{}হ্যালো, হ্যালো নৈঃশব্দ কি বাড়ী আছেন?
রঙচঙে মোড়কে সাজিয়ে বেশ একটি উপহার পাঠিয়েছেন আপনি,
গ্রহণ করার মতো ক্ষমতা আমার নেই।
হ্যালোওওওওওওওও, নৈঃশব্দ কি আছেন? ফোনের ওপাশে কে? দেখুন খুব দরকার উনাকে।
হয় কথা বলুন, নয়তো রেখে দিন।
নীরবতা পাবার জন্যে ফোন বিল দেয়া সম্ভব না আমার পক্ষে।
অদ্ভূত তো!
—“কে বলছেন? নৈঃশব্দ এখন বাড়ীতে নেই।”
{}তা আপনি কে? এতোক্ষণ থেকে চুপ মেরে ফোন ধরে বসেছিলেন?
—“আমি হলাম কংক্রিটের শহরের জমকালো এক অট্টালিকার ঐশ্বর্যের আর্তনাদ।”
{}বেশ বলেছেন তো! তা আপনি কি জানেন এই উপহার কেন পাঠিয়েছে নৈঃশব্দ?
—“বিলবোর্ড এবং অজস্র আলোয় ডুবে থাকা নগরের নাগরিক কোলাহলে নীরবতার সাথে আহ্লাদীপনা পাওয়া যায়না। নিজের সত্ত্বার সাথে প্ল্যানচেট করে নিঃশ্বাস এবং বেঁচে থাকা, তাই নয় কি?”
{}ভুল! খসে পড়া তারা দেখা যায়। হাত বাড়ালেই আকাশ ছোঁয়া যায়। সন্ধ্যে বেলায় মন চাইলেই যে-কোথাও ইচ্ছেও যাওয়া যায়। এমনকি নৈঃশব্দের সাথে নীরব কথোপকথনও করা যায়। প্রাণ খুলে রবীন্দ্রনাথের গান থেকে জীবনানন্দের কবিতা যখন ইচ্ছে তখন দরাজ কন্ঠে পথেই বলা যায়। আর কি চাই?
মানুষের স্বভাব হলো খুঁচিয়ে খুঁচিয়ে দুঃখ তৈরী করা, হাসির ভেতরেও দীর্ঘশ্বাস সাজিয়ে রাখা।
—“এই যে শুনুন এবার আমি ফোন রাখবো। নৈঃশব্দ বাড়ী নেই, তাও কথা বলেছি অনেকক্ষণ…।”
{}আপনি কি ফোন রাখবেন? দিয়েছি তো আমি। শুনুন, আপনার নৈঃশব্দকে বলে দেবেন আমার উঠোন জুড়ে সবুজ, আকাশ ভরা নীল আর দু’ চোখের ভেতর সমুদ্র আছে। ওসব খামখেয়ালী হা-পিত্যেশ নিয়ে আমার নিঃশ্বাস চলে না।
হ্যামিল্টন, কানাডা
১০ ডিসেম্বর, ২০১৫ ইং।
**চেষ্টা করছি হাল্কা নীলাভ আলোয় সাজাতে আমার চারপাশ। একা একা কি আর সাজানো যায়?
৩৮টি মন্তব্য
অরুনি মায়া
তুমি তো বেশ শক্ত মনের অধিকারিণী আপু , তবে আজ কেন একা বোধ করছ?
নৈ:শব্দ বুঝি শব্দ করতে জানে! সেতো মানুষের ভাষায় কথা জানেনা | তার সুর অন্যরকম |
নীলাঞ্জনা নীলা
একা কোথায় অরুনি আপু? আমার প্রিয় মানুষটা ঠিক আমার পাশে। 🙂
নীলাঞ্জনা নীলা
ওহ অরুনি আপু বুঝেছি তুমি একা যে বলেছো কেন! একেবারে শেষের লাইনটা পড়ে, তাই না? ওই লাইনটা লিখেছিলাম শুধু আমার সোনেলা পরিবারের সদস্যদের উদ্দেশ্য করে।
ফ্রাঙ্কেনেস্টাইন
আপনার চিন্তা এত গভীরে যায় কিভাবে ? 😮
প্রত্যেকটা লেখায় অসাধারণ একটা ছাপ দিয়ে দেন 🙂
নীলাঞ্জনা নীলা
অনেক বেশী উপরে উঠিয়ে দিলেন। লিখতে পারি কোথায়?
