
তুমি বললে,
ভুল বুঝছো আমায়…..
আমি বললেম,
সঠিক যে কি? আমার যে জানা নাই!!
অজস্র কথার ভীড়ে ঠেলে ঠেলে এগোতে চাইলাম আলোর পথে।
মধ্য পথে সাঁকো ছিড়ে রইলো বেলাশেষে।
তুমি বললে,
ছুঁতে দাও তোমার আঙুল।
আমি বললেম,
কালশিটে পড়ে পুরাতন ক্ষত ভড়ে আছে অনামিকা।
আঙুলের ফাঁক গলে সোনা রোদ্দুর,
পিছলে সরে গ্যাছে বহুদূর।
গোঁধূলী রাঙা আকাশ ভরে ভরে গ্যাছে,
নীড়ে ফেরা পাখিদের ডানায়।
তুমি বললে,
তোমার চোখের গভীরে ডুবতে চাওয়া ডুবুরী হবো আমি।
আমি বললেম,
ফেনিল সমুদ্রে কাঁটতে জানো একলা একা সাঁতার?
অগুনতি ঢেউ পেরেছে কে কবে গুনে গুনে তীর ছুঁতে?
একলা চলো হে প্রেমিক!!
আমি ভালোই আছি নিমিত্তের সরোবরে।
ফোটাই আমি দিবারাত্তির সাদা আর নীল কমলের কাব্য।।
২৭টি মন্তব্য
জিসান শা ইকরাম
এভাবে ফিরিয়ে দেয়া!
অপুর্ব শব্দের সমাহার ও বিন্যাসে অনেক ভাল লেগেছে কবিত।
শুভ কামনা।
বন্যা লিপি
অযোগ্যতার কোনো রেহাই নাই। নাই কোথাও ঠাঁই। কৃতজ্ঞতা, শুভ কামনা শ্রদ্ধা।
তৌহিদ
আপনার কবিতা আমার বরাবরি ভালো লাগে।সাদা নীল কমলের কাব্য আরো চাই।
আচ্ছা গ্যাছে শব্দটি কি গেছে বা গিয়েছে এটার রুপক?
বন্যা লিপি
সাধারনত চলতি শব্দে “গ্যাছে “শব্দ ব্যাববহার করেছি। গেছে বা গিয়েছে’র রুপক অর্থে। আপনার প্রতি অসংখ্য কৃতজ্ঞতা, শুভেচ্ছা।
তৌহিদ
ধন্যবাদ আপু।
সাবিনা ইয়াসমিন
প্রেমিক ফেনীল সমুদ্রে একলা সাতারের ভয়ে পালিয়েছিলো? না তুমিই ভাগিয়ে দিয়েছিলে?
ভীতু প্রেমিকের যায়গা নেই কোনো সমুদ্রেই।
এটা কি সেই রোমান্টিক লেখা? যা পড়ানোর জন্যে আমাকে এত্তোদিন অপেক্ষায় রেখেছিলে? এটাতো প্রত্যাখ্যানের ইতিহাস মনে হচ্ছে। কাজটা ভালো করলে না। আমার রোমান্টিক লেখা চাই। দরকার হলে এই প্রেমিককে ডেকে এনে আবার তোমার কাজল কালো চোখের সমুদ্রে সাতার কাটার পারমিশন দাও। চাইলে ডুবিয়ে রাখো, যা খুশি করো। কিন্তু রোমান্টিক লেখা দাও।
লেখা খুব ভালো হয়েছে বন্যা। ভালো থেকো। ভালোবাসা অবিরত ❤❤❤❤
বন্যা লিপি
হা হা হা হা…… তোমার মন্তব্যের জবাব দিতে গিয়ে আমার ত্রাহি অবস্থা। ঠিকই ধরেছো, যে প্রেমিক সাঁতারই জানেনা! সে সমুদ্র সাঁতার কাঁটার আগেই তলিয়ে যায় ভুলের অতলে। জোড় চেষ্টায় কমতি হবেনা।যুতসই রোমান্টিক লেখা লিখতে। তোমার প্রতি ভালোবাসা নিরন্তর ♥♥♥♥♥♥
শুন্য শুন্যালয়
মধ্যপথে সাঁকো ছিঁড়ে পড়াটা বেশ অভিনব শব্দ, ভালো লেগেছে আমার।
এভাবে বারবার ফিরিয়ে দিতে যে মনের জোর লাগে, কবির নীল কাব্যের গুণও লাগে, তা কবিকে দেখেই উপলব্ধি করছি। একদম ঠিক করেই বলেছেন, যে একলা একা সাঁতার কাঁটতে জানেনা, তার সাথে যাবার দরকারই নেই।
অনেক ভালো একটি লেখা।
বন্যা লিপি
খুব ভালো লাগলো আপনার পড়া’র গভীরতা উপলব্ধি টের পেয়ে। নিরন্তর চেষ্টা থাকে যোগ্যতার মাপকাঠি অনুযায়ী উৎরে যেতে। আপনার প্রতি কৃতজ্ঞতা।
ছাইরাছ হেলাল
কথোপকথনের ছলে দারুণ অভিব্যক্তি।
আমরা আসলেই একা, একা আসি, একাই ফিরি।
বন্যা লিপি
খুব ভালো লাগলো আপনার অনুভূতি। ভালো থাকবেন সবসময়। শুভ কামনা।
