
পৌষ পাবণের পিঠা উৎসবের
সেদিন সকাল বেলায়
বিষন্ন বদনে মনে পড়ে যায়
বন্ধু তোমরা আছ কোথায় ?
বন্ধুরা সব এসেছিল
মাকে খুঁজে পায়।
ঘুম কাতুরে চোখটা খুলে
পিঠা খেতে চায়।
রাতের বেলা সব ছেলেরা
লাকড়ি নিয়ে আসে।
ধান কাটার ঐ জমিটাকে
চুলা বানিয়ে বসে।
আনন্দটা বাড়িয়ে যায়
সব ছেলেদের পরীক্ষা শেষে।
শীত মৌসুমের ভাপা পিঠা
প্রতিক্ষিত পৌষের মাসে।
কুয়াশা ঝড়া শীতের রাতে
তাসের আড্ডায় মেতে উঠে
হারিকেনের মিষ্টি আলোয়
খিড়া ক্ষেতের টঙের বাটে।
আকাশ থাকে চাঁদের প্রহর
মিটি তারায় জ্বলে আলো।
ভাপা পিঠায় মিঠাই হবে
খেজুর রসে আগুন জ্বালো।
আজ ও আমি খুঁজি ফিরি
হারানো সেই দিনগুলি।
প্রথম পিঠা আমায় দিয়ে
বলতো সবাই অঞ্জলী।
গরম পিঠা মুখে পুড়ে
মজা লুটে সবগুলি।
লজ্জায় আমি মুখ রাঙিয়ে
আজ ও খুঁজি সুখগুলি।
বন্ধু তোমরা আছো যেথায়
এসো সবাই আবার মিলি।
পৌষ পাবণের এমনি দিনে
মাকে দিই অঞ্জলী !
২৬টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
আহা, ছোটবেলার শীত-রাতের পিঠার আয়োজন মনে পড়ে গেলো। মায়ের চারপাশ ঘিরে বসে বসে পিঠা বানানো আর হাসি গল্পে আনন্দের ক্ষণ গুলোর তুলনা নেই। সাথে থাকতো প্রতিবেশি আর বন্ধুরা। এখন সেই দিনগুলো হারিয়ে গেছে খোলা ছাদে বারবিকিউ পার্টির দৌড়াত্বে।
সুন্দর কবিতা,
শুভ কামনা সুপায়ন দাদা 🌹🌹
সুপায়ন বড়ুয়া
সেই দিন তো পাইনা খুঁজে
বারবিকিউর নতুন সাজে।
ভালই বলেছেন সুপ্রিয়।
ধন্যবাদ সাথে থাকার জন্য।
শুভ কামনা সবসময়।
সুপর্ণা ফাল্গুনী
আহ্! এমন নিমন্ত্রণ কি ফেলা যায় দাদা? কতকিছু মনের জানালায় উঁকি দিয়ে গেল। ধন্যবাদ দাদা। শুভ কামনা
সুপায়ন বড়ুয়া
নিমন্ত্রন যায় না ফেলা
চলে আসবেন ভোরের বেলা।
ধন্যবাদ, শুভ কামনা।
অনন্য অর্ণব
আজ ও আমি খুঁজি ফিরি
হারানো সেই দিনগুলি।
প্রথম পিঠা আমায় দিয়ে
বলতো সবাই অঞ্জলী।
এমন অঞ্জলী ফিরে আসুক জীবনের প্রতিটি পার্বণে। শুভেচ্ছা সতত।
সুপায়ন বড়ুয়া
প্রতীক্ষায় থাকি বন্ধু
শুভেচ্ছা অবিরত।
অনন্য অর্ণব
আসবে একদিন ইনশাআল্লাহ। তবে পৌষ সংক্রান্তি উৎসব এ দেরিতে পোস্ট করাটা ঠিক হয়নি। প্রতিটি স্টেপকেই সমান গুরুত্ব দেওয়া উচিত। কি বলেন ?
