
কী-হতে-পারতো-র বাইরে গিয়ে, কী কী হয়নি/হবেও-না
ভাবতে মন্দ লাগছে না, এই শীতের বৃষ্টিতে;
আধো-বারান্দায় দাঁড়িয়ে অন্ধকারের আঁধার-হাতছানিতে,
দুপুর-সূর্য আলগোছে সরে সরে যাবার পায়তাঁরা সন্ধ্যা সূর্যতে,
তারাদের ইশারা-ভ্রুকুটি রক্তিম চিবুক বাড়িয়ে,
রহস্য চাঁদের উদ্ধত-উদ্যত-উন্মুক্ত বুকে,
কী কী হয়! কী কী হয়-না! কে জানে!
বিলম্ব-যাত্রায় দরজার বাইরে দাঁড়িয়ে
এমন কী ই বা হতে পারে/পারতো এ অ-বেলায়!
হে আগত শৈত্য প্রবাহ, ‘প্রবেশ নিষেধ’ নিয়ে নয়!
অন্তত এবারে সামান্য একটু উষ্ণতার ধার নয়ে এসো;
দিও অগুণে-পিঠা!
ছবি……নেটের
৪০টি মন্তব্য
কামাল উদ্দিন
কি ছবি দিলেন ভাই, এখন তো খেতে ইচ্ছে করছে, এই খাবারগুলোর কাছে কি উষ্ণতা ধার পাওয়া যাবে?
ছাইরাছ হেলাল
এই ত প্রায় কাছে চলে এসেছেন!
ধারে উষ্ণতা পেলেই এই পিঠে আপনার হয়ে উঠবে।
কামাল উদ্দিন
হে হে হে, কম খারাপ বলেননি 😀
ছাইরাছ হেলাল
তাই বুঝি!
সুপর্ণা ফাল্গুনী
উষ্ণতা লাগবে উষ্ণতা। প্রথম তিনটি খুবই প্রিয়। কী কী হবে , হয়নি এসব ভাবতে ও এতো মজা লাগে , ছিলো না তো আগে জানা। শীত-বৃষ্টির শুভেচ্ছা
ছাইরাছ হেলাল
আপনাকেও শীত-বৃষ্টি শুভেচ্ছা,
তা এবারে যখন জানলেন, আমাদের ও একটু জানিয়ে দিন।
সুপর্ণা ফাল্গুনী
ওকে জানাবো
ছাইরাছ হেলাল
ধন্যবাদ দিয়ে পড়ার অপেক্ষায় থাকলাম।
সুরাইয়া পারভীন
বলি এটা কি ঠিক? আমি বছরের ১২ মাসি ডায়েটে থাকি। এতো সব লোভনীয় ছবি দিয়ে দিলেন তো ডায়েট চটকে।😋😋
তারাদের ইশারা-ভ্রুকুটি রক্তিম চিবুক বাড়িয়ে,
রহস্য চাঁদের উদ্ধত-উদ্যত-উন্মুক্ত বুকে,
কী কী হয়! কী কী হয়-না! কে জানে!
আমিও জানি না বাপু কী কী হয়,,,,কী কী হয় না!
যা হোক লেখা সব ছবি দুর্দান্ত হয়েছে কবি ভাইয়া।
সুরাইয়া পারভীন
মাসই
ছাইরাছ হেলাল
ও কিছু না।
ছাইরাছ হেলাল
মাত্র ১২ মাসি ডায়েট! আসলে বছরের ১৩/১৪ মাসে সমস্যা কী!
আপনারা নরম-শরম আপনারা না জানলে কে জানবে কে জানে!
পড়ার জন্য ধন্যবাদ।
সুরাইয়া পারভীন
এমা! বছরে ১৩/১৪ মাস হয় নাকি?
আপনি তো দেখছি কিছুই জানেন না ভাইয়া🙈🙈
ছাইরাছ হেলাল
বুঝছি, ১৮ মাসে বছরের কথা বলছেন!
সুপায়ন বড়ুয়া
শীত সকালে মজার পিঠা
সাথে মজার কবিতা
তা কিন্তু মন্দনা ।
বন্ধু তোমায় শুভ কামনা।
ছাইরাছ হেলাল
শীত অবশ্যই মজার, তবে এখনের বৃষ্টিটা মোটেই মজার না।
ভাল থাকবেন আপনিও।
রুমন আশরাফ
“হে আগত শৈত্য প্রবাহ, ‘প্রবেশ নিষেধ’ নিয়ে নয়!
অন্তত এবারে সামান্য একটু উষ্ণতার ধার নয়ে এসো;
দিও অগুনে-পিঠা!”
