দৈনিক পত্রিকার উপ-সম্পাদীয়

প্রসঙ্গঃ বাংলাদেশ এবং বাংলাদেশে আশ্রিত বাস্তুহারা রোহিঙ্গা জনগোষ্ঠী

যদিও রোহিঙ্গা ইস্যু বাংলাদেশের জন্য নতুন কোন ঘটনা নয় তবুও বলবো ২০১৭ সালের আগস্ট মাসে এদেশে তাদের আগমনটা ছিলো অন্যান্য যে কোন বারের চেয়ে ব্যাপক ও বিস্তৃত।

আমরা যদি পেছন ফিরে সে সময়ের দিকে তাকাই তখন দেখি দলে দলে রোহিঙ্গারা বাংলাদেশের বর্ডারে এসে, নো-ম্যান্স ল্যান্ডে এসে জড়ো হয়ে বাংলাদেশে ঢুকতে চেষ্টা করছে কিন্তু বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) তাদেরকে ঢুকতে দিচ্ছে না। তখন অনেক রোহিঙ্গা নাফ নদীতে ঝাপ দিয়ে সাঁতার কেটে এদেশে প্রবেশ করতে চেষ্টা করেছে। অনেকে সাগর পথে লঞ্চে, বোটে দিনের পর দিন ভেসে বেড়িয়েছে। খেয়ে, না খেয়ে তাদের বুকের ছাতি ফেটে গেছে, অসুস্থ হয়ে বিনা চিকিৎসায় তাদের অনেকে মারা গেছে।

তাদের শিশু মারা যাচ্ছে, নারী মারা যাচ্ছে, বৃদ্ধ-বৃদ্ধা মারা যাচ্ছে এমন সচিত্র প্রতিবেদন তখন প্রতিদিনই সামাজিক মিডিয়ায় ভাইরাল হচ্ছিলো।

তখন বাংলাদেশের শত শত মানুষ খানাপিনা নিয়ে, কাপড় চোপড় নিয়ে বর্ডারে গিয়ে তাদেরকে সাহায্য করেছে। অনেক রোহিঙ্গা তখন বিভিন্ন পথে বাংলাদেশে প্রবেশ করে এক এক জায়গায় জড়ো হয়ে আশ্রয় নিয়েছে। আগে থেকে এদেশে অবস্থান করা রোহিঙ্গারা তাদেরকে পথ দেখিয়েছে।

সে সময়ে রোহিঙ্গাদের কেটে টুকরো টুকরো করছে এমন কিছু সেন্সেটিভ ছবি ও ভিডিও ফেসবুকে ভাইরাল করা হয়। মূলত আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করা এসব ভাইরালকারীদের টার্গেট ছিলো।

রোহিঙ্গাদের এদেশে অবাধে প্রবেশ করতে না দেয়ার কারণে একসময় বাংলাদেশের সরকার এদেশের ভেতর থেকেই বিশাল এক জনগোষ্ঠীর সমালোচনার সম্মুখীন হতে থাকে। বিশেষ করে কওমি লাইনের আলেমরা ছিলো আগত রোহিঙ্গাদের সেবায় অগ্রগণ্য। তাছাড়া, চরমোনাই, শরশিনাহ, তাবলিগ, মাইজভান্ডারসহ অনেকে তখন রোহিঙ্গাদেরকে এদেশে আশ্রয় দেবার জন্য বাংলাদেশ সরকারের নিরব  ভূমিকার বিপক্ষে প্রতিবাদ মুখর ছিলো (তখনকার প্রেক্ষাপটে এটা নিশ্চয় দোষের ছিলো না)। রোহিঙ্গা আলেমরা বেশীর ভাগই এদেশের কওমী মাদ্রাসা থেকে পড়ালেখা করা আলেম। তবলীগ তাদের অস্থিমজ্জ্বায় প্রথিত। এদেশে এই শ্রেণির আলেমসহ জনগণ ছিলো আওয়ামীলীগের ভোট ব্যাংক। অনেকটা তাদের রোষানলে পড়ার মত রিস্ক নেয়ার চেয়ে রোহিঙ্গাদেরকে এদেশে আশ্রয় দেয়াই নিরাপদ মনে করেছিল আওয়ামীলীগ সরকার। শেষ পর্যন্ত রোহিঙ্গাদের জন্য বর্ডার খুলে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদার অব হিউম্যানিটি হয়েছিলেন। তাছাড়া আন্তর্জাতিকভাবেও রোহিঙ্গাদের আশ্রয় দেবার জন্য চাপ ছিলো। সেসময় যারা রোহিঙ্গাদের জন্য সাহায্য সহযোগিতা নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছিলেন নিঃসন্দেহে তারা মানবতার সেবায় অগ্রগণ্য।

