
নীরবতা নেমে এলে আমার দু’চোখে
স্থবির হয়ে যায় সব কিছু, অন্ধকারে দাঁড়িয়ে থেকে
শুধুই হীন/ক্ষীণ/ক্ষুণ্ন/খিন্ন দৃষ্টি ছায়াপথে লুকোয়,
জড়ো করি অযুত-নিযুত-লক্ষ নিস্তব্ধ নিবির নীরবতা,
গুঞ্জন বাতাসে মেলে/ফেলে রাখা অজস্র সৌরভ,
হয়ত ডানা মেলে ভেসে বেড়াবে মেঘের গোলাপে
সবুজ ঘাসের বনে ঝরেছিল যা নাকছাবির বেশে;
রৌদ্র-খরতাপ উপেক্ষা করে দেয়ালে আঁকি স্তব্ধতার সমাধি।
শূন্য নীরবতার নিঃস্ব-জানালায় শুঁড়িখানার
রিম রিমে উচ্চকিত-ধ্বনি, শুধুই হাসে বিদ্ধ-ক্রুশে;
ছবি…নেট থেকে
৩৪টি মন্তব্য
ইঞ্জা
রৌদ্র-খরতাপ উপেক্ষা করে দেয়ালে আঁকি স্তব্ধতার সমাধি।
শূন্য নীরবতার নিঃস্ব-জানালায় শুঁড়িখানার
রিম রিমে উচ্চকিত-ধ্বনি, শুধুই হাসে বিদ্ধ-ক্রুশে;
অনবদ্য এক কবিতা পড়লাম, খুব ভালো লাগলো ভাইজান।
ছাইরাছ হেলাল
অনেক ধন্যবাদ, প্রথম মন্তব্য করার জন্য।
ইঞ্জা
প্রথম, শেষ বুঝিনা, বুঝি ভালোবাসা সবসময় আছে ভাইজান, ধন্যবাদ।
ছাইরাছ হেলাল
আমরা ভালোবায়-ই বাঁচি সারাক্ষণ, ভাই।
বন্যা লিপি
একাকিত্বের গুঞ্জন সবাই শুনতে পায়না।পাওয়ার কথাও নয় সবার। যে দেখতে জানে আঁধারের টুকরোয় জ্বলে থাকা অজস্র শব্দের জোনাক পোকা, দেয়ালের গায়ে আছড়ে পড়া কথাদের কানামাছি, তার আর আর একা থাকা হয় কি? নীরবতা তখন আরাধ্য হয়ে ওঠে একান্ত আপন।
ছাইরাছ হেলাল
আহা!! কত্ত সুন্দর করে বলেরে!
যে একাকীত্বের সুর শুনতে পায়-না, কোন ভালোবাসা/ভালোলাগা সেখানে পৌঁছায় না।
সুপায়ন বড়ুয়া
“নীরবতা নেমে এলে আমার দু’চোখে
স্থবির হয়ে যায় সব কিছু, অন্ধকারে দাঁড়িয়ে থেকে
শুধুই হীন/ক্ষীণ/ক্ষুণ্ন/খিন্ন দৃষ্টি ছায়াপথে লুকোয়, “
তুমি নও নিস্ব
নিরবতা কাম্য নয়।
মেতে উঠো আনন্দ উৎসবে।
ভালো লাগলো। শুভ কামনা।
ছাইরাছ হেলাল
নিরবতাই হোক আনন্দের এক মাত্র উৎস।
আপনার জন্য ও শুভ কামনা। ভাই।
সুপর্ণা ফাল্গুনী
নিরবতা যখন আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলে সবকিছু তখন স্থবির, অসাড় হয়ে যায়। নিয়তি ও তখন পরিহাস করে। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো
ছাইরাছ হেলাল
একান্ত নিঃসঙ্গতার উজ্জ্বল নিসর্গ দেখতে না পেলে জীবন উপলব্ধির বৈভব অধরা-ই থেকে যায়।
আপনিও ভাল থাকবেন।
ফয়জুল মহী
অপূর্ব শব্দশৈলিতে নন্দিত উপস্থাপন ।
ছাইরাছ হেলাল
ধন্যবাদ।
তৌহিদ
জীবনের কিছু কিছু সময় একাকীত্ব বড্ড বেশী ভাবায়। মৃত্যুই অমোঘ সত্য। এটা ডিঙানোর উপায় নেই ভাই।
ভালো থাকবেন সবসময়।
ছাইরাছ হেলাল
একাকীত্ব জীবনের সৌন্দর্য- ও বহন করে, আমরা হয়ত তা বুঝতে পারি না।
আপনিও নিয়মিত ভাল থাকবেন।
আলমগীর সরকার লিটন
নীরবতাই যে জীবনের আরাধনা
চমৎকার লেখেছেন অনেক শুভ কামনা জানাই কবি দা
ছাইরাছ হেলাল
আপনার জন্য শুভ কামনা।
কামাল উদ্দিন
নিরবতার কি সংখ্যাও হয়! যেমন অযুত লক্ষ নিযুত কোটি! আচ্ছা অন্ধকার আর নিরবতার মাঝে কি কোন সেতু বন্ধন আছে? আপনার ছবি যেন দুটোরই প্রতিচ্ছবি………শুভ রাত্রী।
ছাইরাছ হেলাল
ধুর! এত কঠিন প্রশ্নের উত্তর ক্যাম্নে দিমু!
