ক্লাস টেন। মেট্রিক পরীক্ষার্থী। বয়সটা কেমন প্রশ্নবোধক। স্কুলে নতুন এক স্যার। সদ্য পাশ করা অতি সুদর্শন এক স্যার। ধর্ম মতে হিন্দু। অত্যন্ত ব্যক্তিত্বসম্পন্ন এক স্যার। কলেজের বড় আপুরা কোনো না কোনো বাহানায় স্কুলে আসতে লাগলো ঐ স্যারের জন্য। সাধ্য কার কথা বলবে স্যারের সাথে। যে কি মুড স্যারের! ক্লাসেই কোনো ছাত্রীর দিকে তাকায় না। নিজ মনে ক্লাস নিয়ে ক্লাস থেকে বের হতে পারলেই যেন বেঁচে যেতো স্যার। ক্লাসের এমন মেয়ে হয়ত ছিলো না যে স্যারকে পছন্দ করতো না।
মুখে কেউ স্বীকার করেনি এই কথা। অধিকাংশ মেয়ের চোখেই ছিলো না বলা প্রেম। তখন বয়সটাই যে প্রশ্নবোধক। প্রেম বোঝে কিন্তু ভালোবাসার ভাষা হয়ত কেউ তখন বুঝি না।
এই কিশোরীও যে ভালোলাগায় গা ভাসায়নি তা না। ভাসিয়েছে, বলা হয়নি। এভাবে চলে গেলো কয়েকটা মাস। পরীক্ষা হলো, কলেজে ভর্তি হলো। ।
আচ্ছা তখন কি সে কিশোরী!
কিশোরীর কোয়ার্টারের সামনের কোয়ার্টারেই প্রাইভেট পড়াতে আসতো স্যার। শুভকে পড়াতো স্যার। বিকাল তিনটা থেকে চারটা সাড়ে চারটা। ক্যাম্পাসের ভিতরটা খুবই সুন্দর। সেই সময়ের বয়সটাতে বাড়ির ছাদটাই নাকি একমাত্র সুন্দর জায়গা। তাই সেই কিশোরীর স্যারকে আড়চোখে দেখতে, ঠিক সময়ে মনের অজান্তেই ছাদে উঠে যাওয়া। মেইন গেট থেকে কোয়ার্টারের ভিতরে ঢুকা পর্যন্ত স্পষ্ট স্যারের আসা যাওয়া দেখা যেতো। একসময় স্যারও ঠিক কী যেন চোখের ইশারায় খুঁজে নিতো।গেটে ঢুকতেই। কাছাকাছি এসে কখনোই তাকাইনি।
কিশোরীর প্রথম চোখের প্রেম ওখানেই শেষ। তারপরেও প্রেম যে আসেনি তা না, এসেছে।
৩০টি মন্তব্য
শুন্য শুন্যালয়
কত না বলা চোখের প্রেম এইভাবে চোখের ভেতর থেকে ব্লাড সার্কুলেশনে মনের মধ্যেই থেকেই যায়, স্পিস সেন্টার নিরুপায় 🙁
আপু তারপরের প্রেম গুলোও যে এখন জানতে চাই 🙂
মৌনতা রিতু
প্রেম কতোরূপেই তো আসে।
ধীরে ধীরে ব্যাগ খুলি!
ধন্যবাদ পড়ার জন্য।
ছাইরাছ হেলাল
উহ, স্যারেরা এত্ত এত্ত ভালো কেন!!
প্রেম চালু রাখুন, আমাদের আপডেট দিয়ে দিয়ে।
মৌনতা রিতু
স্যারেরা সব সময়ই ভালো।
হ্যাঁ লিখতে হবে,পড়তে হবে।এখন তো সময়।আর এতো এতো প্রেমের আপডেট দিলে খবর আছে!শেষে কঁচু গাছের সাথে গলা ঝুলায়ে দিবে।পরিচয় দিলে স্যারই হয়ত দূর থেকে ঢিল ছুঁড়ে দিবে।
অনিকেত নন্দিনী
কিশোরীর প্রথম চোখের প্রেম স্যারের সাথে। আহা! কাহিনীচিত্র দেখে মনে হচ্ছে স্যারও ঠিক ঠিক আছাড় খেয়েছিলেন। :p
পরের প্রেমের গল্পগুলিও দিন না পড়ে ফেলি! 😀
মৌনতা রিতু
হুমম।স্যারের সাথেই।কিন্তু জীবনে একটা শব্দও বলা হয়নি তাকে।তাই তার গ্রামারটা বুঝি ভালো।
শুভ্র রফিক
সেই না বলা প্রেমের পরশ পেতে এ মন চায়।তারপর?
