ফিরতি নোঙর

বন্যা লিপি ৫ জুলাই ২০১৯, শুক্রবার, ১২:০০:৩০অপরাহ্ন কবিতা ৩২ মন্তব্য

ইচ্ছেগুলো ইচ্ছের মতো করে নূপুর বাজিয়ে চলে অবিরাম।
নৃত্য দেখি সকাল দুপুর সন্ধ্যা রাত।
এক মুঠো নীলেই আঁকি বিশালতার
শূন্য আকাশ।
এপাশ ওপাশ ফিরতেই দেখি
ভেজা বালিশের হা হুতাশ।
জানালার ওপারে বিচ্ছিন্ন বাতাসের আহাজারি।
একলা নাবিকের নোঙর ছেঁড়া
না বলা গল্প রাশি।
মন খারাপের এনভেলাপে হলদে রঙের বিকেল।
একলা পথে হেঁটেই মরে গাঙচিলের ওই জীর্ণ শরীর।
খুব বেশি কি গেছে সময় বয়ে?
এখনো যে রইলো বাকি নোঙর তোলা ফিরতি পথের মায়া!

২০৮৫জন ১৭৭১জন

৩২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