আজকে যারা রোহিঙ্গাদের বাংলাদেশে অবস্থান নিয়ে সরকারের উলঙ্গ সমালোচনা করছেন তারাও সেদিন মানবতার দরজা খুলে দেবার জন্য মুখ খুলেছিলেন। তবে শুরু থেকে যদি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মায়ানমারের সন্ত্রাসী কার্যক্রমের কড়া প্রতিবাদ করা হতো তাহলে ওরা এতোটা নির্দয় হতে পারতো না। সেটা বাংলাদেশ সরকার করে নাই যদিও রোহিঙ্গাদেরকে বাস্তুহারা নাগরিক হিসেবে এদেশে আশ্রয় প্রদান করেছিলো।

জান বাঁচা ফরজ। বুদ্ধ সন্ত্রাসীদের অত্যাচারের মুখে টিকতে না পেরে তারা হাজার বছর থেকে বসবাস করা নিজেদের দেশ-মাটি ত্যাগ করতে বাধ্য হয়েছিলো। আমরা সবাই তখন তাদের আশ্রয় দেবার জন্য কলম ধরেছিলাম। শুরুর দিকে যার যা কিছু আছে তা নিয়ে রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছিলো।

২০১৭ সালের আগস্টের ২৫ তারিখ তারা এদেশে প্রবেশ করেছিলো। এর ৯ দিন পর ৪ঠা সেপ্টেম্বর আমি নাইক্ষ্যাংছড়ির ফুলতলী ক্যাম্পে সেবার নিয়্যতে প্রথম প্রবেশ করি। এর পরেরটা ইতিহাস।

আজকে রোহিঙ্গাদের নিয়ে অনেকে নেতীবাচক কথা বলে থাকেন। এটা ঠিক যে রোহিঙ্গাদেরকে সেদেশের সরকার দীর্ঘদিন থেকে শিক্ষাদিক্ষা থেকে বঞ্চিত রাখার ফলে তারা একটি অশিক্ষিত, অর্ধশিক্ষিত, সভ্যজগত থেকে পিছিয়ে পড়া জাতিতে পরিণত হয়েছে। এটা তাদের দোষ নয়, তারা পরিস্থিতির স্বীকার। তাদের পাশে বিশ্ব বিবেক যুগ যুগ ধরে অন্ধের ভূমিকা পালন করেছে। হয়তো তারা মুসলমান এটাই তার কারণ!

রোহিঙ্গা প্রসঙ্গ টানতে গিয়ে সরকারের সমালোচনা করলেও আমরা যেন রাস্ট্রীয় স্বার্থ বিরোধী কোন তৎপরতায় নিজেরা জড়িয়ে না পড়ি এটা বিশেষ সতর্কতার সাথে খেয়াল রাখতে হবে।

রোহিঙ্গারা এদেশে আসার বিষয়ে বলি, প্রথমতঃ তাদেরকে এদেশে কেউ ডেকে নিয়ে আসেনি। না সরকার, না জনগন। তারা নিজেরাই আশ্রয় প্রার্থনা করে জান বাঁচাতে এদেশে প্রবেশ করেছে।

দ্বিতীয়তঃ বাংলাদেশ সরকার প্রথমে তাদেরকে প্রবেশে বাঁধা দিয়েছে। এতে দেখা গেছে তারা চোরাই পথে দলে দলে প্রবেশ করছে। আবার এদেশ থেকেও তাদেরকে প্রবেশ করতে দেবার জন্য বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করা হচ্ছিলো।

তৃতীয়তঃ আন্তর্জাতিক আইন অনুযায়ী একদেশের নাগরিক নিজ দেশে অত্যাচারিত হয়ে পার্শ্ববর্তী দেশে আশ্রয় নেবার জন্য প্রবেশ করলে তাদেরকে জোর করে বের করে দেবার নিয়ম নেই। তবে প্রবেশে বাঁধা দিয়ে যদি ঠেকিয়ে রাখা যায় তাহলে সেটা ভিন্ন কথা।

