
ভাবনার ঘনত্ব ফিকে হয়ে এলে, মূর্ত হয় কথার মারপ্যাঁচ,
প্রাক্তন প্রেমের নিকুচি-ঠিকুজি, পাটিগণিতের ছং বং,
বহুগামী-মন নূতন মওকা/সওদা খোঁজে
পাহাড়ি হাসির মোক্ষম তীরে, এখুনি ছুঁড়বে সে,
ছুঁড়েছে যেমন আগে-ও, জেদি নাভিতে, নূপুর নাচের মুদ্রায়;
মাতৃহীন ভাগাড়, কুকুরদের হানাহানি, লুটেরাদের মহড়া,
অপরাধ-অপরাধীর পুণ্যস্থানে সরগরম এ শহুরে শহর,
এক হাসপাতাল অসুস্থতা নিয়ে মিথ্যেবাদীরা গল্প শোনাচ্ছে
স্যাভলন ঘ্রাণের, পর্দা-হীন মার্বেল চোখে জ্বেলে রেখেছে
হিসেবি প্রেমের আঁচ, সবল আয়ু রেখা খুইয়ে।
মৃত্যু এখন আর কাঁদে না, একমুখী মূর্খ-ধূর্ত প্রেমে।
১৬টি মন্তব্য
আরজু মুক্তা
বড় কঠিন সময় আমাদের। মানুষ ও প্রকৃতি সবই ক্ষিপ্র। সবখানেই ধূর্তদের দৌরাত্ম। মৃত্য এখন অবসট্যাকল। মৃত্যু, তোমার মৃত্যু হোক।
ছাইরাছ হেলাল
‘মৃত্যু, তোমার মৃত্যু হোক’ এ তো ক্লাসিক মন্তব্য হয়ে গেল! সাবাস।
বেশী মুভি, দেখুন; বলছি না মুভি দেখে দেখে এমন করে লিখছেন।
মৃত্যু আমাদের নিয়ে খেলছে, আমরা খেলছি মৃত্যুকে সামনে ফেলে। যে যার সুবিধে মন।
ধন্যবাদ দিচ্ছি, মন্তব্যে তো আপনি লেট লতিফ। এবারে ফাস্টো!!
সাবিনা ইয়াসমিন
করুক না যার যেমন খুশি,
চোখ কান ঠোঁট চিপকে রেখে শুধু বলতে থাকুন ইয়া নাফসি.. ইয়া নাফসি।
জোর যার মুল্লুক তার, মগের মুল্লুক-ও।
ছাইরাছ হেলাল
ও!!আমাদের এখন মগা মগা সেজে থাকতে হচ্ছে, তবে স্পিকটি নট হয়ে থাকা তো খুব কঠিন।
ইয়া নাফসি ই ভরসা।
ভাল থাকুন, কলম চিপকে রেখে।
মনির হোসেন মমি
যতই আকুতি আফসোস করিনা কেন এটাই সত্য মৃত্যু অবধারিত।তা জেনেও আমরা কেমন যেন অমানুষের চরিত্রে অভিনয় করছি। মানুষের মাঝে মৃত্যুর ভয় ফিরে আসুন পৃথিবী সুন্দর থেকে সুন্দরতম হউক।
ছাইরাছ হেলাল
আসলে কঠিন সময়ে আমারা আমাদের নূতন করে চিনতে পারছি।
যদিও মৃত্যু অবশ্যম্ভাবী।
নিরাপদে থাকুন।
বন্যা লিপি
মায়ার ফাঁদ পাতা গোটা একটা নমস্য জীবন। বিচিত্রতার বৈচিত্র কে কখন পড়ছে ফাঁদে কে জানে, কে জানে….. অবধারিত নিয়তি ভুলেই সব নাচছে কেবল সাপলুডুর ছকে। আহা জীবন….. আহা জীবন….. এখন ফুরালে তখন অতীত।
ছাইরাছ হেলাল
চুড়ান্ত সত্যকে আমরা যদি মনে/মাথায় রাখতে পারতাম, তাহলে জীবন হতো ভিন্ন রকম।
তবুও জীবন জীবনের মত ই আমাদের নিয়ে ভেসে যাচ্ছে।
ভাল থাকুন।
বহুদিন পড়ে এ-মুখো হতে দেখলাম!! আহারে তুমুল ব্যস্ততা!!
বন্যা লিপি
আপনি দেখাদেখি ছেড়ে দিয়েছেন দেখছি মহারাজ! গণণাও ভুলে গেছেন। কলম হারিয়ে গেছে….. ফেরত কেমনে পেতে পারি, টিপস চাইইইইইই
ছাইরাছ হেলাল
উল্টি দিচ্ছেন!!
‘দেখাদেখি ছেড়ে দিয়েছেন দেখছি’ এ কথাটি আমি বলতে চাই না কিন্তু!!
ঘেরা টোপে বসে কলম কামড়ালে দাঁত সহ কলম খোয়া যাবে, ব-কলম নিয়ে স্বাধীন ভাবে আমার লেখায় ঝাঁপিয়ে পড়ুন,
বাকী আল্লাহ ভরসা!!
তৌহিদুল ইসলাম
এ এক অসহায়ের জীবন যাপন করছি আমরা। কথার মুল্য নেই, দাবীর পাওয়া নেই, শুধু নেই আর নেই। যা আছে সব কথার ফুলঝুরি।
শুভকামনা ভাই।
ছাইরাছ হেলাল
শুধুই কথাময়তা, যে যেমন পারছে, যেখানে যেমন দরকার।
ভাল থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
প্রতিটি প্রাণীর মৃত্যুর স্বাদ নিতে হবে তবুও আমাদের লোভ, হিংসা, ছলনা, মিথ্যার অভাব নেই। আর কখনো এরা মানুষ হবে না, নিকৃষ্ট হয়েই মরবে। এসব ধূর্ত-প্রেমে মজে সাধারণের অবস্থা বেগতিক, অসহায় এদের লোভ-লালসায় বন্দী হয়ে। অবিরাম শুভকামনা রইলো
ছাইরাছ হেলাল
মৃত্যুর স্বাদ নিতে হবে জানি বুঝি, কিন্তু কাম-কাইজ দেখতে এই কথা ভুল বলে মনে হয়,
এটিই আমাদের নিকৃষ্টতা প্রমাণ করে।
ভাল থাকুন। নিরাপদে-ও।
সঞ্জয় মালাকার
প্রতিটি প্রাণীর মৃত্যুর স্বাদ নিতে হবে তবুও আমাদের লোভ, হিংসা ছাড়ছি না।
মৃত্যু এখন আর কাঁদে না, একমুখী মূর্খ-ধূর্ত প্রেমে।
ছাইরাছ হেলাল
সব জানি বুঝি কিন্তু তাল গাছ আমার। সেটি আমার চাই ই।
এটি ই এখনকার বাস্তবতা।
ধন্যবাদ।