ভালোবাসা দিবসকে আলাদা করে দেখার কিছু নেই ।যাকে ভালবাসা যায় তাকে কেবল কোনো নির্দিষ্ট দিনের জন্য ভালবাসা নয় ।
ভালবাসা হবে সারা জীবনের জন্য । ভালবাসা মানে শুধু প্রেমিক প্রেমিকার ভালবাসা বুঝায় না ।
ভালবাসা হতে পারে মায়ের
প্রতি সন্তানের ভালবাসা ,ভাইয়ের
প্রতি বোনের ভালবাসা ,স্বামীর
প্রতি স্ত্রীর ভালবাসা ,বন্ধুর
প্রতি বন্ধুর ভালবাসা ।ভালবাসার মত সুপ্ত প্রতিভা সবার মধ্যেই থাকে । কারো মধ্যে যে এই সুপ্ত প্রতিভা নেই এমন কোন মানুষ নেই । ভালবাসা শব্দটি কয়েকটি শব্দের মধ্যে আটকে ফেললেই যে সীমাবদ্ধতায়ই রূপ নিবে তা কিন্তু না । ভালবাসা কে কখনো আবদ্ধ করা যায় না ।কারন ভালবাসা সীমাহীন । ভালবাসার মধ্যে থাকতে হবে সম্মান শ্রদ্ধাবোধ ।
ভালবাসার মানুষটির ওপর নির্ভর
করা যাবে তাকে বিশ্বাস করা যাবে শতভাগ ।যাকে ভালবাসা যায় তাকে ছেড়ে থাকা কখনোই সম্ভব নয় । এর মাঝেই ভালবাসার রঙিন সুন্দর স্বপ্নগুলো হাতছানি দেয় ।

সবাইকে ভালবাসা দিবসের নিরন্তর শুভেচ্ছা রইল ।

১১৭১জন ১১৭১জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