রোহিঙ্গা জনগোষ্ঠীকে এদেশের সরকার বাস্তুহারা হিসেবে গ্রহণ করার পর সরকারের নেয়া বেশ কিছু পদক্ষেপ অত্যন্ত দক্ষতার স্বাক্ষর রাখে। সেগুলো হলো,

# প্রতিদিন যখন হাজার হাজার রোহিঙ্গা প্রবেশ করছিলো তখন অল্প দিনের মধ্যে সেখানে বিজিবির পরিবর্তে সেনাবাহিনী মোতায়েন করা। এটা না করলে তাদেরকে দমিয়ে শৃঙ্খলার ভিতর রাখা একপ্রকার অসম্ভব ছিলো।

# এনজিওদের মাধ্যমে তাদেরকে রেজিষ্ট্রেশন করে তালিকাভূক্ত করা। বর্তমানে তাদেরকে যে মাষ্টার কার্ড দেয়া হয়েছে তাতে তারা রোহিঙ্গা জনগোষ্ঠী পরিচয়েই এখানে থাকতে হবে। একি কার্ডে পরিবারের সবার ছবি থাকায় তারা পরিবার থেকে বিচ্ছিন্ন থাকতে পারবে না। বিনাকারণে বিচ্ছিন্ন থাকলে তারা রেশন পাবে না। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এর তত্ববধানে করা কার্ডে তাদের অরিজিন দেশ হিসেবে মায়ানমার লিখা আছে।

# সেনাবাহিনী ক্যাম্পে শৃঙ্খলা ফিরিয়ে আনলে সেখানে সেনাবাহিনী কমিয়ে নির্বাহী মেজিস্ট্রেট এর হাতে ক্ষমতা দিয়ে প্রশাসনিকভাবে ক্যাম্প পরিচালনা করা।

# ক্যাম্পে বাহির থেকে যে কারো প্রবেশ নিয়ন্ত্রণ করাটাও আমার মতে সরকারের একটি সঠিক সিদ্ধান্ত ছিলো। আন-রেজিস্টার্ড যে কোন সংস্থা বা ব্যক্তি ক্যাম্পে ফ্রি স্টাইলে প্রবেশ করলে রোঙ্গিাদের সাথে এদের একটি হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে উঠতো যা পরবর্তীতে এদেশের জন্য হুমকি হতো। এতে এনজিওদের সাথে সরকারের ভুলবুঝাবুঝি হবার সম্ভাবনাও ছিল। এনজিওরা ওদেরকে খাওয়া পড়ার আঞ্জাম দিচ্ছে বলে এনজিওদের ন্যায্য চাওয়া পাওয়াগুলোকেও আমলে নিতে হবে।

# রোহিঙ্গা কমিউনিটির সন্তানদের স্কুলে বাংলা শিখতে না দেয়াটা সরকারের একটি গুড পলিসি। তাছাড়া শত শত কমিউনিটি স্কুলের মাধ্যমে অন্যান্য ভাষার উপর পড়ালেখা তাদের মাঝে তাদের দেশপ্রেম জাগিয়ে তুলার ব্যাপারে ভূমিকা রাখবে। ওরা এদেশে আসার প্রথম থেকে এখন পর্যন্ত বিভিন্ন এনজিও এবং দেশী বিদেশী সংস্থাসমূহ যদি রোহিঙ্গাদের থাকা খাওয়ার বন্দোবস্ত না করতো তাহলে কী হতো? খাবার না পেয়ে লক্ষ লক্ষ মানুষ মাটি খেতো! মানুষের মাংস খেতো! অতঃপর সারা বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ে অরাজকতার সৃষ্টি করতো। এখন ওরা কোনো রকমে থাকা খাওয়ার ব্যবস্থা পাচ্ছে বলে পাহাড়ে পলিথিন মোড়ানো ক্যাম্পে দিনাতিপাত করছে।

তারা এদেশে কতদিন থাকবে, কখন চলে যাবে এসব চিন্তা করার জন্য সরকারের নীতি নির্ধারক মহল আছেন, আন্তর্জাতিক মহল আছেন। বাংলাদেশ সরকার সর্বোচ্চ সতর্ক পর্যবেক্ষণে রেখেছেন রোহিঙ্গা ক্যাম্প।

