
বিশ্ব আজ দাপিয়ে বেড়ায়
অদৃশ্য কালো হাত
কান পাতলে শুনা যায় আজ
মূমুর্ষের কাতর আর্তনাদ।
কেউ তো আর বাড়িয়ে দেয় না
মমতা বাড়ানো হাত
তোমার শরীরে আঁচর লেগেছে
করোনার উৎপাত।
প্রিয়জনের লাশ পড়ে থাকে আজ
ভারী হয় ফুটপাত
পোষা কুকুর রাত জেগে থাকে
পাহাড়ায় কাটে রাত।
এমন সাহসী মহাপুরুষ তুমি
দাপিয়ে ঘুড়েছ আগে
কাপুরুষ তুমি পাইনি তো খোঁজে
লাশটি দাফনের লাগে।
বাড়ির আঙিনায় প্রার্থনায় বসে
তুলেছি দুই হাত
স্রষ্টার কাছে করি নিবেদন
সুমতি ফিরে পাক।
করোনা নামক বিষাক্ত ছোবলের
রুখে দাড়াও আজ
বাড়ি থেকে সবে প্রার্থনা করি
গড়ে তুলি রেওয়াজ।
নাকে মুখে আজ মাস্ক পড়ে যাই
সময়ের দাবী আজ
সাবান পানিতে হাত ধুয়ে যাই
কঠিন নয়তো কাজ।
বন্ধু তোমার ভালোর জন্য
যাই না তোমার পাশে
সবই তোমায় পুষিয়ে দেবো
করোনা দিনের শেষে।
লাশের মিছিলে কোন নাম আর
দেখতে চাই না আর
ঘরে থেকে তাই সময় কেটে যাও
প্রতিরোধ হোক করোনার।
২৩টি মন্তব্য
ফয়জুল মহী
সুচিন্তিত মনোভাবের প্রকাশ, ভালোই ।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ সাথে থাকার জন্য।
ভাল থাকবেন সবসময়। শুভ কামনা।
সুরাইয়া পারভীন
বাড়ির আঙিনায় প্রার্থনায় বসে
তুলেছি দুই হাত
স্রষ্টার কাছে করি নিবেদন
সুমতি ফিরে পাক।
সৃষ্টিকর্তা আমাদের রক্ষা করুন।
সুপায়ন বড়ুয়া
আমিন !
বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা।
বিপদে আমরা যেন না করি ভয়
ভাল থাকবেন আপু। শুভ কামনা।
ছাইরাছ হেলাল
জানি না আর কী কী দেখতে হবে!
হয়রান না হয়েই বিধাতার কাছে ফিরে ফিরে যাই।
সুপায়ন বড়ুয়া
প্রতিদিন স্বপ্ন দেখি
আগামী দিন যেন হয় সোনালী সুর্যের
রোগ, শোক ও দু:খ মুক্তির।
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
অনেক কিছু শেখালেন, দেখালেন আপনার কবিতার ছন্দে, কোনটাকে ভালো বলি পড়ে যাই দ্বন্দ্বে। ধন্যবাদ দাদা। ভালো থাকার চেষ্টা করি সবাই। শুভ কামনা রইলো
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ দিদি।
এই মানবতার বিপর্যয়ে
মানুষ যাতে ভেঙে না পড়ে
ঘুরে দাঁড়াক আবার বিশ্ব।
শুধু এই কামনায়।
মনোবল শক্ত রাকুন। ভাল থাকবেন।
জিসান শা ইকরাম
করোনায় মৃত্যুর পরে আত্মীয় স্বজন রা শেষ দেখাও দেখতে পারেন না, এটি খুবই কষ্টের।
এমন মৃত্যু আর দেখতে চাই না,
ছন্দের মাধ্যমে সুন্দর ভাবে উপস্থাপন করলেন।
শুভ কামনা দাদা।
সুপায়ন বড়ুয়া
সহমত। এই কষ্টটা কেউ বুঝতে চাচ্ছে না।
আগুন লাগলে দেবালয় রক্ষা পাবে না।
মহামারি কাউকে ছাড় দেবে না
সুবিধা ভোগী আর স্বার্থান্নেষী মহল আজ ও খেলছে।
যাক এটা নিয়ে লেখার চেষ্টা করব। শুভ কামনা।
সুরাইয়া নার্গিস
আল্লাহ্ রক্ষা করুন।
সুপায়ন বড়ুয়া
আমিন !
ভাল থাকবেন আপু। শুভ কামনা।
তৌহিদ
আমাদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনা থেকে বাঁচতে বিকল্প কিছু নেই।
এমন মৃত্যু যেখানে প্রাণপ্রিয় নিকট আত্মীয়রাও সৎকারে অংশগ্রহণ করছেনা ইচ্ছে থাকলেও। লাশের মিছিলে আর কেউ সামিল হোক এটা কাম্য নয়।
ভালো থাকবেন দাদা।
সুপায়ন বড়ুয়া
সহমত ভাইজান।
এর ভয়ঙ্কর রুপটা এখনো কেউ বুঝতে চাচ্ছে না।
যতক্ষন না নিজের ঘাড়ে আসছে।
ততক্ষনে কিছুই করার থাকবে না।
আজ স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই।
ভাল থাকবেন। শুভ কামনা।
মনির হোসেন মমি
অনন্য প্রকাশ স্মৃতিতে জাগ্রত থাকবে অনন্তকাল।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ সাথে থাকার জন্য।
ভাল থাকবেন সবসময়। শুভ কামনা।
রেহানা বীথি
দাদা, আর কত ভয়াবহতা দেখতে হবে জানি না। ক্ষমা করুন আমাদেরকে পরম করুণাময়। খুব সুন্দর লিখেছেন।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ আপু।
বিপদ কেটে যাবে। মনোবল শক্ত রাখুন।
শুভ কামনা।
ইঞ্জা
বন্ধু তোমার ভালোর জন্য
যাই না তোমার পাশে
সবই তোমায় পুষিয়ে দেবো
করোনা দিনের শেষে।
লাশের মিছিলে কোন নাম আর
দেখতে চাই না আর
ঘরে থেকে তাই সময় কেটে যাও
প্রতিরোধ হোক করোনার।
বেশ বলেছেন দাদা, এইভাবেই ঘরে ঘরে প্রতিরোধ গড়ে উঠুক করোনার বিরুদ্ধে।
সুপায়ন বড়ুয়া
সেটাই তো।
নিজেরা বাঁচার জন্য। ঘরে ঘরে প্রতিরোধ।
ভাল থাকবেন। শুভ কামনা।
ইঞ্জা
শুভকামনা দাদা।
হালিম নজরুল
বন্ধু তোমার ভালোর জন্য
যাই না তোমার পাশে
সবই তোমায় পুষিয়ে দেবো
করোনা দিনের শেষে।
———লাভ ইউ।
সুপায়ন বড়ুয়া
লাভ ইউ টু মাই ডিয়ার !
ভাল থাকবেন। শুভ কামনা।