
কবিতার মিথ্যে ফানুস উড়িয়ে
ভঙ্গুর রেখায় ‘কোবি’ হাসি-হাসে আড়ালে,
জুজুৎসুর প্যাঁচ কষে ওষ্ঠাগত করে দেব পাঠক-প্রাণ,
মন্ত্রপূত হুল ফুটিয়ে আত্মরতি সেরে নেব, রমণীয় ব্যাঘ্রতায়;
সূচি-মুখে চিঁ-চিঁ করে রস-প্রীতি ঢেলে দেব
প্রণয়ের রীতিনীতি না-মেনে!
পাঠকের চতুর-শ্লেষ সর্পিল-মোচড়ে বেসুরো করে দেব;
দিনান্তে মেকি আনন্দ-সৌরভের অম্লান প্রীতি-পিদিম
জ্বেলে রাখবো গৃহকোণে;
নিঃশব্দ নিঃশঙ্ক চিত্তে দুর্নিবার গতিতে নিদ্রালু-হৃদয়ে জপে যাব
ওম শান্তি, ওম শান্তি, ময়ূর পঙ্খির নাও দুলিয়ে;
কবিতা হতে থাকবে ক্ষীণ থেকে ক্ষীণতর, প্রস্তর-স্তব্ধতায়,
কাঁথার ওমে ক্ষমাহীন-ঈশ্বর হাসেন হৃদয়হীনতায়।
ভাবনা-চোখে আজ স্বর্ণরেণুর নিবিড় আকাশ,ধোঁয়া-কুয়াশার ভীড়ে
সোঁদা-গন্ধে গেঁথে আছে শেকড়ের জোড়া-স্মৃতিতে,
রাত্রি-জাগা সিক্ত-স্নিগ্ধ পরিপাটি জ্যোৎস্না জড়িয়ে আছে হুটোপুটিতে,
পালকের মত গায়ে গায়ে, অস্ফুট খুনসুটির ঠোঁটে ঠোঁটে;
আ-তীব্র শিউলি-ঘ্রাণ ব্যাকুলতা, নকশি-কাঁথার স্মৃতিতে।
ছবি…নেটের।
৩৬টি মন্তব্য
ফয়জুল মহী
দারুণ এক অনুভুতি … বেশ লাগলো ।
ছাইরাছ হেলাল
পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
অনন্য অর্ণব
নিঃশব্দ নিঃশঙ্ক চিত্তে দুর্নিবার গতিতে নিদ্রালু-হৃদয়ে জপে যাব
ওম শান্তি,ওম শান্তি,ময়ূর পঙ্খির নাও দুলিয়ে;
কবিতা হতে থাকবে ক্ষীণ থেকে ক্ষীণতর, প্রস্তর-স্তব্ধতায়,
কাঁথার ওমে ক্ষমাহীন-ঈশ্বর হাসেন হৃদয়হীনতায়।
সত্যিই অসাধারণ। মুগ্ধতা অনিমেষ প্রিয় হেলাল ভাই।
ছাইরাছ হেলাল
আপনার প্রশংসা শুনতে ভালই লাগে!
অনেক অনেক ধন্যবাদ।
জিসান শা ইকরাম
পাঁচশত তম পোস্টের জন্য অভিনন্দন ও শুভেচ্ছা নিন আগে 🙂
ছাইরাছ হেলাল
আচ্ছা, অভিনন্দন ও শুভেচ্ছা নিলাম আগে।
মনির হোসেন মমি
অভিনন্দন প্রিয় ভাইজান…৫০০তম পোষ্ট। কবিতায় ভাল লাগা ভালবাসা জানিয়ে গেলাম।
ছাইরাছ হেলাল
আপনার জন্য ও অনেক ভালোবাসা।
সুপায়ন বড়ুয়া
অভিনন্দন হেলাল ভাইকে !
৫০০ লেখার অবিরাম যাত্রায় !
শুভ কামনা
সোনেলার পথ চলায় !!!
ছাইরাছ হেলাল
আপনাকেও শুভেচ্ছা, সাথী হিসাবে পাওয়ার জন্য।
নিতাই বাবু
আপনার ৫০০তম পোস্টের এই কবিতায় ভালোবাসা রেখে গেলাম। সাথে শুভেচ্ছা-সহ শুভকামনা।
ছাইরাছ হেলাল
এই শুভেচ্ছার ভাগিদার আপনিও, সাথেই তো ছিলেন, যেমন আছেন এখন।
কামাল উদ্দিন
শব্দার্থ বুঝতেই জান যায় অবস্থা, সামনে আর আগাই কেম্নে? 😀
ছাইরাছ হেলাল
এমন বলে না, আছি তো।
নীচের মন্তব্য একটুখানি বলার চেষ্টা নিব।
কামাল উদ্দিন
তাহলে তো আর কোন সমস্যাই নাই
ছাইরাছ হেলাল
এবার দেখুন একবার।
কামাল উদ্দিন
ওহহো এটা যে পাঁচশততম পোষ্ট জানতামই না, পাঁচ হাজারতম পোষ্টের জন্য দিন গোনা শুরু করলাম বড় ভাই 😀
তাহলে এবার তো ফানুস উড়ানো যায়ই…………
ছাইরাছ হেলাল
আমিও তো আপনার জন্য ফানুস ওড়াতে চাই।
ভাল থাকুন বেশ করে।
কামাল উদ্দিন
নিরবে নিভৃতে পথ চলতেই আমি ভালোবাসি বড় ভাই
ছাইরাছ হেলাল
সে আপনি নিরবে-সরব থাকুক,
আমাদের তো সরব হতেই হয়!