এত বিশাল জনগোষ্ঠীকে এত অল্প জায়গায় রাখতে গিয়ে কিছু কিছু অনিয়ম, বিশৃঙ্খলা হতেই পারে। গুজবে কান না দিয়ে সত্য মিথ্যা যাচাই না করে যে কোন বিষয়ে পরিস্থিতি ঘোলাটে না করাই হবে বুদ্ধিমানের কাজ। কেউ কেউ পরিকল্পিতভাবে অপপ্রচার করে, মিথ্যা খবর রটিয়ে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা করতে পারে। তাতে সায় দিয়ে তাল মিলালে আমাদেরই ক্ষতি হবে। এমন আচরণ করা যাবে না যাতে এনজিওগুলো তাদের সহযোগিতার হাত গুটিয়ে নেয়।

আমরা আন্তরিকভাবে চাই রোহিঙ্গারা তাদের নিজেদের দেশে নিজেদের পরিচয়ে ফিরে যাক। তারা সেদেশের স্থায়ী নাগরিকত্বের স্বীকৃতি পাক, ন্যায্য অধিকার পাক। মানুষের মত বাঁচার স্বাধীনতা পাক। নিজেদের শিক্ষা-সংস্কৃতি অবাধ চর্চ্চার সুযোগ পাক। দ্বীনধর্ম পালন করার স্বাধীনতা পাক। আমরা পরিপূর্ণরূপে বিশ্বাস করি তারা তা পাবে এবং স্বসম্মানে ফিরে যাবে তাদের বাপ দাদার ভিটায়।

রোহিঙ্গাদের প্রতি মানবিক আচরণ করে বাংলাদেশ সারা বিশ্বে সাড়া ফেলে দিয়েছে, প্রসংশিত হয়েছে। বাংলাদেশ বিশ্বের দরবারে মানবতার বড় উদারহণ! বাংলাদেশের এই ত্যাগের বিনিময়ে সারাবিশ্বে যেসব বাংলাদেশী প্রবাসী বিভিন্ন সমস্যায় নিপতিত আছেন জাতিসংঘের মাধ্যমে তাদেরকে সমস্যামুক্ত করে সবাইকে কাজের ব্যবস্থা করা হোক। বাংলাদেশীদের জন্য ভিসার দুয়ার খোলে দেয়া হোক। অনেক সমস্যা সংকূল ছোট একটি দেশ হওয়া সত্বেও যদি আমরা ১০ লাখ রোহিঙ্গাকে আশ্রয়-প্রশ্রয় দিতে পারি তাহলে আমাদের জনশক্তি বহির্বিশ্বে অবাধ শ্রমবাজার পাবে না কেন? আর রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান। আমরা আশা করবো আন্তর্জাতিক মহল রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবাসন এর যথাযথ ব্যবস্থা নিবেন। আমাদের সরকার রোহিঙ্গাদের ব্যাপারে আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক তৎপরতা গতানুগতিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে পরিকল্পিত ভাবে অব্যাহত রাখবেন এটাই আমার বিশ্বাস।।

#লেখক ও সমাজকর্মী

(বিঃদ্রঃ লেখাটি দৈনিক পূর্বদেশ পত্রিকার উপ- সম্পাদকীয় হিসেবে প্রকাশিত হয়েছিল।)

৬৯১জন ৫৭৭জন
0 Shares

২২টি মন্তব্য

  • মনির হোসেন মমি

    খুব সুন্দর উপস্থাপনা।ধন্যবাদ ভাইয়া।
    অবশ্যই গুজবে নয় বাস্তবতায় ওদের সমালোচনা করা উচিত।তবে একটা আমার অবশ্য এটা আমার ব্যাক্তিগত নিঃসন্দেহে বাংলাদেশ মানবতার উদাহরণ। কয়েক মাস পূর্বে যে রোহিঙ্গা প্রত্যাবাসনে যে অস্বীকার করল তার কারন কি? আর একটি কথা আপনি যেহেতু ওখানে ছিলেন তাই আপনিই ভাল বলতে পারবেন- সন্ধ্যার পর মানে রাত আটটার পর নাকি রোহিঙ্গা ক্যাম্পগুলো নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে…রাতের আধারে চলে অনৈতিক কাজ সহ সন্ত্রাসী প্রশিক্ষণ এটা কতটুকু সত্য(এ সব অবশ্য জাতীয় পত্রপত্রিকায় জেনেছি)।যদি হয় তবে এর নিয়ন্ত্রণে কারা থাকতে পারে বলে আপনার ধারণা।
    ধন্যবাদ।

