
এখন সময় এসেছে/সময় হয়েছে, বয়স ও বোধবুদ্ধি দিয়ে/নিয়ে,
অবশিষ্ট যেটুকু আছে, ইঁচড়ে পাকা হিংসের চাষবাস ঠেলে ফেলে
শেকড় সন্ধানের; নূতনের চারাগাছ জন্মাবে, নিরেট সখ্যতার বেড়াজালে।
প্রবল শৈত্যের বিদায়, আলো-ঝলমল রোদ, পাতাঝরা বসন্ত মুহূর্ত,
কৃতজ্ঞতার মত ঝুলে আছে থোকাথোকা ফুলে,
এ এক মন আনমন করা আনন্দানুভূতি।
এক চিমটি ফষ্টির সাথে এক মুঠো নষ্টি মিশিয়ে, অকৃপণ বসন্ত নিজেকে
বিলায় আঁটোসাঁটো পোশাকে, দেহের বাঁকগুলো মেলে/তুলে ধরে
এ বেলা থেকে বেলায়;
বৃক্ষরাজির ঈষৎ আড়াল-পর্দায় প্রেমিক জন ভাগ চাচ্ছে
সাধারণের নৈতিকতা মুছে ফেলে;
বসন্ত বছরান্তে একবার ই আসে, শীতল ছোঁয়া ঘাসের ডগা ছুঁয়ে
অভ্যাস মত।
সময়-হীন-কাল ধরে ঋতুরা বেঁচে থাকে/বাঁচিয়ে রাখে
নিঃশ্বাস-নিঃশ্বাসে বিশ্বাস-বিশ্বাসে সবুজের পৃথিবীকে;
আপনাপন হৃদয় ঢেলে/মেলে।
ছবি নেটের।
২০টি মন্তব্য
পপি তালুকদার
প্রকৃতি তার নিজের নিয়মে আসবে যাবে এটাই পালা বদলের খেলা।তাই প্রতিবার বসন্ত আসে অসংখ্য প্রেমিক প্রেমিকার ভালোবাসার বার্তা নিয়ে।কারন বসন্ত মানে ভালবাসা বসন্ত মানে প্রেম।
শুভকামনা রইল,
ছাইরাছ হেলাল
বসন্ত নিজ নিয়মে সৌন্দর্যের ডানা মেলে আমাদের কাছে ধরা দেয়।
সুন্দর করে প্রথম মন্তব্য দেয়ার জন্য শুভেচ্ছা।
বোরহানুল ইসলাম লিটন
প্রেম ও প্রকৃতির অপূর্ব সমন্বয়।
সুন্দর হৃদয়গ্রাহী নিবেদন।
মুগ্ধতায় শুভেচ্ছা ও শুভ কামনা নিরন্তর।
ছাইরাছ হেলাল
নিয়মিত পড়ার জন্য ধন্যবাদ আপনাকে।
আলমগীর সরকার লিটন
অসাধারণ অসাধারণ এক ভাবনার প্রকাশ কবি দা অনেক শুভেচছা রইল
ছাইরাছ হেলাল
আপনাকেও শুভেচ্ছা।
সুপর্ণা ফাল্গুনী
সব প্রকৃতির ই নিজস্ব সৌন্দর্য আছে। তারমধ্যে বসন্ত আমাদের সবার মনে প্রেমানুভূতি নিয়ে আসে। প্রকৃতি ও প্রেম একে অপরের সম্পূরক। অফুরন্ত ভালোলাগা রইল। ভালো থাকুন সুস্থ থাকুন সতত
ছাইরাছ হেলাল
বসন্ত আমাদের কাছে অফুরান ভালোবাসার প্রতীক।
আপনিও ভাল থাকবেন, লিখে লিখে।
জিসান শা ইকরাম
বসন্ত বছরান্তে একবারই আসে,
তবে কারো কারো জীবনে বসন্ত অধরাই থেকে যায়।
বসন্তের সৌন্দর্যকে বুঝে ধারন করতে হয়।
ছাইরাছ হেলাল
কুহক বসন্তকে ধরা খুব কঠিন,
তবুও বসন্ত আসে নিজ নিয়মে, ফি বছর।
ধন্যবাদ।
প্রদীপ চক্রবর্তী
বসন্ত বছরান্তে একবার ই আসে।
কিন্তু নিশ্বাসে, বিশ্বাসে, সৌন্দর্যে, অনুভবে থাকে সারাজীবন।
তাকে ধারণ করতে হয়।
.
