আতশবাজীর ঝলকে চমকে উঠেছে লোকালয়
পথে পথে আলোর ফোয়ারা
সাজবাতির সমাহার
অথচ পরবের চাঁদের চিকন চুমু
জোটেনি সব উঠোনে
বিপন্ন শিকোয় জমা নেই দু’বেলার আহার
সঞ্চিত উল্লাস
দূরাগত কলের গানে করুন সুর
নিপীড়িতের অশ্রুভেজা ব্যঞ্জনা
নতুন জামায় রক্তছোপ
বারুদের গন্ধ
দিগন্ত জুড়ে অশনি-আঁধার
মানবতার শতছিন্ন শামিয়ানার নিচে
কতোক শুভেচ্ছাপত্র আর মোবারকবাদে
কী করে জমে ওঠে বারোয়ারি উৎসব- আয়োজন
৪টি মন্তব্য
শুন্য শুন্যালয়
এটাই যে জীবন, একদিকে আয়োজন অন্যদিকে বেঁচে থাকার রসদ আহরণ …
সাদিক মোহাম্মদ
কখন মনে হয়, এতোটা সংগ্রামমুখর না হলেই কী চলতো না জীবনের…
ইকু
ভালো লাগলো 🙂
সাদিক মোহাম্মদ
ধন্যবাদ…