    • চাটিগাঁ থেকে বাহার

      আমি সেখানে ছিলাম শুধু নয়, এখনো আছি। সেখানে আমার অফিস আছে, বাসা আছে।
      ক্যাম্পের গুরুত্বপূর্ণ coordination Meeting সমূহে আমি উপস্থিত থাকি।
      আমি প্রথম থেকেই ওদেরকে খুব কাছ থেকে দেখেছি।
      সেখানে প্রশাসনের নিরাপত্তা বাহিনীসমূহ সক্রিয় আছে।
      কিছু কিছু মিডিয়া আগবাড়িয়ে বাড়তি কিছু বলে পরিস্থিতি ঘোলাটে করতে চায়।
      কিছুদিন আগে যে প্রত্যাবাসন হবার কথা ছিল সেটা হচ্ছে তাদেরকে সেখানে নিয়ে পলিথিন মোড়ানো শরণার্থী ক্যাম্পে রাখা হতো। ওদের বাপ-দাদার ভিটে মাটিতে যেতে দেয়া হতো না।
      তাছাড়া তাদেরকে রোহিঙ্গা হিসেবে স্বীকৃতি দেয়া হতো না। বহিরাগত ভিনদেশি হিসেবে রাখা হতো।
      এটাকে কি প্রত্যাবাসন বলা যায়?
      তারা ৪/৫টি দাবি আদায় করে তবেই সেখানে ফিরতে চায়।

      • মনির হোসেন মমি

        হুম বুঝেছি।মানে তাদের মৌলিক অধিকারগুলো হতে বঞ্চিত অবস্থায় নেয়া। আপনার কথাগুলো শুনে আসস্ত হলাম আর গর্বিতও যে আমাদের প্রিয় একজন মানবতার কাজে সেখানে আছে। শুভ কামনা আপনার জন্য।

  • নিতাই বাবু

    এই হলো আমাদের দেশ এবং আমাদের স্বনামধন্য মিডিয়া। যা জানার তা জানবো না, জানানো হবে এর বিপরীত। আপনি সেখানে এখনো আছেন বলে অসহায় একটা জাতির বাস্তব কিছু জানা হলো। আসলে এতোকিছু জানা ছিল না। আফসোস!

  • মাছুম হাবিবী

    খুব সুন্দর একটি বিষয় তুলে ধরেছেন ভাইয়া। বেশ ভালো লাগলো, আসলে আমরা বাঙ্গালিরা হলাম আবেগি জাতি। যখন যা মনচায় তাই বলি! যখন রোহিঙ্গা নির্যাতন হত তখন দেশের সবাই কাঁদতে কাঁদতে তাদের কে বুকে টেনে নিলো। আর এখন ওদের অসভ্যতা আর মাদকের মত বিশ্রীকার্যক্রম দেখে সবাইঘৃণা করে। রোহিঙ্গা এদেশ থেকে চলে যাওয়াটা অনেক কঠিন হবে। তারা এক সময় বিশাল জনগোষ্ঠীতে পরিণত হবে। তাই আমাদের সরকারের দ্রুত সম্ভব রোহিঙ্গাদের মিয়ানমার প্রেরণ করা উচিৎ।

    শুভ কামনা আপনার তরে

    • চাটিগাঁ থেকে বাহার

      আমরা সবাই চাই ওরা নিজেদের দেশে ফিরে যাক। সমস্যার স্থায়ী সমাধান হোক। ওদের বিরুদ্ধে নেগেটিভ কথাবার্তা বললে ওদেরকে উপকার করার পরও ওরা আমাদেরকে ওদের শত্রু মনে করবে। এই সুযোগটা নেবে মায়ানমার।
      গত কিছুদিন ওদের ক্যাম্পে মোবাইল নেটওয়ার্ক ২জি করে দেবার সাথে সাথে মায়ানমার তাদের মাঝে মায়ানমারের দ্রুতগতি সম্পন্ন MPT কোম্পানীর সিম ঢুকিয়ে দেয়। এরফলে ওরা বাংলাদেশ সরকার এবং বিটিসিএল এর নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
      কথায় কথায় তাদের বিরুধীতা করার ফলে আমরা অনেক ত্যাগ স্বীকার করার পরও ক্ষতিগ্রস্ত হবো। ঠান্ডা মাথায় ওদের দাবীগুলোর প্রতি সহানুভূতি দেখিয়ে আন্তর্জাতিক সহায়তায় ওদেরকে সেখানে পাঠাতে হবে।