মোঃ মজিবর রহমান
বারবার গলাধাক্কা ভিতু বলেই………
বারবার কাছে আসা আবেগ বলেই…………।
ডুব সাঁতারে ভয় কি প্রেম থাকে যদি অন্তরের গহীনে………।
অফুরন্ত ভাল লাগা রইল।
বন্যা লিপি
ডুব সাঁতারে প্রচন্ড ভয় আছে, অযোগ্য সাঁতারুর সাথে। ভীতু মানুষের আবার প্রেমভাবনা কিসের বলুনতো? কেঁচোর মতো বেঁচে থাকাই শ্রেয়। তাই থাকুক।
আপনার প্রতি কৃতজ্ঞতা, শুভ কামনা।
মোঃ মজিবর রহমান
তাই বলে কি ভিতু শুন্যহ্রিদয়ে কাদিবে ভুবনজুড়ে!!! ভিতুর অন্তরের জ্বালাময়তা নিয়েও কিছু একটা করুন, লিখুন ভাবুন।
বন্যা লিপি
ভীতুরা জন্মই নেয় ভূবন জুড়ে কাঁদতে। সময় কই কারো হাতে ভীতু পিটিয়ে বীর যোদ্ধা বানাবার? জ্বালাময়তা নিয়ে আরকদিন নাহয় চেষ্টা করা যেতেই পারে।
শেখ ফরিদ
“তোমার চোখের গভীরে ডুবতে চাওয়া ডুবুরী হবো আমি”
বাক্যটা কবিতায় চমৎকার ভাবে উপস্থাপন করা হয়েছে।
বন্যা লিপি
অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানবেন। শুভ কামনা রইলো।
শেখ ফরিদ
না
বন্যা লিপি
এই “না” এর মানে বুঝিনি।
ইঞ্জা
দারুণ উপস্থাপন আপু।
বন্যা লিপি
দারুন ভালো লাগলো আপনার উপস্থিতি। আপনাকে শুভেচ্ছা, শুভ কামনা।
মাহমুদ আল মেহেদী
একলা চলাই যে মজা। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে। মনে মনে গাইলাম। দারুন লিখলেন আপু।
বন্যা লিপি
রবীন্দ্র বাবু লিখেছিলেন সাহসী কোনো মানুষ যখন আলোর পথের সারথি খুঁজে না পায়, তাঁর উদ্দেশ্যে। ভীতু কাপুরুষেরা আদতে সর্বত্র শান্তি বজায় রাখার বাহানায় বাধ্য হয় একলা একা জনারন্যে জীবন কাটাতে। দুর্বিসহ এক জীবন যাপনে নিজেকে বিলুপ্ত করতে অন্যের উপরে অজুহাত উপস্থাপনে এরা সদা সচেষ্ট থাকার চেষ্টা চালায়।আমি সবসময় বলি, মানুষ দেখা বা পড়া ভীষণ মজা। নিত্যদিন বারো রকম মানুষ পড়তে আর কাব্য বা লেখার উপাদান যোগাড় হয়ে যায় অবলীলায়।
আপনার প্রতি শুভ কামনা।
মেহেরী তাজ
সাকো ছিড়ে যাওয়ার পর কি ঘটনা ঘটলো? কেউ নিচে পড়ে যায় নি তো? খাদ কি খুব গভীর ছিলো
আপু একটা কথা চুপি চুপি বলি আমি কিন্তু কবিতা বুঝিনা।
আর ইয়ে আঙ্গুলে কালশিটে পড়লে সমস্যা কি? 🤔
বন্যা লিপি
চুপি চুপি বললেন বলে, আমিও চুপি চুপিই বলি, গভীর খাদ সভয়ে এড়িয়ে যাওয়ার জন্যই একলা চলতে বলা হয়েছে ভীতু প্রেমিক কে। আপনি যে কবিতা বোঝেন না……… জেনে এখন আমার কান্না পাচ্ছে। আমিও যে লিখতে জানিনা “কবিতার মতো কবিতা”!!!! এলোমেলো কথামালা পড়েছেন জেনে কৃতজ্ঞতা।
রিতু জাহান
‘চোখের গভীরে ডুবে যেতে ও দিতে বড় ভয়। সেখানে কিছু অক্ষমতা যদি উঁকি দেয়!
তবু ও চোখে তাকিয়ে থাকতে ইচ্ছে করে রাতের সকল প্রহরে।’
বন্যা লিপি
আহা…… কি সুন্দর করে বললেন!! কিছু কিছু চোখ থাকে…. আদ্যোপান্ত দেখাযায় ভেতরের ভেতরটা। কারো ভেতরটা পড়ে ফেলতে ও একজোড়া দক্ষ চোখ লাগে। যে চোখ এড়ায়না কোনো কিছু, কিন্তু গোপন করে তাবৎ অনেক কিছু। আর তারপর??পিছিয়ে যেতে ভয় করেনা কোনো কিছু!!!
শুভেচ্ছা অবিরত।