সুপর্ণা ফাল্গুনী
অসাধারণ একটি কবিতার জন্য ধন্যবাদ। শুভেচ্ছা ও শুভকামনা রইলো ৫০০ তম পোষ্টের জন্য। শব্দার্থ বুঝলেও সারমর্ম বোঝা হলোনা। তাই একটু কষ্ট পেলাম। ভালো থাকুন সবসময়
ছাইরাছ হেলাল
আহা আহা! এভাবে কষ্ট পেতে নেই! আসুন এই লেখকের ‘খ্যাতা পুড়ি’; কী না কী লেখে-টেখে কে জানে!
আমরা পাঠকের জায়গায় বসে নিরিবিলিতে সামান্য ভাবাভাবি করি।
এখানে লেখক নিজেকে নিয়ে নিজে ব্যঙ্গ করেছে নির্দয় ভাবে, এন্তার পেঁচিয়েছেন, পাঠক ঠকিয়েছেন বাউলি কেটে,
কবিতার মত কিছু একটা লিখেছেন সবাইকে ধোঁকা দিয়ে……………… এ ভাবে চলছিল।
শেষ এসে এই কৃত্রিম ভঙ্গুরতা আর ধরে রাখতে পারেন নি। স্বরূপে এসেছেন, নস্টালজিক হয়ে। ক্লু দিচ্ছি।
জোড়া স্মৃতিতে (সোনেলা আর সে) আতকে পরেছেন, ভাবতে বসেছেন এখানে এই দীর্ঘ লেখা-জীবনের স্মৃতি নিয়ে,
আনন্দ-বেদনায়। শেষ অব্দি আনন্দ-ঘ্রাণ নিয়েই সমাপ্তি টেনেছেন।
এবার আর একবার কষ্ট সয়ে পড়ুন, যদি সম্ভব হয়।
পাঠককে ধন্যবাদ দিতে ভুল যেন না হয়।
নৃ মাসুদ রানা
দিনান্তে মেকি আনন্দ-সৌরভের অম্লান প্রীতি-পিদিম
জ্বেলে রাখবো গৃহকোণে
ছাইরাছ হেলাল
ধন্যবাদ, আপনার মন্তব্য কৈ!
তৌহিদ
পাঠক হৃদয়ে হুল ফোটাতে চাওয়া কোবি! আপনিতো আচ্ছা লোক দেখছি? আপনার কাছে এত প্যাঁচ আছে বুঝতেই পারিনি!
কবিতা যেমনই হোক পাঠক হিসেবে লেখককে আমরাও প্যাঁচিয়ে ধরবো কিন্তু।
পাঁচশত পোস্টের অভিনন্দন মহারাজ।
ছাইরাছ হেলাল
ঠিক ধরেছেন, কোবি হলে যা হয় আর কী!
লেখক-পাঠকের এই প্যাঁচাপেচিটুকুই লেখকের এক মাত্র সম্বল।
আপনাকেও শুভেচ্ছা নূতন বছরের।
শাহরিন
খুশিতে পাগল না হলেই হলো আরকি! চোখ ভালো রাখতে হবে কিন্তু।
ছাইরাছ হেলাল
পাগল তো হওয়াই, তা না হলে ৫০০ আবজাব কেমনে লেখে!
আর ঐ মরার চৌক্ষের জন্য ই পুরা পাগল হতে পারলাম না।
বছরান্তে পাঠকের জন্য কিছু লেখা-ব্যবস্থা করলে শান্তি পাইতাম।
শুভ নববর্ষ আপনাদের সবাইকে।
সাবিনা ইয়াসমিন
এই পোস্টের মন্তব্য দিতে হলে আলাদা পোস্ট লাগবে।
দিয়েছি 😊
ছাইরাছ হেলাল
কবিতা-জ্বি!
স্বাগত আপনি নিত্য-নুতন বছরে।
সুরাইয়া পারভীন
পাঁচশত তম পোস্টের জন্য অভিনন্দন ভাইয়া আপনাকে। চমৎকার উপস্থাপন 👏👏
ছাইরাছ হেলাল
আপনি/আপনারা সাথে ছিলেন/আছেন বলে এখানে আজ লিখছি।
নূতন বছরের শুভেচ্ছা।
মোহাম্মদ দিদার
অসাধারণ লিখেছেন কবিবর ।
ছাইরাছ হেলাল
শুভেচ্ছা আপনাকেও নববর্ষের।
ত্রিস্তান
সবাই কবি নয় কেউ কেউ কবি- এই “চি-চি” শব্দটা বোধগম্য নয়। ওটা কি চিঁ-চিঁ হবে কিনা, মহারাজ যদি একটু বুঝিয়ে বলতেন।
ছাইরাছ হেলাল
অনেক ধন্যবাদ, ফিরে এসে মন দিয়ে পড়ার জন্য; আপনি ঠিক বলেছেন,
ভূল লিখেছি, চিঁ-চিঁ হবে, ঠিক করে নিলাম।
আর, কবি আর কবিতা আমার কাছে গোলক-ধাঁধার মত, যার কিনার পাইনি আজও।