পরবের চিকন চাঁদ

সাদিক মোহাম্মদ ৩০ জুলাই ২০১৪, বুধবার, ১১:১৩:০৮অপরাহ্ন কবিতা ৪ মন্তব্য

আতশবাজীর ঝলকে চমকে উঠেছে লোকালয়
পথে পথে আলোর ফোয়ারা
সাজবাতির সমাহার

অথচ পরবের চাঁদের চিকন চুমু
জোটেনি সব উঠোনে
বিপন্ন শিকোয় জমা নেই দু’বেলার আহার
সঞ্চিত উল্লাস
দূরাগত কলের গানে করুন সুর
নিপীড়িতের অশ্রুভেজা ব্যঞ্জনা
নতুন জামায় রক্তছোপ
বারুদের গন্ধ
দিগন্ত জুড়ে অশনি-আঁধার

মানবতার শতছিন্ন শামিয়ানার নিচে
কতোক শুভেচ্ছাপত্র আর মোবারকবাদে
কী করে জমে ওঠে বারোয়ারি উৎসব- আয়োজন

৫৯৩জন ৫৯৩জন
0 Shares

৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