691f467c976e2d67ca30111a581c9e3e0cff15c522869e299e88b334179fbfed
আকাশের সাথে গল্প হবে আজ

7d328236a6de0c8b51c3c4b1dcedd0431c17b68e572170b7d5aefc6a6136b766
মেঘ পেতে দিয়েছে চাদর,
বেশ একটা আসর বসেছে।
ওখানেই আজ নয় বিকেলটা কাটুক চা কিংবা কফিতে চুমুক দিয়ে!
চিঠি দিয়ে খবর পাঠালো নীল পাহাড়
আর টেলিফোন করলো মেঘের বিদ্যুৎ।
ভেবেই নিলাম,
যদি বৃষ্টি হয় হোক, ভিঁজলামই নয় অঝোরে
অথবা হাল্কা টুপটাপ।
d004fe6bda2b1436facd732358585fd15f42dff41f9713f53074df60cf5261cf
তারপর ফিনফিনে সন্ধ্যের সময় সূর্য যখন বিশ্রাম নিতে আসবে
ওকে এই চাদরটায় বসতে দিয়ে ভেবেছি
নীল পাহাড়ে যাবো।
তারপর ওখানে গিয়ে জ্যোৎস্না কুড়িয়ে নিয়ে মাখবো চোখে-মুখে-গালে
সবশেষে প্রাহরিক ধারাপা্ত গুণবো পাহাড়ের গায়ে হেলান দিয়ে।

ff32fc7ebee98ce9ae7fb73ac2ac60fd1fd90475daef360663870dd8f14c12d1 [320x200]
আমাকে ছুঁয়ে ঝর্ণা্র জল গড়িয়ে যাবে পাশের নীল সমুদ্রে
আমি তাই নীল পাহাড়ের পাদদেশের একটা নাম রেখেছি
সামুদ্রিক ধবল জ্যোৎস্না।
ঝর্ণার জলকে আদরে আদরে জড়িয়ে নেবে চাঁদের ওই আলো।
আজ ওই মেঘ আর নীল পাহাড়ের সাথেই সময় কাটাবো
কোনো রাজহংস ছাড়াই,
ঝর্ণা-সমুদ্র আর জ্যোৎস্নাকে ছুঁয়ে।

হ্যামিল্টন, কানাডা
১৩ আগষ্ট, ২০১৫ ইং।

 

১০৯২জন ১০৯১জন
0 Shares

৩৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