ছাইরাছ হেলাল
সেই পিঠে-পুলির সুখ আজ আর খুঁজে পাই না।
দারুণ উপভোগ্য লেখা।
সুপায়ন বড়ুয়া
হারিয়ে খুঁজি তারে
ফিরে আসুক বারে বারে।
ধন্যবাদ। শুভ কামনা
ভাল থাকুন সবসময়।
ফয়জুল মহী
অনন্যসাধারণ লিখনী । শুভেচ্ছা সতত ।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ সুপ্রিয়
শুভকামনা অবিরত।
ইসিয়াক
খুব সুন্দর। শুভেচ্ছা রইলো ।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ পাশে থাকার জন্য।
শুভ কামনা সবসময়।
নিতাই বাবু
আপনার কবিতা পড়ে ছোটবেলার কথা মনে পড়ে গেলো দাদা। সত্যি খুব সুন্দর এবং ভালো লিখেছেন। শুভকামনা থাকলো।
সুপায়ন বড়ুয়া
সকল কাজের কাজী
ছিলাম একটা পাঁজি।
তাই সোনেলায় সুযোগ পেয়ে
লেখায় ধরলাম বাজি।
শুভ কামনা দাদা। ভাল থাকবেন সবসময়।
তৌহিদ
দাদা এত সুন্দর একটি কবিতা এটি সোনেলার পৌষ সংক্রান্তি প্রতিযোগীতায় দিতে পারেন কিন্তু। শিরোনাম এডিট করে সামনে পৌষ সংক্রান্তি উৎসব লিখে দিন।
সুপায়ন বড়ুয়া
ও ! তাই নাকি ?
আপনাকে কথা দিয়েছিলাম
তাই তো লিখলাম।
এডিট করলাম ঝটপট।
শুভ কামনা ! ভাল থাকবেন সবসময় !
তৌহিদ
ধন্যবাদ দাদাভাই।
দেবজ্যোতি কাজল
পিঠে এখন পিঠে সয় না
সুপায়ন বড়ুয়া
ভালই বলেছেন।
ধন্যবাদ সাথে থাকার জন্য।
শুভ কামনা।
জিসান শা ইকরাম
স্মৃতির কবিতা,
অনেক ভাল লেগেছে দাদা।
শুভ কামনা।
সুপায়ন বড়ুয়া
পৌষ পাবনের পিঠা খেতে
স্মৃতি হাতড়ে বেড়াই।
ধন্যবাদ। শুভ কামনা।
রেহানা বীথি
আপনার লেখা কবিতা পড়ে ছোটবেলার কথা মনে পড়ে গেল দাদা। খুব সুন্দর লিখেছেন।
সুপায়ন বড়ুয়া
হারিয়ে খুঁজি তারে
কেউ কি ফিরিয়ে দিতে পারে
মুছে যাওয়া শৈশবের স্মৃতিটারে ?
ধন্যবাদ আপু, ভাল লাগার জন্য
শুভ কামনা।
বন্যা লিপি
ছন্দে ছন্দে হাতরে ফেরা
শৈশবের সেইসব স্মৃতীর ভারা।
পিঠেপুলির নিমন্ত্রনে আসুক ফিরে
হারিয়ে যাওয়া সব বন্ধু ওরে!
শুন্য হয়ে আছে পরে জমির আল
স্মৃতীর ভারে আজো ভেজে চোখের কোল।
দাদা, চেষ্টা করলাম মাত্র ছন্দ মেলাতে।এ আমার কম্মো নয়😢 মাফ চাই।
আপনি ছন্দের রাজা। চমৎকার লিখেছেন।
তবে আর ফেরানো যায়না হারানো সেই দিনগুলি।
সুপায়ন বড়ুয়া
প্রজন্ম একাত্তর,
আপনার জন্য প্রার্থনা
ভালই লিখলেন, চালিয়ে যান
আপনার জন্য শুভ কামনা।