  • জিসান শা ইকরাম

    আমাদের দেশেই মুসলিম উম্মাহ, মুসলিম ভ্রাতৃত্ব বোধটা অনেক বেশী। অন্য কোন মুসলিম দেশে এইটা নাই।
    আমাদের দেশে কেন আছে? কারন এটি বলে সাধারন ধর্মভীরু মানুষদের বিভ্রান্ত করা যায়।
    সিরিয়ার উদ্বাস্তুদের আশে পাশের মুসলিম দেশ সমূহ গ্রহন করে নাই,

    এই রোহিঙ্গারা বিনা যুদ্ধে আমাদের দেশের একটা অঞ্চল দখল করে নিলো, এরা আর যাবে না।
    বসে বসে খায় আর সন্তান উৎপাদন করে এরা। জোর করে এদের ভ্যাসেকটমি, লাইগেশন করে দেয়া উচিৎ।

    যখন এরা প্রথম এসেছে তখনো আমি এদের এখানে আসার বিরোধীতা করেছি।
    পার্বত্য চট্টগ্রাম এরা নিয়ে নেবে অদুর ভবিষ্যতে।

  • তৌহিদ

    রোহিঙ্গাদের নিয়ে আপনার সু চিন্তিত মতামত, ভাবনা দেখে সত্যি ভালো লাগলো। যদি সে সময় এরুপ ব্যবস্থা গ্রহন না করা হতো তাহলে আজ সত্যিই একটা অরাজকতা সৃষ্টি হতো। আমাদের দেশের সরকার তাদের বিষয়ে যথেষ্ট সহনশীল আছেন।

    এখন কথা হচ্ছে মিডিয়া। এরা ব্যবসা বোঝে। একটি খবরকে প্যাঁচিয়ে হট কেক করে পাব্লিকদের না খাওয়ালে টি আর পি কমে যায় তাদের। তাই অনেকেই হলুদ সাংবাদিকতা করেন যা আমাদের জন্য লজ্জাজনক। সাথে যোগ দিয়েছে কিছু দেশী বিদেশি এন জি ও। এরাই হচ্ছে উষ্কানীদাতা। এরা বলে রোহিঙ্গারা তাদের দেশে ফিরে গেলে আবার অত্যাচারিত হবে। তো আমরা কি তাদের জামাই আদরে সারাজীবন রাখবো? এন জি ও গুলি মিয়ানমারে গিয়ে ফিরে যাবার পরিবেশ তৈরি করুক, মিয়ানমার সরকারকে বোঝাক। তারা সেটা করছেনা। এদেশে ভ্যাক ভ্যাক করে লাভ আছে?

    রোহিঙ্গারা তাদের অধিকার নিয়ে ফিরে যাক এটাই চাই, তবে এ অধিকার এ দেশে আরাম আয়েসে কাটিয়ে আন্দোলন করলে হবে না। এটি তাদের নিজেদের দেশে ফিরে গিয়ে করতে হবে। তারা সমসাময়িক এমন অনেক কিছুই করেছে যা শরনার্থী আইন ভঙ্গের সমান। সমাবেশ, আন্দোলন এসব করা মোটেই উচিত হয়নি।

    রোহিঙ্গাদের নিয়ে ব্যক্তিগতভাবে আমার সমব্যথী হবার কিছু নেই। কারন তাদের আদি ইতিহাস, আমাদের মুক্তিযুদ্ধকালীন তাদের অবস্থান, নিজেদের দেশে করা অরাজকতা, ইয়াবা ব্যবসা সহ নানাবিধ কর্মকান্ড সমব্যথী হতে বাধা দেয়। বরং আমরা তাদের আশ্রয় দিয়েছি তাদের এখন তা মনে হয়না। তারা চিরকালই অকৃতজ্ঞ।

    তবে তারা নিজেদের দেশে ফিরে যাক এটাই কাম্য।

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