,শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
ফিরতি পথের মায়া কভু ফুরোয় না। এগিয়ে চলার পথে থমকে এসে সামনে দাঁড়ায়। সময় নোঙর তবুও তুলে নিতে হয়, নাবিকের ইচ্ছায়-অনিচ্ছায়…
সব সময়ের মতোই ভালোলাগা রইলো। ❤❤
বন্যা লিপি
কভু ফুরায়না ফিরতি পথের মায়া। তবু চেয়ে থাকা সময় কি খুব বেশি গিয়েছে চলে? ভালোবাসা অবিরাম ❤❤
ছাইরাছ হেলাল
না ফেরানোকে ফেরানোর ডাক আমাদের হৃদয়ে বাজতেই থাকে অবিরাম।
সহজ এবং সুন্দর।
বন্যা লিপি
সহজিয়া জীবনের সহজ ইচ্ছেগুলো খুবই বেপরোয়া। না ফেরার ফেরানো চাওয়া!! কৃতজ্ঞতা জানবেন সবসময়।
শামীম চৌধুরী
ধারাবাহিকতা বজায় রয়েছে। কবিতাটি ভালো লাগলো।
বন্যা লিপি
মন্তব্যের জন্য কৃতজ্ঞতা জানবেন।
শামীম চৌধুরী
ধন্যবাদ আপু। এমন সুন্দর লেখা পড়ার সুযোগ করে দেবার জন্য।
শিরিন হক
কিছু কথা বলার ব্যাকুলতা অল্পতেই শেষ করা যায় না মিতা তাই ছন্দ একেযাই কবিতায়।
তুমি ভালো লিখো তোমার কবিতার উত্তর দিতে কবিতা লিখে দঃুসাহস দেখালাম। খমো মোরে।
বন্যা লিপি
কিছু কথা থাকে কখনোই পুরোনো হবার নয়।কিছু কথা আছে যা কখনোই বলে শেষ হবার নয়। কিছু ভাষারা পথ খোঁজে অন্যপথের দিশায়। যে পথটার নাম দিয়ে যাই কাব্যের পথ। তোমার ভাষারা এভাবেই খুঁজে নিক পথের দিশা। ক্ষমার কথা আর কখনো মনে এনোনা। খুব খুব ভালো থাকো সবসময়, ভালোবাসা রইলো 💜
মোঃ মজিবর রহমান
সবুজ আর নীলে সয়লাব ব্লগ এখন।
মন্তব্য করতে সাহস ে কুলায়নি তাই আব্দুল জব্বারের সেই গান
https://youtu.be/5kHVOPs56mY
বন্যা লিপি
নীল সবুজের ব্লগ! ভালো বললেন তো! গানটা খুব প্রিয় আমার। বেসুরো আওয়াজে গাই আমি প্রায়ই। আপনার প্রতি কৃতজ্ঞতা।
মোঃ মজিবর রহমান
গানের শব্দ উচ্চারন ঠিক থাকলেই হল আর স্রোতা বুঝতে পারলেই হল। সুর, তাল লয় ব্যাপার না আপু। তৃপ্তিই প্রধান।
বন্যা লিপি
এটা ঠিক বলেছেন ভাই, প্রচুর গান শুনি, শুনে শুনেই ধারন করার ধারন ক্ষমতায় কন্ঠে গুনগুন করি। একসময় খুব ইচ্ছে ছিলো গান শেখার…… হয়ে ওঠেনি।
রেহানা বীথি
ভালো লাগলো ভীষণ
বন্যা লিপি
আমারো ভালো লাগলো আপনার ভালোলাগা। শুভেচ্ছা শুভ কামনা জানবেন।
আরজু মুক্তা
ইচ্ছেগুলো কি থেমে যায়? না,যেখানে শেষ হবে সেখান থেকে নতুন কিছু খুঁজে নেয়?
ভালোলাগলো
বন্যা লিপি
ইচ্ছে গুলে নুপুর বাজায় নিত্যপ্রহর! তাইতো আসে শব্দের ওপর ভর করে যখন তখন! শুভেচ্ছা শুভ কামনা।
তৌহিদ
মন খারাপের এনভেলাপে হলদে রঙের বিকেল- এই একটি লাইনের মাঝেই পুড়ো কবিতার গাম্ভীর্য লুকিয়ে আছে। কয়েকবার পড়লাম তারপরে বুঝলাম। এই না হলে কবি!!
ভালো লাগলো আপু।
বন্যা লিপি
আমিও সাবিনার মতো অ-কবিতা লিখি, কবি হইতে সাহস লাগে। আমার তা মোটেও নাই। ভালো লাগলে কারো, নিজেরো শুনতে/জানতে ভালো লাগে।
আপনার প্রতি কৃতজ্ঞতা শুভেচ্ছা।
তৌহিদ
আপনাকেও শুভেচ্ছা আপু।
শফিক নহোর
খুব ভাল লাগলো কবি ‘মন খারাপের এনভেলাপে হলদে রঙের বিকেল।’