সবাইকে ধন্যবাদ। যারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এখানে লেখার জন্য। আমি অতিকায় ক্ষুদ্র লেখালেখির ক্ষেত্রে। তবুও সাহস পেয়েছি আমন্ত্রিত হয়ে এখানে লিখবার। সবার উৎসাহ আমার পাথেয় হয়ে থাকবে।
বন্যা ইসলাম, সাবিনা ইয়াসমিন এনাদের কাছে কৃতজ্ঞ থাকব।
নতুন কে চিনবো জানবো সবাই পাশে থাকবেন নতুন সদস্য হিসেবে এ প্রার্থনা
ধন্যবাদান্তে………
শিরিন হক।
১৪টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
সোনেলা উঠোনে আপনাকে সুস্বাগতম শিরিন আপু। আমন্ত্রন রক্ষা করে চলে এসেছেন এটাও কম আনন্দের না। যখন যা খুশি লিখবেন, নিজের মতো করে। এটা আমাদের সবার ব্লগ, আমাদের সাথে আপনার যেন ভালো লাগে, সেই চেষ্টা আন্তরিকতার সাথেই করবো।
ভালো থাকুন, শুভ কামনা ও ভালোবাসা ❤❤
শিরিন হক
সাবিনা আপু আন্তরিক ধন্যবাদ
সাবিনা ইয়াসমিন
একটি লেখা দেয়ার চব্বিশ ঘন্টা পর পরের লেখা দিতে হবে। আপনার জন্য ব্লগ নীতিমালার এক লাইনই প্রযোজ্য। শুভ ব্লগিং ❤❤
বন্যা লিপি
স্বাগতম তোমাকে সোনেলা উঠোনে মিতা। সোনেলা আমাদের নিজেদের উঠোন বাড়ি। লিখো মন ভরে। সবসময় পাশে আছি থাকবো। তোমার জন্য অফুরন্ত ভালোবাসা 💕💕💕💕
শিরিন হক
ধন্যবাদ মিতা
ছাইরাছ হেলাল
স্বাগত আপনি এখানে,
লিখতে শুরু করে দিন।
মোঃ মজিবর রহমান
সোনেলা পরিবারে আপনাকে সুস্বাগতম। আপনার মুল্যবান সময় ও লেখার আশায় থাকব ইনশাল্লাহ।
আপনার ব্লগিং সুখকর হোক প্রত্যাশা করি।
শুভেচ্ছা অবিরত।
ইঞ্জা
প্রথমেই স্বাগতম জানাই সোনেলার উঠোনে, আপু এই সোনেলাতে কেউই আপন পর নেই, আমরা সবাই সমান, আপনি লিখে যান আপনার মনের মাধুরি মিশিয়ে, সাথে অন্যদের লেখা পড়ুন, কমেন্ট করুন, এতে আপনার সাথে সাথে সবাই উৎসাহিত হবে, শুভেচ্ছা। 😊
শাহরিন
অনেক অভিনন্দন ও স্বাগতম।
মনির হোসেন মমি
অবশ্যই অভিনন্দন ও শুভ কামনা।লিখুন মনের আনন্দে।
তৌহিদ
সোনেলায় স্বাগতম আপু। লিখতে থাকুন নিজের মত করে। শুভকামনা জানবেন।
আরজু মুক্তা
আমরা পাশে আছি এবং থাকবো।।
শামীম চৌধুরী
আপনাকেও ধন্যবাদ। আমাদের মাঝে আছেন বলে।
ভালো থাকবেন।
জিসান শা ইকরাম
সোনেলার উঠোনে স্বাগতম।
শুভ কামনা।