আমার প্রিয় শিল্পীদের একজন হচ্ছেন আরতি মুখোপাধ্যায় । তাঁর গাওয়া বেশ কিছু গান আমার আবেগকে নাড়া দিয়ে গিয়েছে প্রবল ভাবে । ছোট বেলায় শোনা এসব গান শুনলে এখনো ভেসে যাই সুখের সাগরে ।
এক বৈশাখে দেখা হলো দুজনার
জোষ্টিতে হলো পরিচয়
আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে
কী হয় কী হয়
কী জানি কী হয়
এক বৈশাখে দেখা হলো দুজনার
তখনি তো হলো দেখা
যেই না নয়ন কিছু পেয়েছে
জানাজানি হয়ে গেছে
অধর যখনি কথা পেয়েছে
জানি না তো কী যে হবে
এর পরে কিছু পেলে এ হৃদয়
আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে
কী হয় কী হয়
কী জানি কী হয়
এক বৈশাখে দেখা হলো দুজনার
জোষ্টিতে হলো পরিচয়
আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে
কী হয় কী হয়
কী জানি কী হয়
প্রথমে চমক ছিল
তারপরে ভালোলাগা এসেছে
ভুলে গেছি সেই মন
যে মন খুশির চোটে ভেসেছে
জানি না তো কী যে হবে
সব কিছু হয়ে গেলে তন্ময়
আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে
কী হয় কী হয়
কী জানি কী হয়
এক বৈশাখে দেখা হলো দুজনার
জোষ্টিতে হলো পরিচয়
আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে
কী হয় কী হয়
কী জানি কী হয়
১২টি মন্তব্য
ছাইরাছ হেলাল
বৃষ্টিতে এমন পছন্দের গান শুনলাম ।
শিশির কনা
:p আরো শুনাবো ।
অদ্ভুত শূন্যতা
প্রিয় পছন্দকে মনে করিয়ে দেয়ার জন্যে ধন্যবাদ।
শিশির কনা
-{@
বনলতা সেন
সুন্দর গান শুনলাম ।
আচ্ছা বৈশাখ ছাড়া অন্য সময় দেখা হলে অসুবিধা কী ?
শিশির কনা
কোন অসুবিধা নেই আপু :p -{@
প্রজন্ম ৭১
এটি আমারো প্রিয় গান । আরতির কিছু গান অসাধারন । ধন্যবাদ আপনাকে ।
শিশির কনা
জি -{@
জিসান শা ইকরাম
নস্টালজিক হয়ে গেলাম ।
শিশির কনা
আরো গান আছে 🙂
আদিব আদ্নান
আপনি মনে করালেন বলেই অনেক দিন পর এমন সুন্দর গান
আবার শোনা হল ।
শিশির কনা
আরো আছে এমন প্রিয় গান 🙂