অনবদ্য লেখা।
(ভাই ভাপা পিঠা আমার খুব প্রিয়)
ছাইরাছ হেলাল
ভাপা পিঠা অনেকের-ই প্রিয়, একটু গরমের মধ্যে!
তৌহিদ
মহারাজ বৃষ্টি হোক আর যাই হোক শীতের সৌন্দর্য বর্ণনা করা লেখায় সম্ভব কি? সাথে পিঠাপুলি হলে মন্দ নয় কি বলেন?
ছাইরাছ হেলাল
কী কী সম্ভব বা সম্ভব না, তাতো জানি না,
তবে উনুন পরশে পিঠে-পুলি মন্দ না!
সঞ্জয় মালাকার
এখন তো খেতে ইচ্ছে করছে, ১২ বর্ষর হয়ে গেলো শীতের পিঠা খাইনি।
ধন্যবাদ শ্রদ্ধে দাদা শুভ কামনা।
ছাইরাছ হেলাল
আল্লাহ নিশ্চয়ই আপনার ইচ্ছে পুরণ করবেন।
আপনিও ভাল থাকবেন।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা ইচ্ছে কাছে আমি পরাজিত হয়ে আই , আশীর্বাদ করবে ইচ্ছে আর সফলতা যেনো ফিরে আসে। আপনার জন্য ও অজস্র শুভ কামনা।
ছাইরাছ হেলাল
অবশ্য আশীর্বাদ আপনার জন্যই। সফল আপনি হবেন ই।
আরজু মুক্তা
আমি তো ভাবলাম যাক একরা দাওয়াত পাওয়া গেলো। এখন দেখি ছবি ইন্টারনেট।
😞😞😞
ছাইরাছ হেলাল
আহারে!
আগে পাওনা দাওয়াত পরিশোধ করেন।
জিসান শা ইকরাম
এ অ-বেলায় কিছুই হতে পারতো না,
শীতের গরম পিঠা কে খাওয়াবে?
লোভ জাগাইলেন কেন?
ছাইরাছ হেলাল
কেউ উষ্ণতা ধার দিলে পিডা-লাডা পাইবেন!
তবে সে গুড়ে বালি না, কাদা!
নিতাই বাবু
আপনার পোস্টের লেখা এবং পৌষের পিঠাপুলির ছবি দেখে সেই ছোটবেলার স্মৃতিতে হারিয়ে পেলাম। মা বানাতেন। মনের আনন্দে খেতাম।
আপনাকে পৌষ সংক্রান্তির প্রীতি ও শুভেচ্ছা। সাথে শুভকামনাও।
ছাইরাছ হেলাল
আসলেও সে সব দিন কোথায় যে হারিয়ে গেল!
আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা।
সাদিয়া শারমীন
জিভে জল চলে এল যে! লেখা পড়ে ভাল লাগলো।
ছাইরাছ হেলাল
লেখা পড়েছেন সেটি-ই অনেক আনন্দের,
ধন্যবাদ আপনাকে।
সাবিনা ইয়াসমিন
অন্তত এবারে সামান্য একটু উষ্ণতার ধার নয়ে এসো;
দিও অগুনে-পিঠা!…..
হুহ! শীতের ঠ্যালায় ই-কার দিতে ভুলে গেছেন, আবার শৈত্যপ্রবাহকে ডাকেন! সাহসতো কম না!!!
ছাইরাছ হেলাল
কোথায় আবার কী কম হয়ে গেল!
আগুন খুঁজি শুধু আর কিচ্ছু না! শীত-পিঠে খেতে হলে একটি সাহস তো লাগেই, লাগে-না!
সঞ্জয় মালাকার
শুভ সকাল দাদা দিন শুরু শুভেচ্ছা নিবেন।
দাদা জ্বীবে জল আসেগেছে।
ছাইরাছ হেলাল
আপনাকেও শীতের শুভেচ্ছা!
একটু সামলাতে হবে, ও কিছু না।
সঞ্জয় মালাকার
কত সামলে রাখবো দাদা, সামলাতে সামলাতে বারটা বছর কেটে গেলো। ধন্যবাদ দাদা শুভ সন্ধ্যা।
ছাইরাছ হেলাল
অপেক্ষা আমাদের করতেই হবে।
ইকবাল কবীর
পুলি আর ভাপা প্রিয় আর বাকি দুইটা প্রিয়ও না আবার অপ্রিয় ও না। ভালো লাগলো পিঠার মেলা।
ছাইরাছ হেলাল
সব কিছু কী সবার প্রিয় হয়!
দুটো তো প্রিয় তালিকায় পড়েছে।
ধন্যবাদ।