
নিজেকে সরিয়ে নেই
নিজেই নিজেকে,
যা দেখি, যা যা দেখি
অনেক কিছুই
দেখতে চাই-না/চাই-নি
তবুও দেখি, দেখি;
অপূর্ণ দোলাচল, অধেয়,
এ এক অদ্ভুত ক্রম/ক্রমশ বিভব, ত্রিশঙ্কুর;
অপ্রস্তুত কলম-হৃদয়
স্মিত অন্ধকারে ফেড়ে ফ্যালে,
অলীক সভ্যতা-ভাবনায়;
প্রতীতির রেশ ঘিরে দাঁড়ায়
অ-ক্লেশ আশ্বাসে, ইশারা-ভাষায়।
২৩টি মন্তব্য
সুপায়ন বড়ুয়া
“অপ্রস্তুত কলম-হৃদয়
স্মিত অন্ধকারে ফেড়ে ফ্যালে,
অলীক সভ্যতা-ভাবনায়; “
ভালোই হলো। শুভ কামনা
ছাইরাছ হেলাল
প্রথমে পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
সাবিনা ইয়াসমিন
অলীক সভ্যতার ভাবনায় সবাই আচ্ছাদিত হতে পারে না। আপনি সৌভাগ্যবান হয়ে গেছেন 😀😀
ছাইরাছ হেলাল
আপনার মুখে ফুল!
এতটা সৌভাগ্য যে কোথায় রাখি!
দারুণ মন্তব্য।
রেহানা বীথি
স্মিত অন্ধকারে ফেড়ে ফ্যালে,
অলীক সভ্যতা-ভাবনায়…
ভাবনার জয় হোক।
ছাইরাছ হেলাল
আচ্ছা, জয় চালু থাকুক।
ধন্যবাদ।
সুপর্ণা ফাল্গুনী
অনেক কিছু দেখে ফেলি যা দেখা উচিত নয় বা দেখতে চাই না।অপ্রস্তুত কলম-হৃদয়
স্মিত অন্ধকারে ফেড়ে ফ্যালে,
অলীক সভ্যতা-ভাবনায়; আপনার এই কথাগুলো বেশি ভালো লেগেছে। শুভ কামনা রইলো
ছাইরাছ হেলাল
আপনি মন দিয়ে পড়েন, সেটাই অনেক।
ভাল থাকুন।
সঞ্জয় মালাকার
অপ্রস্তুত কলম-হৃদয়
স্মিত অন্ধকারে ফেড়ে ফ্যালে,
অলীক সভ্যতা-ভাবনায়;
ভাবনার জয় হোক দাদা, শুভ কামনা🌹🌹
ছাইরাছ হেলাল
এমন জয় অবশ্যই আমাদের কাম্য।
কামাল উদ্দিন
সভ্যতার অন্ধকারে ঘাপটি মেরে থাকা অনেক কিছুই আমরা হয়তো দেখিনা বা দেখতে চাইনা, তবে ক্ষণে ক্ষণে সেটা ব্যপকভাবে প্রকাশিত হয়ে পড়ে এবং আমাদের দেখতেই হয়……..শুভ সকাল।
ছাইরাছ হেলাল
এই দেখা গুলো আমাদের চাওয়াকে উপেক্ষায় ফেলে জোর করেই দেখায়, দেখতে বাধ্য করে।
আপনার মন্তব্য তো সুন্দর হচ্ছে! ঘটনা কী!
কামাল উদ্দিন
মনে হয় কাকবাসী হওয়ার যোগ্য হয়ে উঠছি আমি 😀
কামাল উদ্দিন
আমি কবিতা বুঝিনা পোষ্ট দেওয়ার পর কবিতায় মন্তব্য করতে আর ডর লাগে না। যতোটা বুঝি বা না বুঝি একটা মন্তব্য করেই ফেলি, কারণ সবাই তো আগেই জানে আমি কবিতা বুঝি না…………তাই মনটা ফুরফুরে মেজাজেই থাকে 😀
ছাইরাছ হেলাল
বাহ, এই তো চাই।
আপনি আপনার মতই চালিয়া যাবেন।
আরে ধুর! বোঝাবুঝির কিচ্ছু নেই, এই লেখক ও অনেক কিছু বোঝে না, তবে বুঝতে চায়।
অবশ্যই ধন্যবাদ আপনাকে।
কামাল উদ্দিন
হে হে হে, তাহলে চালিয়েই যাই 😀
সুরাইয়া পারভীন
দেখতে না চাইলেও অনেক কিছু দেখতে হয়।
নিষ্ঠুর সময় দেখিয়ে যায় তার নিষ্ঠুরতা। প্রেমময় সময় দেখিয়ে যায় তার প্রেমের মাদকতা। কিছুটা ইচ্ছায় কিছু টা অনিচ্ছায় দেখতে হয় বৈকি।
ছাইরাছ হেলাল
জোর জবরদস্তি দেখছি সব কিছুতেই আছে, যুদ্ধে ও শান্তিতে।
ভাল থাকবেন আপনি।
নিতাই বাবু
কবিতা আমাকে ভাবিয়ে তুলে! কবিদের শব্দগুচ্ছ নিয়ে অনেকসময় ভাবি! কিন্তু হায়! ভাবনা আমার কুল-কিনারাহীণ অবস্থায় পতিত হয়! তবুও ভাবি! ভীষণভাবে ভাবি! বিশেষ করে ছাইরাছ দাদার লেখা কবিতার শব্দগুলো নিয়ে বেশি ভাবি!
জিসান শা ইকরাম
প্রতীতির রেশ ঘিরে থাকুক সারাক্ষণ
ফয়জুল মহী
নান্দনিক লিখনশৈলি ।
তৌহিদ
অনিচ্ছা সত্ত্বেও পৃথিবীর কলুষতার অনেক কিছুই আমাকে দেখতে হয়। এ দেখা দেখির মধ্যেই অনেক ভালো কিছু থাকে যা খুঁজে নিতে হয় মহারাজ।
দিন ভাল কাটুক এটাই কামনা।
সাদিয়া শারমীন
দারুণ বললেন।অনেক কিছুই দেখে ফেলি ইচ্ছা না থাকা সত্ত্বেও।