কিন্তু আপনাদের এমন উৎসাহ আমাকে লিখিয়ে নেয়। কৃতজ্ঞ আমি। 🙂
ভোরের শিশির
ভাল লেগেছে দিদি।
শুভেচ্ছা -{@
নীলাঞ্জনা নীলা
অসংখ্য ধন্যবাদ নীতেশদা এতো সুন্দর মন্তব্যের জন্যে। -{@
ভোরের শিশির
-{@
তানজির খান
”নৈঃশব্দ” তুমি কলরব হয়ে আসো। -{@ -{@ -{@
নীলাঞ্জনা নীলা
নৈঃশব্দই এক অন্যরকম কলরব। একদিন কলরবও আসবে নৈঃশব্দ হয়ে। 🙂 -{@
তানজির খান
ভাল বলছো আপি -{@
নীলাঞ্জনা নীলা
🙂 -{@
অপার্থিব
ভাল লাগলো আপনার ভাবনা। মাঝে মধ্যে মনে হয় নৈঃশব্দের মাঝে লুকিয়ে জগতের সকল শান্তি…
নীলাঞ্জনা নীলা
ঠিক বলেছেন নৈঃশব্দের মধ্যে কিন্তু স্বস্তিরও বাস।
অসংখ্য ধন্যবাদ অন্যরকম এক মন্তব্য দেয়ার জন্যে। 🙂
জিসান শা ইকরাম
একা একা যা খুশী বলা যায়,
কল্পনায় কথা বলা যায় নির্বাক কারো সাথে।
তবে বাস্তবে নীলাভ আলো চারদিক জ্বালানো সম্ভব না।
ভালো লেগেছে ছোট কথোপকথন -{@
নীলাঞ্জনা নীলা
আমি বড়ো পজিটিভ। নীল আলো জ্বলবেই। স্বপ্ন ছাড়া মানুষ বাঁচতে পারেনা। আর হাল্কা নীলচে আলোতেই স্বপ্ন সাজে সুন্দর।
আশা ছাড়তে নাই।
তবে একটা কথা নানা, অদেখা মন্তব্যে এমন পুরোনো কিছু লেখার নাম আসছে, সেসবের পোষ্ট নেই। আবার কিছু কিছুর পোষ্ট আছে, মন্তব্যের পরেও অদেখা হিসেবে থেকেই যাচ্ছে। এর সমাধান কি? এই সমস্যা থেকে মুক্তি চাই। আমাদের মডু কই? উনার সাথে তো তোমার ডিরেক্ট যোগাযোগ। বলে দিও ঠিক করতে। নইলে কনফার্ম লাঠি-বাঁশ নিয়া আসমু, কইয়া দিলাম। :@
জিসান শা ইকরাম
অদেখা মন্তব্যের সমস্যার সমাধান হয়ে যাবে দ্রুতই আশা করি।
অদেখা মন্তব্যের উপর ক্লিক করলে তো আর থাকার কথা না, আমার কোন অদেখা মন্তব্য ক্লিক করার পরে থাকেনা।
নীলাঞ্জনা নীলা
আরে এখনও প্রচুর থেকে গেছে। বড়োই ঝামেলায় আছি। কিছুতেই যাচ্ছে না। ;(
জিসান শা ইকরাম
যে লেখাগুলো নেই, তা ফিরিয়ে আনা হচ্ছে।
দ্রুত মন্তব্য দেখে নিলে অদেখা মন্তব্য আর থাকবে না।
নীলাঞ্জনা নীলা
নানা আজ সময় পেয়েছি। কতো কতো মন্তব্যের উত্তর দেয়া হয়ে ওঠেনি। এখন সেটাই দেখছি। 🙁
রিমি রুম্মান
বাহ্ ভিন্নরকম লেখা তো নীলা’পু !!
সাজুক চারিপাশ হালকা নীলাভ আলো’য় । -{@
নীলাঞ্জনা নীলা
রিমি আপু সেদিন এক নীলচে আলোতে, নীল নীল প্রেম নিয়ে, ভাবনায় ডুবে লিখেছিলাম।
ঠিক অমন সময় খুব প্রিয় মানুষটির ফোন। 🙂
অফুরান ভালোবাসা আপু তোমাকে -{@ (3
ছাইরাছ হেলাল
নৈঃশব্দের শব্দ ধারণ সহজ কথা নয়,
আপনি সহজেই তা পেরেছেন। ভালই লিখেছেন, যেমন আপনি লেখেন।
নীলাঞ্জনা নীলা
আপনার মন বিশাল বড়ো, তাই এতো সুন্দর করে সামান্য এই লেখাটিকে কি দারুণ মন্তব্যে অলঙ্কৃত করলেন!
অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন। 🙂
শুন্য শুন্যালয়
নৈঃশব্দ কি উপহার পাঠালো নীলাপু, তাতো বললে না!
নৈঃশব্দের সাথে কথা বলতে গিয়ে ঐশ্বর্য্যের আর্তনাদের সাথে কথা বলা!! অসাধারন নীলাপু, এটা তোমার অনেক বেস্ট লেখার একটি। খুঁচিয়ে খুঁচিয়ে দুঃখ তৈরি করার কি প্রয়োজন, যদি দুচোখেই সমুদ্র থাকে! গভীরতা কি কম আপু? নাকি নিজেকেই ঠকানো? স্বত্বার সাথে প্ল্যানচেট, ভেবে দেখলাম, নিঃশ্বাস ছাড়াও নাকি হার্ট বিট করে।
অসাম লেখা নীলাপু। -{@
নীলাঞ্জনা নীলা
শুন্য আপু ভেবে পাচ্ছিনা কি বলবো। এতো অনন্য মন্তব্য মনে হয়না এ জীবনে আমার কোনো লেখা পেয়েছে।
নৈঃশব্দ আমাকে যে উপহার পাঠিয়েছে, সে যদি বলি লজ্জ্বা পাবে তো লজ্জ্বাও। কি হবে লজ্জ্বাকে লজ্জ্বা দিয়ে? শেষে আমার এই লজ্জ্বার হাসিটুকু রাখবো কোথায়? বলো!