মৌনতা রিতু
তার আর পর নেই।নতুন মোড়ে অন্য দেখা।অন্য প্রেম।
জিসান শা ইকরাম
সবার জীবনেই এমন চোখের প্রেম আসে
না বলা প্রেম আসলেই মনে থাকে সব সময়।
ভালো লিখছেন আজকাল আপনি।
মৌনতা রিতু
না বলা চোখের প্রেম।প্রথম প্রেম,তাই মনে আছে।প্রেম তো কমই আসে,তাই তা স্মৃতিতে স্পস্ট থাকে।
ধন্যবাদ।
মুহাম্মদ আরিফ হোসেইন
মেয়েরা এত ঘন ঘন প্রেমে পড়ে কেন! :p
আচ্ছা ঐটা কি প্রেম ছিলো নাকি ভালোলাগা?
মৌনতা রিতু
মেয়েরা ঘন ঘন প্রেমে পড়ে!কে আছ বাঁচাও।
হায়রে পুরুষ এইটা কি বলিলো।চালুনি কেন এই ভাবে আঙ্গুল দেখাইলো সুঁইকে।
:D)
অরুনি মায়া
:D)
ঘুমের ঘোরে কেটে যাওয়া অনন্ত পথ
“তুমি আমার না বলা ভালবাসা” গানটার কথা মনে পরে গেল।
আসলেই, বয়সটাই ছিল দুরন্ত
পোস্টে ভাল লাগা -{@
মৌনতা রিতু
ধন্যবাদ।
ইলিয়াস মাসুদ
খুব ভাল বলেছেন, কিছু মানুষ আছে খুব কিপ্টে,তারা জীবনের এসব গল্প গুলো প্রকাশ করতে চাই না
তবে কিছু স্যার আসলে ছাত্র গুলোর কপাল খায় …….
মৌনতা রিতু
এই কথাটা অবশ্য ঠিক।ক্লাসমেট,সিনিয়ার ভাইরা আর চান্স পায় না।
ধন্যবাদ পড়ার জন্য।
মোঃ মজিবর রহমান
ভালবাসা ভাল লাগ্য রইল
দেখি আপেটেড কি আসে?
মৌনতা রিতু
আসবে পরবর্তিতে।
ব্লগার সজীব
এমনি ভাবে কত ভালোবাসা কলি হয়ে ঝরে যায় আপু 🙁 🙁
মৌনতা রিতু
হুমমম।একদম ঠিক।তাই তো না বলা,চোখের প্রেম।
অরুনি মায়া
চোখের সাথে মনের সমন্বয় হলনা ,তাই অকালেই ঝরে গেল শিশু প্রেম |
আমি একে প্রেম বলতে নারাজ | এ ছিল শুধুই চোখের ভাল লাগা 🙂
মৌনতা রিতু
হুমমম।তা ঠিক।
আবু খায়ের আনিছ
ও তাহলে প্রেম হল কিন্তু ভালোবাসাটা আর হল না। আসলেই প্রশ্নবোধক (?)
মৌনতা রিতু
না ঐ পর্যন্ত আর যাওয়া হল না।স্যার পাত্তাই দিলো না। ;(
আবু খায়ের আনিছ
আহারে, ;( ;( ;(
খসড়া
বলে যাও বাকিটা আমি পরে বলব। আহেম আহেম।
মৌনতা রিতু
না না না।এ দেখি ঘরের বন্ধু বাইরে গেলো!
থামেন থামেন!
নীলাঞ্জনা নীলা
প্রেম আহা এই শব্দটি শুনলেই তো প্রেম করতে ইচ্ছে করে।
কিন্তু সমস্যা হলো প্রেমে ফুলস্টপ দিয়ে ফেলেছি যে! :p
আরোও শোনান প্রেমের সেই সময়ের কথা, গল্প। 🙂
মৌনতা রিতু
ধীরে ধীরে ব্যাগ খুলি।শেষে থলের বেড়াল একবারে লাফ দিয়ে বেরুবে।
ধন্যবাদ,