ভালো লাগলো,দাদা।
ছাইরাছ হেলাল
আমরা বসন্তের জন্যই অপেক্ষা করি। ভালোবেসেই।
ধন্যবাদ পড়ার জন্য।
আরজু মুক্তা
বসন্ত একবারে আসে, একবারে ধরা দেয়। তেমনি বসন্তের মতো আমরাও বছরে একটা ভালো কাজ করতে পারি।
শুভ কামনা বসন্তের কবি
ছাইরাছ হেলাল
মাত্র এউক্কা ভালু কাজে হপে না,
ভুঁড়ি ভুঁড়ি সত্য সুন্দর কাজ আমরা নিয়মিত করতে চাই,
অন্যেরা করছে তাও দেখতে চাই, নয়ন মেলিয়া নয়ন জুড়াইয়া।
ভাল থাকবেন, সারাক্ষণ।
খাদিজাতুল কুবরা
বসন্তের আগমনে প্রকৃতি যেমন নবরুপে নিরপমা,
তেমনি জনমনে বসন্ত ধারণ করে নিজস্ব নিয়মে,
মন আনমনা বসন্ত আসুক সকলের জীবনে বারবার।
এমন সুন্দর কবিতায় মন্তব্য করার জন্যে যথেষ্ট শব্দ কোথায় পাই।
শুধু বলবো খুব সুন্দর, খুব সুন্দর
ছাইরাছ হেলাল
এমন সুন্দর মন্তব্যের উত্তর ক্যাম্নে দেই/দিমু সেটাই ভাবছি।
বসন্ত আসুক বারে বারে আমাদের হৃদয়ের আনন্দ উল্লাসে।
অনেক অনেক দিন পর আপনার মন্তব্য দেখে আনন্দিত ধন্যবাদ জানাচ্ছি।
ভাল থেকে সোনেলার সাথে থাকবেন এ কামনা রাখি।
ধন্যবাদ।
সাবিনা ইয়াসমিন
বসন্ত এলে,
ফাগুনের বুকচিরে উথলে ওঠে বেগুন রঙা স্রোত
মৃতপ্রায় নদীটি দু”পাড়েই বসায় শিমুলের মেলা
ঋতু মাসের হিমেল ফাল্গুনে একমুঠো লাল-হলুদ,
ছড়িয়ে যেতে যেতে পুড়ে যায় চৈত্র-খরায়
হিংসার গেরুয়া ছাঁই জমে থাকে জঠরে-কঠোর উল্লাসে!
নষ্ট নিঃশ্বাসে বিদায়ের সময় এলে,
ফিরে যায় বসন্ত…চিরবিশ্বাসী বসন্ত /=
ছাইরাছ হেলাল
অনর্গল বসন্ত! তা হয়-না, হয়নি যা কষ্মিন কালে,
থাকে শীত, গ্রীষ্ম-বর্ষা শরৎ-হেমন্তের উজ্জ্বল সোনালী ভোর
প্রবল প্রতাপ-জ্যোৎস্নার মধ্য-রাত্রি,
সেখানে নেই, ঠুনকো অজুহাত, নেই একরোখা প্রবীণের মত
মিথ্যে-মিথ্যি,
ঘন সবুজ বনানীর মাঝে ঝর্ণা-ধারার মত একটুকরো অমরাবতী।
আরও একটু কষে নেখাপড়া দিন।
ধন্যবাদ।
রেজওয়ানা কবির
বসন্তের নানারকম রং এর খেলায় প্রকৃতি ও স্মরন করিয়ে দেয়,বসন্ত এসে গেছে। বসন্তের শতরুপে মন ও আপ্লুত হয় সাথে যদি থাকে প্রকৃতি নিয়ে এমন সুন্দর শব্দচয়নের মালা 💙শুভকামনা ভাইয়া।
ছাইরাছ হেলাল
বসন্ত নানা রূপে-রসে এসে আমাদের রাঙ্গিয়ে দেয়।
অনেকদিন পর হলেও আপনাকে লিখতে দেখে আনন্দিত হচ্ছি।
ভাল থাকবেন।