নীল কাব্য//

বন্যা লিপি ১৭ মার্চ ২০১৯, রবিবার, ০৭:৪৬:৪১অপরাহ্ন কবিতা ২৭ মন্তব্য

তুমি বললে,
ভুল বুঝছো আমায়…..
আমি বললেম,
সঠিক যে কি? আমার যে জানা নাই!!
অজস্র কথার ভীড়ে ঠেলে ঠেলে এগোতে চাইলাম আলোর পথে।
মধ্য পথে সাঁকো ছিড়ে রইলো বেলাশেষে।

তুমি বললে,
ছুঁতে দাও তোমার আঙুল।
আমি বললেম,
কালশিটে পড়ে পুরাতন ক্ষত ভড়ে আছে অনামিকা।

আঙুলের ফাঁক গলে সোনা রোদ্দুর,
পিছলে সরে গ্যাছে বহুদূর।
গোঁধূলী রাঙা আকাশ ভরে ভরে গ্যাছে,
নীড়ে ফেরা পাখিদের ডানায়।

তুমি বললে,
তোমার চোখের গভীরে ডুবতে চাওয়া ডুবুরী হবো আমি।
আমি বললেম,
ফেনিল সমুদ্রে কাঁটতে জানো একলা একা সাঁতার?

অগুনতি ঢেউ পেরেছে কে কবে গুনে গুনে তীর ছুঁতে?
একলা চলো হে প্রেমিক!!
আমি ভালোই আছি নিমিত্তের সরোবরে।
ফোটাই আমি দিবারাত্তির সাদা আর নীল কমলের কাব্য।।

১৫৪৪জন ১২৯২জন
0 Shares

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