
রাতের আঁধার কেটে সূর্য উঠার আগে
ভোরের পাখিরা তখনো উঠেনি জেগে
কোকিলের সুমধুর সুরে ঘুম ভেঙে যায়
পূবআকাশে উদীয়মান সোনালী সূর্যের আভায়
পোষ মানা শালিক গান গেয়ে যায়
আলো ঝলমলে তারায় সুরের মায়ায়
সোনালী আলোয় মোড়ানো একটি দিন
শুভ হোক পিতা, আজ তোমার জন্মদিন !!
পাড়ার কৃষক নাঙল দিয়ে যায় মাঠে
একটি বাড়ি একটি খামারে নতুন সূর্য উঠে।
শ্রম দিয়ে যায় জেগে উঠা তটে
ফসল ফলাবে তিনি জমিদার বটে।
সোনার ফসলে উঠে মাট ভরে
গর্বিত বুকে আনন্দ অশ্রু ঝরে।
বাড়ির আঙিনায় শোভিত রক্ত গোলাপ
মাথা নেড়ে তাই বলে উঠে আজ
সৌরভ মাখানো আলোকিত একটি দিন
শুভ হোক পিতা, আজ তোমার জন্মদিন !!
বিধবা বোনটি তাঁত বুনে যায়
শাড়ি নিয়ে যায় হাটে।
স্নেহের শিশুটি পাঠশালায় যায়
নতুন বইয়ের গন্ধ শুকে।
দিবা স্বপ্নে দিন কেটে যায়
নতুন তাঁতের আশায়
পৌষ পাবনে কিনবে এবার
শিক্ষা বৃত্তির টাকায়।
নতুন দিনের স্বপ্ন দেখে
নতুন আলোর দিন।
স্বাধীন দেশের মহান পিতার
শুভ জন্ম দিন !!
(ছবি বইমেলা ২০২০)
২৮টি মন্তব্য
ছাইরাছ হেলাল
শত সহস্র শ্রদ্ধা এই মহান মানুষটির জন্য।
এমন করে শ্রদ্ধা সবাই জানেতে পারে না।
অনেক ধন্যবাদ, ভাই।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ মহারাজ হেলাল ভাই
আপনার প্রশংসিত মতামত শিরোধার্য।
করোনা আতন্কে কাটে দিন।
পিতা তুমি, পাশে থেকো
শুভ তোমার জন্মদিন !!
সুপর্ণা ফাল্গুনী
শুভ জন্মদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। খুব সুন্দর হয়েছে কবিতা। ধন্যবাদ দাদা
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ দিদি। আপনার প্রশংসা শিরোধার্য।
পিতা,
তোমার জন্য লিখে যাই
শুধিতে রক্ত ঋন
স্মৃতির পাতায় থাকে অমলিন
তোমার জন্ম দিন !!
ফজলে রাব্বী সোয়েব
বাংলাদেশ ও জাতির পিতা একে অপরের পরিপূরক
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ।
মুজিব মানে আর কিছু না
এক নদী রক্ত।
তাই তো আমরা মুজিব সেনা
জাতির পিতার ভক্ত।
জয় বাংলা।
রেহানা বীথি
দাদা, খুব সুন্দর লিখেছেন।
জাতির পিতার জন্মদিনে গভীর শ্রদ্ধা।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ আপু।
আপনারা আছেন বলেই লেখার প্রেরণা পাই
করোনা মুক্ত শুভ কামনা তাই।
ফয়জুল মহী
শ্রদ্ধাসহকারে ভালোবাসা নিবেদন ।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ সাথে থার জন্য।
শুভ কামনা।
প্রদীপ চক্রবর্তী
শুভ জন্মদিন হে মহানায়ক।
লাখো সালাম।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ।
পিতার জন্মদিনে মুজিবীয় শুভেচ্ছা।
জয় বাংলা।
মনির হোসেন মমি
নতুন দিনের স্বপ্ন দেখে
নতুন আলোর দিন।
স্বাধীন দেশের মহান পিতার
শুভ জন্ম দিন !!
এমনি ক্ষণগণনায় বিনম্ভ্র শ্রদ্ধা জাতির পিতা।
সুপায়ন বড়ুয়া
শত বছরের জ্বলজ্বলে তারায়
ভেষে উঠে একটি নাম
স্মৃতির মানষ পটে থাকে অমলিন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
শুভ কামনা। ভাল থাকবেন।
হালিম নজরুল
পিতার প্রতি অপার শ্রদ্ধা
সুপায়ন বড়ুয়া
স্মৃতির মানষ পটে থাকে অমলিন
পিতা তোমার শুভ জন্মদিন।
শুভ কামনা।
তৌহিদ
চমৎকার লিখেছেন দাদা।
বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা জানাই এই মহান নেতার প্রতি। মুজিববর্ষ সফল হোক এটাই কাম্য।
ভালো থাকবেন।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ। প্রশংসায় অনুপ্রাণিত।
মুজিব মানে আর কিছু না
এক নদী রক্ত।
আমরা সবাই মুজিব সেনা
আমরা মুজিব ভক্ত।
শুভ কামনা। ভাল থাকবেন সবসময়।
জিসান শা ইকরাম
খুব সুন্দর ভাবে শুভেচ্ছা জানালেন দাদা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এর প্রতি আন্তরিক শ্রদ্ধাঞ্জলী।
সুপায়ন বড়ুয়া
করোনা আতন্কে মনটা ছিল বিষন্নতায় ভরা
পিতার শতবর্ষ জন্মদিনে দুকলম লিখব
তাও আসছিলনা কলমে।
আপনাদের অনুপ্রেরণায় লেখা হবে না তা কি করে হয়?
ধন্যবাদ খোদা , অবশেষে লেখা হলো।
দুকলম লিখে ঋন শোধ করলাম।
শুভ কামনা। ভাল থাকবেন সবসময়।
আলমগীর সরকার লিটন
চমৎকার লেখেছেন কবি দা
অনেক বিনম্র শ্রদ্ধা জানাই
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ সাথে থাকার জন্য।
পিতার জন্মদিনে মুজিবীয় শুভেচ্ছা।
জয় বাংলা।
সাবিনা ইয়াসমিন
যার কারণে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছে তার বিদেহী আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলী। তিনি অমর হয়ে থাকুক জাতির অন্তরে – আদর্শে।
শুভ কামনা দাদা 🌹🌹
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ আপু।
আমার আপুর বিনম্র শ্রদ্ধা দেরীতে এলো বলে পৌঁছাতে দেরী করবোনা
লেইট ইস বেটার দেন নেভার
শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
সুন্দর ক্ষমা সুন্দর প্রতিউত্তরের জন্যে একরাশ মুগ্ধতা রইলো দাদা। ব্যস্ততা আমায় নিয়মিত হতে দিচ্ছে না। তবে আশেপাশেই থাকি প্রতিনিয়ত, আপনাদের থেকে খুব বেশি দূরে যাওয়া হয়না 🙂
সুপায়ন বড়ুয়া
তবুতো পাশে আছে বোনটি আমার
সময় খুঁজে নেয়া ও একটা আর্ট ও স্মার্টনেস।
ধন্যবাদ। শুভ কামনা।
সঞ্জয় মালাকার
শত সহস্র শ্রদ্ধা এই মহান মানুষটির জন্য।
আপনার জন্য শুভ কামনা
সুপায়ন বড়ুয়া
পিতা আজও বেঁচে আছি
শুধিতে রক্ত ঋন।
শত বর্ষ জন্মদিনে
শুভ জন্মদিন !
ধন্যবাদ সাথে থাকার জন্য।
শুভ কামনা।