
শুরুটা তুমিই করেছিলে; অনেকটা আমার অনিচ্ছায়।তারপর অনেক বারই বলেছি,
আমাদের সম্পর্কের নাম কি বলবে?
আমি দিয়েওছিলাম,তোমার পছন্দ হয়নি! বলেছ নাম আবার কি? বুঝে নিতে হয়!
ভেবেছি কতবার কতভাবে এমন চাইনা, থাকবনা, দেবনা ঠাঁই দেবই-না।
কি এক অজানা মোহে টেনেছ কাছে বারবার, যতবারই দুরে গেছি-যেতে চেয়েছি ততোবার, একেবারে ডুবে যাওয়ার আগ পর্যন্ত।
তারপর আমার ফাগুনে, বর্ষায়, শরতে, হেমন্তে করেছ মাখামাখি নানা রঙে নানা কৌশলে।
আমিও না চাইতে-চাইতেই তাল জুগিয়েছি, তোমার প্রতিটি আহ্বানে-আকুলতায় ।
কানায় কানায় পূর্ণ হবার বেলায়, হঠাৎ তুমি ফুরিয়ে গেলে, মনে হল এ অন্যায়।
আমি হারিয়ে গেলাম অজানা অন্ধকারে, হাতরে হাতরে তোমায় কতবার ফেরাবার চেষ্টায় ব্যর্থ হলাম।
অবশেষে তুমি দাঁড়িয়ে দেখলে আমার তলিয়ে যাওয়া। ফিরেও তাকালে না, টানলনা নামহীন সম্পর্কের টানাপোড়ন আর “পিছুটান” সেতো ছিলই না।
বরং বললে, শুধু শুধু এতগুলো সময় নষ্টের খেলায় গড়ালাম।
অনেক আগেই মনে হওয়া উচিত ছিল,কোন সম্পর্কই “নামহীন” হয়না।
ছবি- সংগ্রহ।
২৮টি মন্তব্য
ছাইরাছ হেলাল
আপনার এ লেখাটি পড়তে পড়তে রেজওয়ানা কবিরের লেখাটির কথা মনে পড়ে গেল।
পিছুটান! সে আমাদের জীবনের ই অংশ।
রোকসানা খন্দকার রুকু
জী ভাইয়া। এটা লিখে ওকে শোনালে বলে যে আইডিয়া পাইলাম। দাড়াও আমি ও গল্প লিখে ফেলি।
শুভ কামনা রইলো ভাইয়া।
রেজওয়ানা কবির
হ্যাঁ ভাইয়া এই কবিতা থেকেই আমার পিছুটান লেখার আইডিয়া পেয়েছিলাম।তবে আপনি যে এটা ধরতে পেরেছেন দেখে অনেক বেশী বেশী বেশী 💙💙💙ভালো লাগল।ভালো থাকবেন সবসময়।
ফয়জুল মহী
সুনির্মল লিপির ভালোবাসায় সিক্ত মন।
রোকসানা খন্দকার রুকু
হা হা হা হা।
ঠিক বলেছেন। শুভ কামনা রইলো ভাইয়া।
আলমগীর সরকার লিটন
বেশ অনুভূতির ছোঁয়া কবি দা
রোকসানা খন্দকার রুকু
হা হা হা হা। কমেন্ট পড়ে বোঝা যায় শীতের ছোঁয়া লেগেছে। বেড়াতে বেড়াতে কমেন্ট।
লিটন ভাই অনেক অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন।
বন্যা লিপি
রুকু@ হা হা হা হা….. মজা পাইলাম😬😬😬
বন্যা লিপি
মন্তব্য নিস্প্রোয়জন। আধিভৌতিক সম্পর্কের না বলা গল্প মনে হলো।
রোকসানা খন্দকার রুকু
জ্ঞানী মানুষ অল্পেই বুঝে নেয়। আপনার মন্তব্যে মুগ্ধ হলাম।
শুভ কামনা রইলো আপু।
ভালো থাকবেন সবসময়।
মনির হোসেন মমি
নামহীন সম্পর্ক যার । ছেলে বেলার নষ্ট সময়গুললোর কথা মনে পড়ে গেল।আবৃত্তি করে পড়লে মন উতলা হয়ে যায়।এতো চমৎকার শব্দ বিন্যাসে আবেগীয় লেখা কী ভাবে লিখেন!
