
তোমাকে সত্যান্বেষী ভেবে বারবার আমি হেড়ে যাই।
আমি তোমার আলোয় আলোকিত হতে যেয়ে নিক্ষিপ্ত হই আধাঁরের গুহায়।
প্রতিনিয়ত শেকল ভাঙার গান কানে প্রতিধ্বনিত হয়
নতুন প্রহরের প্রত্যাশায় ।
তোমার মৌনতা দিশেহারা করে দেয় আমায়।
তোমার চোখের গভীরতায় আমি নেই কোথাও!
আলোর অন্বেষণে আজন্মকাল অপেক্ষার প্রহর গুনে গুনে ক্লান্ত আমি।
তুমি বিশালতার মূর্ত প্রতীক হয়ে সামনে দাঁড়িয়ে সব কুলষিত ক্ষত মুছে দিতে পারোনি।
আমি ক্ষুদ্র থেকে আরো ক্ষুদ্র হই,
পায়ের নিচে মাটি সরে যায় আমার
যতবার তোমাকে স্পর্শ করতে যাই…
সংশয়ের অতলে ডুবে যাই।
কতো ত্যাগ কতো বিরহ…
চাপিয়ে দেয়া কিছু নিয়মের ভার বড্ডো ভারি হয়ে গেছে।
তবুও দাঁড়িয়ে আছি ঠাঁয়!
বুক পাঁজরে গাঁথা অভিমান বেসামাল নাটাই ছাড়া ঘুড়ি আজ।
দায়সারা শব্দ গুলো এখন কেবল প্রতীয়মান।
প্রাপ্তি অপ্রাপ্তির ব্যাঞ্জন বর্ণে শত রঙের প্রলেপে ভঙ্গুরতা কমেনা।
জানলার শার্শিতে প্রাপ্তি অ-প্রাপ্তির ব্যাঞ্জনা,
শত রঙের প্রলেপে কমেনা দৃশ্যত ভঙ্গুর চিত্রায়ন।
খুঁজে যাই পাণ্ডুলিপির হারিয়ে যাওয়া কিছু শব্দ।
খুঁজে যাই সেই তোমায়…
২৭টি মন্তব্য
হালিম নজরুল
আমি ক্ষুদ্র থেকে আরো ক্ষুদ্র হই
————-ভাল লাগলো।
শিরিন হক
ধন্যবাদ
জিসান শা ইকরাম
খুঁজে পাক প্রার্থিত সব আশা, আকাংখাকে,
অপ্রাপ্তি দুর হয়ে যাক।
কবিতা ভাল লেগেছে,
শুভ কামনা।
শিরিন হক
আমীন।
ভালোলাগার জন্য ধন্যবাদ। মন্তব্যে অনুপ্রেরণা পাই তাই কৃতজ্ঞতা
তৌহিদ
মনে কতটুকু প্রেম জমা হলে এরকম কবিতা লেখা সম্ভব তাই ভাবছি। প্রকৃত ভালোবাসা বুঝি এরকমই। ভালোবাসারা ডানা মেলুক মুক্ত বিহঙ্গেরর মতন। প্রেমিকার সকল ইচ্ছে পূরণ হোক এটাই কাম্য।
ভালো লিখেছেন আপু।
শিরিন হক
প্রেমিক প্রেমিকের সকলের মনোবাঞ্ছা পূর্ণ হোক।
একটা প্রেমের কবিতা লিখতে শুরু করেছিলম শেষ হবার পর দেখি বিরোহের কবিতা।
এজীবনে আর বুঝি প্রেমর কবিতা লেখা হবেনা!তবুও চেষ্টা চালিয়ে যাবো ইনশাআল্লাহ্।
মন্তব্য ভালো লেগেছে।
তৌহিদ
ভালো থাকবেন আপু।
অনন্য অর্ণব
কতো ত্যাগ কতো বিরহ…
চাপিয়ে দেয়া কিছু নিয়মের ভার বড্ডো ভারি হয়ে গেছে।
তবুও দাঁড়িয়ে আছি ঠাঁয়! –
যেন মহাকালের দেয়ালে সাঁটা ছেঁড়া পোস্টার,,,
শিরিন হক
মন্তব্যে খুশি হলাম ধন্যবাদ
মনির হোসেন মমি
খুজঁতে থাকুন।পেলে জানাবেন। তবে সার্থক কবি হওয়ার কবিতার জন্য শব্দ ও বাক্যের খোজঁ পেয়ে গেছেন বলে মনে হয়। খুব ভাল লাগল খুব।
শিরিন হক
যিনি লেখেন তিনি সকলের মনের কথা বা কারো মনের কথা লেখা চেষ্টা করেন। যদি কারো জীবনের সাথে মিলে যায় কবি দায়ী নয়।
সুরাইয়া পারভিন
শব্দ চয়ন উপস্থাপন অসাধারণ।
আশা করছি খুব শীঘ্রই পেয়ে যাবেন পাণ্ডুলিপির হারিয়ে যাওয়া শব্দ গুলো
শিরিন হক
কবিতা বা গল্পের ভেতরে লেখক কে না টানি।
লেখক লিখতে ভালোবাসেন।
শামীম চৌধুরী
ক্ষুদ্র থেকে আরো ক্ষুদ্র হওয়া মানে নিজেকে লুকিয়ে রেখে আরো সৃজনশীল কিছু তৈরাী করা?
শিরিন হক
কবিতাকে স্বাধীন করে দিন তাকে প্রশ্নবিদ্ধ কেনো করেন।
শামীম চৌধুরী
আপু, পাঠক যেখানে খটকায় পড়বে সেখানে বুঝার জন্যতো কবিতে প্রশ্ন করতেই পারে। আসলে কবিতাকে প্রশ্নবিদ্ধ করা নয়। জানার আগ্রহটা বেশী।
শিরিন হক
যে যেভাবে ভেবে নিতে পারেন।
ছাইরাছ হেলাল
অপ্রাপ্তির এই বেদনা আমাদের জীবনের প্রতিটি পরতে পরতে বিদ্যমান।
ভাল লেখাই লেখেন আপনি।
শিরিন হক
একদমই। খুশি হলাম লেখককে কবিতায় নিয়ে আসেন নি।
ধন্যবাদ
মাহবুবুল আলম
কাঠামোগত দিকে থেকে কবিতাটি সুপাঠ্য!
ধন্যবাদ ও শুভেচ্ছা!
শিরিন হক
আন্তরিক মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ
সঞ্জয় মালাকার
কতো ত্যাগ কতো বিরহ…
চাপিয়ে দেয়া কিছু নিয়মের ভার বড্ডো ভারি হয়ে গেছে।
তবুও দাঁড়িয়ে আছি ঠাঁয়!
অপ্রাপ্তির এই বেদনা আমাদের জীবনের প্রতিটি পরতে পরতে বিদ্যমান।
ধন্যবাদ দিদি শুভেচ্ছা রইল।
শিরিন হক
কবিতা জীবনের কথাই বলে।ধন্যবাদ বুঝতে পারার জন্য
রুমন আশরাফ
প্রতিটি লাইন খুব ভাল লাগলো। আরও লেখা পড়তে চাই।
শিরিন হক
ধন্যবাদ
আরজু মুক্তা
কতো ত্যাগ, কতো বিরহ।
আফসোস।
শিরিন হক
ভাগ্যিস কবিতার ভাষা বুঝতে পেরেছেন। ধন্যবাদ