আপনার জন্য ও শুভ কামনা।
কামাল উদ্দিন
তাহলে এসবের উত্তর আমি জান্মু কার কাছ থেকে।
ছাইরাছ হেলাল
এতো আর ও কঠিন প্রশ্ন!
নিতাই বাবু
কবি মহারাজের লেখা কবিতার মতো হতে যাচ্ছে, আমার অবশিষ্ট জীবনটা। ঘরের সবকিছু যেন ধীরে ধীরে নীরব/নিস্তব্ধ/নিঃশব্দ হয়ে যাচ্ছে।
আশীর্বাদ প্রার্থী!
ছাইরাছ হেলাল
অবশ্যই ভাল থাকবেন আপনি। অ-নিঃশেষ নিস্তব্ধতা নিয়েই আমরা বাঁচি/জাগি।
আপনার জীবন-ছোঁয়া লেখার অপেক্ষায় আছি।
নিতাই বাবু
যাঁদের ভালোবাসায় আমি। অবশ্যই তাঁদের নিয়ে আমি হাজির হচ্ছি, এই সোনেলায়।
ছাইরাছ হেলাল
অবশ্যই ভালোবাসা জয়ী হইয়েছে/হবে।
ধন্যবাদ।
সাবিনা ইয়াসমিন
জড়ো করি অযুত-নিযুত-লক্ষ নিস্তব্ধ নিবির নীরবতা,
গুঞ্জন বাতাসে মেলে/ফেলে রাখা অজস্র সৌরভ,
হয়ত ডানা মেলে ভেসে বেড়াবে মেঘের গোলাপে
সবুজ ঘাসের বনে ঝরেছিল যা নাকছাবির বেশে…..
এমন লেখায় কমেন্ট দেয়া আর কলা গাছে পেরেক ঠোকা একই রকম লাগে।
মেঘ-গোলাপে সুরভী হয়ে ঝরে নিস্তব্ধতার বৃষ্টি
ভিজে যায় সবুজ আরও সজীবতার কামনায়,
গোলাপী পাপড়ি ডানা মেলে ভেসে বেড়ায়
তারও সাধ জাগে, হবে এক রুপালী প্রজাপতি
কখনো মেঘ ছুঁয়ে এসে বসবে নিভৃত দেয়ালে,
কখনো আকাশ-সীমানায়…
ছাইরাছ হেলাল
চাঁদের আলোয় জেগে থাকা নিস্তব্ধ-দেয়ালের বুকে
কান-পাতি, নৈঃশব্দ এড়িয়ে,
রাত্রি-শুশ্রূষার গান শুনি বেদনা-পৃথিবী ভুলে!।
বাপ্রে! আঁচলে পেরেক গুঁজে কোথা সে যায়!!!
সাবিনা ইয়াসমিন
নিরবতা খুঁজতে গিয়েছিলো। কিন্তু এখানকার মত একটাও নিরব শহর নেই 🙁
ছাইরাছ হেলাল
তাই নিরবেই এখানে পেরেকগুলোর সদ্গতি করে ফেললেন!
হালিম নজরুল
আপনার লেখার ভক্ত হয়ে গেছি ভাই।
ছাইরাছ হেলাল
আগে শুনতাম কবিদের বুক-পকেটে কিছু অলংকার (মিথ্যে) লুকিয়ে থাকে…………………!!!!!!!!
অবশ্যই অনেকগুলো ধন্যবাদ।
সঞ্জয় মালাকার
জীবনের কিছু কিছু সময় একাকীত্ব বড্ড বেশী ভাবায়। মৃত্যুই অমোঘ সত্য।
রৌদ্র-খরতাপ উপেক্ষা করে দেয়ালে আঁকি স্তব্ধতার সমাধি।
শূন্য নীরবতার নিঃস্ব-জানালায় শুঁড়িখানার
রিম রিমে উচ্চকিত-ধ্বনি, শুধুই হাসে বিদ্ধ-ক্রুশে;
শুভ কামনা দাদা
ছাইরাছ হেলাল
ভাল থাকবেন আপনি।
সুরাইয়া পারভীন
গাঢ় অন্ধকারে একাকীত্বে ডুবে নিস্তব্ধ নিবিড় নিরবতার পরম প্রশান্তির সুধা পান করতে না পারলে মানবজীবন বৃথা।
এ প্রশান্তি আর কিছুতে মিলে কি না আমি জানি না।
দুর্দান্ত সৃষ্টি
আন্তরিক কৃতজ্ঞতা জানবেন ভাইয়া।
ছাইরাছ হেলাল
মন দিয়ে পড়েছেন বুঝতে পারছি।
ভাল থাকুন নিস্তব্ধতার নীরবতাকে ভালোবেসে।
ধন্যবাদ।