বন্ধুতা...
বন্ধুতা…

আবেগাপ্লুত হয়ে লেখা যায়না আসলে কোনো কিছুই। লেখার জন্যে আবেগের প্রয়োজন যদিও। কিন্তু মান্না দে’র সেই গান “গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখে তো সেখানে থাকেনা কোনো ভাষা…”—আজ এই লেখাটি লিখতে বসে আমারও এমনই অবস্থা হচ্ছে। তাই কোনো কাব্যিক উপমায় না গিয়ে সরাসরি চলে যাই সেই দিনে, যখন আমার রাত আর ওর দিন।

২০০৯ সালে বেলজিয়ামে থাকাকালীন ফেসবুকে পরিচয় হয় একটি মেয়ের সাথে। অনেক গল্প করতাম। গল্পে গল্পে রাত কেটে যেতো। ওর প্রাণের মধ্যে সত্যি সুধা আছে। সেই রবি ঠাকুরের গানের মতোই। বলতাম দেশে এলে দেখা হবে। একদিন হঠাৎ দেখি ওর একাউন্টটা নেই। কেমন এক অস্থিরতা। হয়তো অভ্যাসই ছিলো তখন ও। কাউকে বলতাম না, কারণ অনেক অনেক মানুষ তালিকায়। এরই মধ্যে একদিন ম্যাসেজ এলো ইনবক্সে, “নীলাঞ্জনা।” ওর আইডি হ্যাক হয়ে গিয়েছিলো।ও আরেকটি আইডি তৈরী করে ফিরে এলো। আবার গল্প শুরু হলো। বিষয় লেখালেখি, এলোমেলো আড্ডা। এভাবেই চলে যাচ্ছিলো। কবে যে মনের ভেতর একটা জায়গা করে নিলো, বুঝতেই পারিনি।

২০১০ সালে দেশে গেলাম। দেখা হলোনা। ২০১৫ সালে আবার দেশে গেলাম। প্রচন্ড ব্যস্ততা। এরই মধ্যে ফোনে কথা হলো। ইস দেখা কি এবারও হবেনা? আজই আমার রাতে ফ্লাইট। রাত আটটার সময় ফোন “নীলাঞ্জনা আমি আসছি।” বগুড়া থেকে ওর বর রমজান আলী রিপন ভাইকে নিয়ে আমার ছোট বোন মৌয়ের বাসায় এলো। রিপন ভাই অনেক ভালো একজন মানুষ। তা নইলে ওর সাথে দেখা হতোনা। বাঙালী কোন স্বামী তাঁর স্ত্রীর ফেসবুকের বন্ধুর সাথে দেখা করা্নোর জন্যে বগুড়া থেকে নিয়ে আসবেন, এমনটি ভাবা অসম্ভব নয় কি? বন্ধুত্ত্ব তো অনেক দেখেছি। এভাবে সত্যি ভাবিনি আমাদের দেখা হবে। অসম্ভব ভালো একটি মেয়ে, যার চোখে-মুখে সবসময় হাসি লেগেই থাকে। আমার এক্সিডেন্টের খবর শুনে যে রোজা রেখেছে, দুই রাকাত নামাজ পড়েছে। আর প্রতিদিন নামাজে বসে এখনও দোয়া করে। একটা হলেও রোজ ম্যাসেজ করে জানতে চায় কেমন অবস্থা আমার? সেই মেয়েটির আজ জন্মদিন। ওর নামই তো বলা হলোনা। ওর নাম শিউলী। যাকে নিয়ে কোনোদিন কোনো গল্প কিংবা কবিতা লেখা হয়নি। যে কোনোদিনই অভিযোগ করেনি কেন তাকে নিয়ে কিছু লিখিনি? ফেসবুকের ওয়ালে লিখে আসা কেবল “শুভ জন্মদিন।”

বন্ধু আজও আমাদের সেই কথা বলা হয়নি
যে কথায় কিছু কথা আছে ঘাসফড়িঙ বেলায় পিঠ ঠেকিয়ে
হিমালয়ে সূর্যাস্ত দেখার
তুষারপাতের মধ্য থেকে হেঁটে এসে
দু’ হাতে সমস্ত শীতঋতুকে বদলে দিয়ে
গ্রীষ্মের আলোয় ঝলমলে করে ওঠা নায়াগ্রার রঙধনুকে দু’ চোখ ভরে দেখা
বন্ধু আমাদের যে কথা বলা হয়ে গেছে
ছবির ফ্রেমে, শব্দ-বিনিময়ে
সেসব তোলা আছে স্মৃতির সিন্দুকে হৃদয়ের খামে।

                                         

                                                    শুভ জন্মদিন আমার মিষ্টি হাসির বন্ধু শিউলী।

হ্যামিল্টন, কানাডা
৩ মার্চ, ২০১৬ ইং।

৯৯৬জন ৯৯৬জন
0 Shares

৩৩টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