ভালোবাসা দিবসকে আলাদা করে দেখার কিছু নেই ।যাকে ভালবাসা যায় তাকে কেবল কোনো নির্দিষ্ট দিনের জন্য ভালবাসা নয় ।
ভালবাসা হবে সারা জীবনের জন্য । ভালবাসা মানে শুধু প্রেমিক প্রেমিকার ভালবাসা বুঝায় না ।
ভালবাসা হতে পারে মায়ের
প্রতি সন্তানের ভালবাসা ,ভাইয়ের
প্রতি বোনের ভালবাসা ,স্বামীর
প্রতি স্ত্রীর ভালবাসা ,বন্ধুর
প্রতি বন্ধুর ভালবাসা ।ভালবাসার মত সুপ্ত প্রতিভা সবার মধ্যেই থাকে । কারো মধ্যে যে এই সুপ্ত প্রতিভা নেই এমন কোন মানুষ নেই । ভালবাসা শব্দটি কয়েকটি শব্দের মধ্যে আটকে ফেললেই যে সীমাবদ্ধতায়ই রূপ নিবে তা কিন্তু না । ভালবাসা কে কখনো আবদ্ধ করা যায় না ।কারন ভালবাসা সীমাহীন । ভালবাসার মধ্যে থাকতে হবে সম্মান শ্রদ্ধাবোধ ।
ভালবাসার মানুষটির ওপর নির্ভর
করা যাবে তাকে বিশ্বাস করা যাবে শতভাগ ।যাকে ভালবাসা যায় তাকে ছেড়ে থাকা কখনোই সম্ভব নয় । এর মাঝেই ভালবাসার রঙিন সুন্দর স্বপ্নগুলো হাতছানি দেয় ।
সবাইকে ভালবাসা দিবসের নিরন্তর শুভেচ্ছা রইল ।
১৬টি মন্তব্য
শুন্য শুন্যালয়
ভালোবাসা একটি সুপ্ত প্রতিভা? 🙂 মজা পেলাম
আজ ভ্যালেন্টাইন দিবসে একজনকেই শুভেচ্ছা দিয়েছি, আমার বোনকে।
ভালো লিখেছেন ভাইয়া। সোনেলার সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা।
ছারপোকা
আপনাকে ও ভালবাসা দিবসের শুভেচ্ছা রইল আপুমনি ।
ভাল থাকবেন সবসময় ।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
কত রকমের ভালবাস আছে যা আপনার চোখে ভাল সেখানেই ভালবাসার সৃষ্টি।সুন্দর অনুভূতি। :v
ছারপোকা
হুম ভাই ঠিক বলেছেন ।
ভালবাসা দিবসের শুভেচ্ছা রইল ।
ভাল থাকবেন সবসময় ।
আবু জাকারিয়া
ভাল লাগল
ছারপোকা
ভালবাসা দিবসের শুভেচ্ছা রইল ।
ভাল থাকবেন সবসময় ।
খেয়ালী মেয়ে
ভালোবাসা সীমাহীন–ভালোবাসা নির্দিষ্ট দিনের জন্য নয়–ভালোবাসা শুধু প্রেমিক প্রেমিকার জন্য নয়…ভালোবাসা সবার জন্য (3 -{@
ছারপোকা
হুম খেয়ালী মেয়ে ।
ভালবাসা দিবসের শুভেচ্ছা রইল ।
ভাল থাকবেন সবসময় ।
নুসরাত মৌরিন
ভালবাসা সুপ্ত প্রতিভা!! বাহ জানা ছিল না তো!!
তবে হ্যাঁ ভালবাসার অনেক রুপ হয়।সতত সুন্দর ভালবাসার জয় হোক।
লেখা ভাল হয়েছে। 🙂
ছারপোকা
ভালবাসার অনেক রূপ হয় ঠিক বলেছেন ।ভালবাসার মানুষগুলোর গুরুত্ব যার যার মনের মত ।কারো থেকে কারো কম নয় ।
ভালবাসা দিবসের শুভেচ্ছা রইল ।
ভাল থাকবেন সবসময় ।
রিমি রুম্মান
যারা ভালোবাসে, তাঁরা প্রতিদিনই ভালোবাসে। তবুও নির্দিষ্ট একটি দিনের উসিলায় সে ভালোবাসা নতুন মাত্রা পায়। ভালোবাসা দিবসের শুভেচ্ছা। -{@
ছারপোকা
ঠিক বলেছেন আপুনি ।আমরা মানুষগুলো ও স্বভাবত নির্দিষ্ট একটি দিনে এর গুরুত্ব আরো অনেক মাত্রা বেড়ে যায় ।
আমার একটা ফেন্ডের প্রশ্ন ছিল এমন দোস্তো ভালবাসা তো কোন নির্দিষ্ট দিনের জন্য নয় তাহলে কেনো আমরা এই দিনটাকে বেশি গুরুত্ব দেই ।
আপুনি ফেবু তে আপনাকে রিকোয়েস্ট দিয়েছিলাম বাট অনেক দিন ধরে ঝুলতে ঝুলতে তিন ইঞ্চি লম্বা হইয়া গেছি ।
ফেবু নিক থার্ড পার্সন প্লুরাল ।
ব্লগার সজীব
নির্দিষ্ট দিনের জন্য হলে,আজ আর ভালোবাসা নেই কারো মনে 🙂 আজ আর শুভেচ্ছা দিয়েও লাভ নেই 🙂
ছারপোকা
নির্দিষ্ট দিন ছাড়া কি শুভেচ্ছা জানানো যায় না ?
ভাল থাকবেন সবসময় ।
শিশির কনা
ভালো লিখেছেন -{@
ছারপোকা
ভাল থাকবেন সবসময় ।