শুভ কামনা রইল।
রোকসানা খন্দকার রুকু
আপনার অসাধারণ মন্তব্যে এগিয়ে যাওয়ার সাহস পাই।
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল ভাইয়া।
ভালো থাকবেন সবসময়।
শুভ সকাল।
প্রদীপ চক্রবর্তী
সম্পর্কের নাম থাকেনা।
তা হৃদয় ধারণ করে।
স্মৃতিময় লেখনী।
খুবি ভালো লাগলো,দিদি।
রোকসানা খন্দকার রুকু
অনেক অনেক ধন্যবাদ দাদা।
ভালো থাকবেন সবসময়।
শুভ সকাল।
সুপায়ন বড়ুয়া
নাম হীন সম্পর্কটা ভাল ভাবেই
তুলে ধরেছেন আপু।
শুভ কামনা।
রোকসানা খন্দকার রুকু
আমরা না চাইলেও জডিয়ে যাই।
অনেক ক্ষতি হয়ে যায়।
সাববধান থাকা উচিত।
শুভ সকাল দাদাভাই।
তৌহিদ
স্বার্থপরতা যুগে যুগে অগণিত সম্পর্ক পিছে রেখে যায়। নামহীন হয়তো নয় তবু কোন নামই দেয়া যায়না এসবকে।
ভালো থাকুন আপু।
রোকসানা খন্দকার রুকু
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
শুভ কামনা রইলো ভাইয়া।
শুভ সকাল।
রেজওয়ানা কবির
কিছু সম্পর্ক নামহীন হয় কারন কিছু মানুষ আছে তারা সম্পর্ক ধরে রাখতে জানে না, মর্যাদা দিতে জানে না, বা সম্পর্কের নাম জানলেও সেটা স্বীকার করতে জানে না। এত সুন্দর করে কবিতা লেখ,যার মাঝে লুকিয়ে থাকে অনেক সত্য ও বাস্তবতা। নামহীন সম্পর্ক থেকে য মত দূরে থাকা যায় তত ভাল। ভাল থেক।
রোকসানা খন্দকার রুকু
অসাধারণ মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।
তোমার লেখাটাও দারুন ছিল।
শুভ কামনা রইলো।
শামীম চৌধুরী
লেখার মধ্যে দিয়ে অনুভুতির প্রকাশে আবারো প্রমান পেল অসাধারন লেখনী শক্তি আপনার।
মনোমুগ্ধকর লেখা আপু।
রোকসানা খন্দকার রুকু
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল ভাইয়া।
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
হ্যাঁ আমরা অনেকেই আবেগে, ঘোরে এমন নামহীন সম্পর্কে জড়িয়ে গিয়ে অনেক অনেক ভুলের জন্ম দেই। যা আমাদের কষ্টের মধ্যে ফেলে দেয়। মনে হলো নিজের ই ঘটনা পড়লাম। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ভালো থাকুন সুস্থ থাকুন
রোকসানা খন্দকার রুকু
মিলে যাওয়া লেখা লেখকের স্বার্থকতা ।
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা দিদিভাই।
শুভ কামনা রইলো।
আরজু মুক্তা
সম্পর্ক গড়াতে গড়াতে নামহীন। তাহলে তো এটা একচেটিয়া। যে যাবার চলে যাবে। আর ভালোবাসলে সে তো ফিরে আসবে। আমার মনে হয়, এগুলো মনের ভিতর তোলপাড় করে যতোই না বলা হোক। পিছুটান না রাখলেও পিছে পিছে স্মৃতি ধায়।
শুভকামনা। কাব্যিক বটে
রোকসানা খন্দকার রুকু
একদম ঠিক বলেছেন। পিছু ছাড়তেই চায় না।
শুভ কামনা রইলো। ভালো থাকবেন।
জিসান শা ইকরাম
সব সম্পর্কেরই নাম থাকে।
পিছুটান থাকেই।
কিছু কিছু পাথুরে মনের মানুষের কাছে যদিও সম্পর্ক, পিছুটান মূল্যহীন।
ভালো লিখেছেন।
শুভ কামনা।
রোকসানা খন্দকার রুকু
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। মন্তব্যে প্রীত হলাম। ভালো থাকবেন। শুভ রাত্রি।