নিষাদী পঙতি

পাগলা জাঈদ ৪ ডিসেম্বর ২০১৩, বুধবার, ০৭:১৫:৪৪অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য

অবরুদ্ধ জীবনে মরীচিকা বাঁক,
আমি আর পাশে চলা নেউলে অবাক,
বিষের সাথে জীবনের সঙ্গম।

অনির্বাণ স্বপ্ন খেকো ঝিঁ ঝিঁ পোঁকা ডাকে
রক্ত স্রোতের বুকে প্রতি বাঁকে বাঁকে,
মজ্জায় শূন্যতা একলা দহন।

থেমে নেই থেমে নেই পথ চলা ঢেউ
আমার মতই নেই নেউলের কেউ
হিংস্র সুর্য গালে চাঁদের লেহন।

নিশুতি রাতের দুগ্ধ পানে ব্যাস্ত সজনে ফুল
কুমারী মায়ের বুকে মমতা ব্যাকুল,
মাতাল মুসতারির হঠাৎ পতন।

অপ-পাঠ অপ-পাঠ কবিতারা কাঁদে,
নিষাদী পঙতি আজ কাব্যের ফাঁদে,
বর্ণজালে আটকে থামা জীবন কথন।

এরই মাঝে ছুটে চলা দূর বহুদূর
আমার ও নেউলের স্বপ্ন প্রচুর
শিশিরে শয্যা তাই নিলয় বিহীন।

একদিন কিনে নেব রোদেলা দুপুর
মেখে নিয়ে দু’জনেতে কিছু কর্পুর,
নিশ্বাস বেঁচে দিয়ে দুঃখ বিলীন ।

২৭০৬জন ২৭০৬জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