আপু আমি নিজেকে এমনভাবে গুছিয়ে রাখি, পাওয়া-না-পাওয়ায় কিছু এসে যায়না। এই হাসিটা খুব সত্যি, নিজের সত্ত্বাকে কখনো ফাঁকি দিতে জানেনা। আসলে শেখেনি।
লেখাটি যা নয়, তার থেকে অনেক বেশী ভালোবাসা পেয়ে গেছে তোমার থেকে। তোমার মধ্যে একটা গুণ আছে, আর তা হলো ভালোবাসতে পারা। অফুরান ভালোবাসা আপু। ভালো থেকো, স্বস্তিতে থেকো। -{@ (3
তোমার জন্যে। আজ এখানে সারাদিন ধরে বৃষ্টি।
https://www.youtube.com/watch?v=u8Cd5zg8D_8
মোঃ মজিবর রহমান
শুনুন, আপনার নৈঃশব্দকে বলে দেবেন আমার উঠোন জুড়ে সবুজ, আকাশ ভরা নীল আর দু’ চোখের ভেতর সমুদ্র আছে। ওসব খামখেয়ালী হা-পিত্যেশ নিয়ে আমার নিঃশ্বাস চলে না।
(y)
নীলাঞ্জনা নীলা
মজিবর ভাই বলেছেন তো ঠিক করে? 🙂
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
আমরাও বলে দেবো কি আপু -{@
নীলাঞ্জনা নীলা
মনির ভাই প্রশ্ন করতে হয় নাকি? অবশ্যই বলবেন। -{@
মিথুন
হ্যালো, হ্যালো নীলা আপু কি বাড়ী আছেন? আপনি যেই উপহার পাঠিয়েছেন, তাতো আমি এখনো পেলাম না। আমার অনেক দুঃখ, নতুন করে আর খোঁচাখুঁচি করতে হবেনা। কি দারুন লেখা, আমিও এমন করে কথোপকথন লিখবো ভাবছি, কিন্তু কার সাথে ;?
হ্যালো হ্যালো নীলা আপু, নৈঃশব্দের সাথে সাথে কি আপনিও বাড়ি থেকে চলে গেলেন?
নীলাঞ্জনা নীলা
আরে বলছি তো হুম আমি আছি।
হ্যালো, হ্যালো মিথুন আপু, কোথায় আপনি? ও মা এখনও উপহার পাননি? হায় হায়! ডাকপিয়নের কি হলো তবে? আপনার এরিয়ার ডাকপিয়নের খবর নিন, দেখুন তো ভালো আছে কিনা!
আর আমি নৈঃশব্দের সাথে বাড়ি থেকে যাইনি। রোগীদের সাথে এতো ব্যস্ত ছিলাম, সোমবার অফ তাই শান্তি। ওহ ফেসবুকে অবশ্য যাওয়া হয়েছে। ওখানে তো আর মন দিয়ে পড়তে হয়না। কিন্তু বাসে দাঁড়ানো বা বসে থাকার সময়গুলো কেটে যায়।
ভালো থাকুন মিথুন আপু। খুব সুন্দর মন্তব্যের জন্যে -{@
মরুভূমির জলদস্যু
নৈঃশব্দ আসলেই বাড়ী থাকে না। শুধু বাড়ী কেন, আশে পাশেও থাকতে দেখি না আজকাল।
নীলাঞ্জনা নীলা
নৈঃশব্দ আমার জীবনেই নেই। আমি একা, চুপচাপ অসম্ভব! এমন রাতে গান চলতেই থাকে। 🙂
প্রলয় সাহা
ভালো লাগা আর ভালোবাসা দু’টোই রেখে গেলাম দিভাই।
নীলাঞ্জনা নীলা
অনেক সুন্দর করে দুটোকেই সুরক্ষিত স্থানে রাখলাম। কখনো হারাবে না। 🙂
সাঞ্জনা চৌধুরী জুঁথী
তোর একার সাথে একা কথা বলার অভ্যাসটা আর গেলে না।পাগলামীটা এবার ছাড়…..নয়লে, বুঝতেই পারছিস আগামীতে তোর কি হতে পারে 😀
নীলাঞ্জনা নীলা
:D) :D)
হাহাহাহাহাহাহাহাহাহাহাহাহা………
ও আর যাবে না রে। ওই পাগলামীটা আছে বলেই এখনও আমায় চেনা যায়। ফরমাল আমায় প্রিয় বন্ধুদের সামনে এনে রাখবো না।
পাবনা নয়তো রাঁচি খরচ তোর কিন্তু 😀