নিরুদ্দেশে

নীলাঞ্জনা নীলা ৫ মে ২০১৬, বৃহস্পতিবার, ০৯:১৯:৫৬পূর্বাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ২৮ মন্তব্য
  • ধূসরতা...
    ধূসরতা…

    অভিমান ছিটকে পড়ে অমার্জনীয় সভ্যতার ভেষজদ্রব্যের ভেতর
    দূর্লভ অথচ মধ্যবিত্ত অনুভূতির দোলনায় দুলতে থাকে একটি ভেঁজাল হৃদয় একরকমের জড় পদার্থর মতো।
    রাত্রির অন্ধকারে নিরুদ্দেশ জীবন যেনো পুড়তে থাকে তাপদগ্ধতার গন্ডিতে
    সকলেই জানে কতোটা তীক্ষ্ণ হয় বিদ্রূপের ভাষা এবং অবহেলার মর্মকথা।
    আত্মসংজ্ঞার উত্তর খোঁজা বড়ো কঠিন
    অলস দুপুরের কোল ছুঁয়ে শত যুগের নীরবতা ভাঙ্গাও সহজ নয়
    বিরল ঘুঘু পাখীর ডাক এখন আর কোথায়?
    অবলুপ্তির তালিকা বড়ো ভারী এবং বহু দীর্ঘ—
    সময়ের ইতিহাসে একেকটি ভোররাত জাবর কাটে,
    মধ্যরাত ঢেকুর তোলে;
    তারপর আকাশ নেমে আসে মাটির কাছে এবং অরণ্যের বুকে আত্মসমর্পণ করে।
    কেউ কি জানে ওই অরণ্য এখন কংক্রিটে রূপান্তরিত হয়েছে?
    এমনকি আকাশে নীলও নেই, ধূসরতা বিরাজমান।

    হ্যামিল্টন, কানাডা
    ২৯ এপ্রিল, ২০১৬ ইং।

    **ছবিটি এক্সিডেন্টের ঠিক আগের দিন তোলা। যে ক্লায়েন্টে যাবার পথে এক্সিডেন্ট হয়েছিলো ৮ জানুয়ারী। ৭ জানুয়ারী তারিখে সেই ক্লায়েন্টের বাসার সামনে দাঁড়িয়ে তুলেছিলাম।

১জন ১জন
0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